Back

জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুরে ইসকনের ভক্তদের নগর কীর্ত্তন
Durgapur, West Bengal
জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুরের ইস্কন মন্দির কর্তৃপক্ষ রবিবার সকালে নগর কীর্ত্তনের আয়োজন করে। দুর্গাপুরের ভিড়িঙ্গী থেকে প্রান্তিকা নাচন রোড ধরে নগর কীর্ত্তন যায়।এই নগর কীর্ত্তনে বহু ভক্তদের সমাগম হয়।জানা গেছে এই নগর কীর্ত্তন দুর্গাপুর স্টিল টাউন শিপে গিয়ে শেষ হবে। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুরে ইস্কন মন্দির সেজে উঠেছে। ভক্ত সমাগমে মন্দির চত্ত্বরে উৎসবের আমেজ।
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Durgapur, West Bengal:
দুর্গাপুরের অঙ্গদপুরের এক বেসরকারি কারখানার কর্মী নিরঞ্জন দেওয়াশী। বয়স ৩২ বছর।রবিবার বুকে ব্যাথা নিয়ে আই কিউ সিটি হাসপাতালে ভর্তি হন। অভিযোগ চিকিৎসা করা হয়নি তাই সোমবার সকালে মৃত্যু হয় নিরঞ্জনের। সোমবার সকালে এই ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
0
Share
Report
Durgapur, West Bengal:
রাজ্য সেচ ও জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানুষ ভূঁইয়া সোমবার দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ দেখতে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করলেন। পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার প্রশাসনিক আধিকারিকরা সঙ্গে ছিলেন। দুর্গাপুর ব্যারেজ সংস্কারের সময়ে ব্যারেজের উপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।যান চলাচলের জন্য দামোদর নদের উপর একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে।সেই বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করবে বলে জানা গেছে। বর্ষা মৌসুম আসার আগে ১৫ ই জুনের মধ্যে সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানা গেছে।
0
Share
Report
Durgapur, West Bengal:
দুর্গাপুরের বেনাচিতির কমলপুরপ্লটে ঝা চকচকে ভূয়ো কল সেন্টার খুলে দেদার প্রতারণা চলছিল।রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতারণার একের পর এক অভিযোগ দায়ের হতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম দমন শাখার আধিকারিকরা অভিযান চালায় কল সেন্টারে। কল সেন্টার থেকে ল্যাপটপ মোবাইল সব উদ্ধার করে নিয়ে তদন্তের জন্য নিয়ে যায়।সেন্টার থেকে দুই মহিলাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় । রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযোগ দায়ের হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
0
Share
Report
Durgapur, West Bengal:
ডাঃবিসি রায় ইন্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র পহেলগাওঁ এ নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী।কর্মসূত্রে ফ্লোরিডাতে বসবাস।একসময় এই কলেজ থেকেই তার ইন্জিনিয়ারিং পঠনপাঠন।পহেলগাওঁ এ জঙ্গিদের নৃশংস হত্যা লীলার খবরের সারাদেশ শোকস্তব্ধ।ডাঃ বিসি রায় ইন্জিনিয়ারিং কলেজেও প্রাক্তন ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।শহীদ বিতানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ডাঃ বিসি রায় ইন্জিনিয়ারিং কলেজে।ডাঃবিসি রায় সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বিতানের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
0
Share
Report
Bishanpur Srirampara, West Bengal:
মালদা জেলা ক্রীড়া সংস্থার আহবানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারতে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছান প্রাক্তন অধিনায়ক। মালদা রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। এদিন সারাদিন ধরে রয়েছে বিভিন্ন কর্মসূচি।
