Back
Paschim Bardhaman713212blurImage

মুচিপাড়া মিলন সংঘের ১৫ তম বর্ষ রানিং ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজন করা হয়

Jiarul Mallick
Aug 11, 2024 15:38:29
Durgapur, West Bengal
সোমনাথ গুপ্ত :-মুচিপাড়া মিলন সংঘের ১৫ তম বর্ষ রানিং ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় । ২৭ নম্বর ওয়ার্ড মুচিপাড়া মিতালী সংঘ ফুটবল ময়দানে রবিবার ১১ আগস্ট রানিং টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলাটি সম্পন্ন হয়। ফাইনালে উঠে আসা দুটি টীম হলো দুর্গাপুর এরিয়ান ক্লাব এমএম সি। ও অপরটি জিএম একাদশ ধোঁবাঘাটা। মিলন সংঘের রানিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দিনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়াল, ভীম সেন মন্ডল, উত্তম মুখার্জী, কবি দত্ত, সুভাষ মন্ডল,অঙ্কিতা চৌধুরী
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com