Back
Paschim Bardhaman713363blurImage

কালীপুজো ও ছট পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠক পুলিশ প্রশাসনের

Somnath Mukherjee
Oct 26, 2024 15:47:57
Kumardihi, West Bengal

কালীপূজা এবং ছট পূজায় কি কি প্রশাসনিক গাইডলাইন থাকছে তা নিয়েই শনিবার অন্ডাল থানায় এলাকার ছট পূজা ও কালী পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠক সারলেন অন্ডাল থানার পুলিশ প্রশাসন। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল পিন্টু সাহা,সি আইবি পিন্টু মুখার্জী অন্ডাল থানার আধিকারিক সহ অন্যান্য পুলিশ অফিসাররা ও এলাকার ছট পূজা ও কালী পূজা কমিটির সদস্যরা। পূজা কমিটি গলির সঙ্গে বৈঠক শেষে এসিপি অন্ডাল পিন্টু সাহা জানান, এই পুজো গুলিতে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর থাকছে পুলিশ।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com