0
Share
Report
Durgapur, West Bengal:
পহেলগাঁও এ স্বপরিবারে বেড়াতে গিয়ে বাঙালি পর্যটক বিতান অধিকারী জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন।বর্তমানে কলকাতার বাসিন্দ।কর্মসূত্রে ফ্লোরিডাতে বসবাস করলেও বিতানের নাড়ির সম্পর্ক দুর্গাপুরের সঙ্গে।জন্ম বেড়ে ওঠা পড়াশোনা সবই দুর্গাপুরে হয় একসময়।বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন।দুর্গাপুরের হর্ষবর্ধন রোডের বাসিন্দা ছিলেন।দুর্গাপুরের ডাঃ বিসি রায় ইন্জিনিয়ারিং কলেজের বিটেক ইন্জিনিয়ারিং পড়াশোনা করেন।২০০৮সালে কলেজ ক্যাম্পাসিংএ চাকরি।বিতানের মর্মান্তিক মৃত্যু সংবাদ পেয়ে কলেজে শোকের ছায়া।
0
Share
Report
Durgapur, West Bengal:
ডাক্তারের সঙ্গে দেখা করা নিয়ে বচসা থেকে তুমুল বিক্ষোভ রোগীর পরিবারের লোকজনদের।পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশের উপর ও চড়াও হয় রোগীর বাড়ির লোকজন।শুক্রবার রাতে IQCITY হাসপাতাল চত্বরের ঘটনা।বচসার মাঝেই এক রোগীর আত্মীয় অতর্কিতে তিন রাউন্ড শূন্যে গুলি চালায়। হতাহত হয়নি কেউযদিও ।এই ঘটনায় পুলিশ চারজনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে। পুলিশ পরিস্থিতি শান্ত করে শেষমেশ।এই ঘটনায় আতঙ্কিত আই কিউ সিটি হাসপাতালে নিযুক্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। সংবাদ মাধ্যমকে তারা এই ঘটনার পর আতঙ্কের কথা জানান।
0
Share
Report
Durgapur, West Bengal:
এক রোগীর চিকিৎসা নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে পরিবারের লোকজন সকলে দেখা করার জন্য বিক্ষোভ দেখায় শুক্রবার রাতে। IQCITYহাসপাতাল কর্তৃপক্ষ নিয়ম মেনে পরিবারের দুই তিন জনকে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।সেই নিয়ে বচসা শুরু।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করার চেষ্টার সময় ফের পুলিশের উপরো চড়াও হয় রোগীর পরিবারের লোকজন বলে অভিযোগ। এরমধ্যে রোগীর পরিবারের এক সদস্য হঠাৎ শূন্যে তিন রাউন্ড গুলি ছোড়ে।এই ঘটনায় কেউ যদিও হতাহত হয়নি।পুলিশ এই ঘটনায় চারজন কে গ্রেপ্তার করে।
0
Share
Report
Durgapur, West Bengal:
লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী ছিলেন দীলিপ ঘোষ। দীলিপ ঘোষের প্রতিদ্ধন্ধী ছিলেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ।লোকসভা নির্বাচনে কীর্তি আজাদ বিপুল ভোটে জয়ী হোন। দীলিপ ঘোষ পরাজিত হন।কিন্তু দুজনের মধ্যে আন্তরিক সম্পর্ক আজো বেশ সুদৃঢ়।কীর্তি আজাদ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন দীলিপ ঘোষের বিয়ে।তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ তাই দীলিপ ঘোষকে বিয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন দুর্গাপুরের এসে। দীলিপ ঘোষের বৈবাহিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
0
Share
Report
Durgapur, West Bengal:
দুর্গাপুরের বিধান নগরের এডিডিএ সংলগ্ন কালীবাড়ীতে পয়লা বৈশাখ রাতে মন্দিরের দরজা ভেঙ্গে চুরির চেষ্টা করে কয়েকজন যুবক।শব্দ পেয়ে স্থানীয় মানুষের চিৎকারে চোরের দল পালিয়ে যায়।বিধান নগর আউট পোষ্ট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।পুলিশ জোর তৎপরতা শুরু করে।মন্দিরের সিসি ক্যামেরার সূত্র ধরে দুই জন চোরকে স্থানীয় কমিউনিটি সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করে।ধৃত দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হয়।জিজ্ঞাসাবাদ করে মন্দিরের চুরির ঘটনায় মাথাদের ধরতে চায় পুলিশ।
0
Share
Report