Back
Paschim Bardhaman713385blurImage

বিজেপি নেতা জিতেন্দ্র "গ্রাম যায় প্রোগ্রামে" অভাবীদের সম্বোধন করেছিলেন

Somnath Mukherjee
Sep 01, 2024 05:31:59
Laudoha, West Bengal

লাউদোহা পঞ্চায়েতের ঝাঁজরা গ্রামে শনিবার বিজেপির পক্ষ থেকে শিব মন্দিরে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়। এই পথ সভায় গ্রামের দুঃস্থ মানুষদের 20টি ত্রিপল এবং এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হল। এবং পড়াশোনায় তাঁদের যথাসাধ্য পাশে থাকার বার্তা দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । সভা শেষ হওয়ার পর বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি স্থানীয় বিজেপি নেতা সুজন সূত্রধরের বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া করেন। জিতেন্দ্র বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থক রা।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com