Back
Paschim Bardhaman713213blurImage

জেলা প্রশাসনের উদ্যোগে সৃজনী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো দূর্গা পূজোর কোঅর্ডিনেশন মিটিং

Ganesh Chakraborty
Sept 23, 2024 15:07:53
Durgapur, West Bengal
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরেই দূর্গাপূজো সূচনায় মহালয়া।উৎসব মরসুম শুরু হতে চলেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতিবছর এই পূজো মরসুমকে সুন্দর ও আনন্দময় করতে বেশকিছু গাইড লাইন দেয় পূজো কমিটির উদ্যোক্তাদের। রবিবার দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে দূর্গা পূজোর কোঅর্ডিনেশন মিটিং। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা এই মিটিং এ বেশকিছু সুপরামর্শ দেন পূজো কমিটির উদ্যোক্তাদের।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com