Back
Paschim Bardhaman713301blurImage

আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক অগ্নিমিত্রা

Jiarul Mallick
Aug 13, 2024 11:06:44
Asansol, West Bengal
আসানসোল :আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক অগ্নিমিত্রা,কথা বললেন নার্স ও ডাক্তারদের সাথে, পাসে থাকার আশ্বাস।আর জি করের ঘটনার পরে রাজ্যরাজনীতি তোলপাড়, আসানসোল জেলা হাঁসপাতালে নিরাপত্তা এবং পরিষেবা খতিয়ে দেখেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহিলা ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে পাসে থাকার বার্তা দেন এবং ডাক্তার সিস্টারদের হাতে ফুল দিয়ে পাশে থাকার আশ্বাস দেন অগ্নিমিত্রা পাল । বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিজেপি কর্মীরা সঙ্গে ছিলেন।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com