Back
Paschim Bardhaman713213blurImage

Bardhaman - নববর্ষের হালখাতা করতে ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে ব্যবসায়ীদের লম্বা লাইন

Ganesh Chakraborty
Apr 15, 2025 09:58:10
Durgapur, West Bengal
আজ বাংলা নববর্ষ।১৪৩২ সাল নুতন বছরের আজ সূচনা।তাই নুতন বছরের সূচনায় হালখাতা করতে দুর্গাপুরের ব্যবসায়ী মহল ও মাতৃ দর্শন করতে ভক্তদের উপচে পড়া ভিড় জেলার প্রাচীন মন্দির দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে।মঙ্গলবার ভোর থেকে মন্দিরে লম্বা লাইন ভক্তদের।দর্শনার্থী এবং ব্যবসায়ীদের যাতে মাতৃ দর্শন করতে ও হালখাতা করতে যাতে কোন অসুবিধা না হয় মন্দির কর্তৃপক্ষ মন্দিরে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com