Back
Malda732101blurImage

যুগের সাথে তাল মিলিয়ে এখনো হয়ে আসছে সুপরিচিত "চারু শেঠের" মেলা

Madhab Kumar Mandal
Oct 23, 2024 07:11:53
Malda, West Bengal

পুরাতন মালদা ব্লকের ঐতিহ্যবাহী কাঠের মেলা হিসাবে চারু শেঠের মেলা সুপরিচিত মালদা জেলা বাসির কাছে। প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর ৭ দিন পর এই মেলার সূচনা হয়ে থাকে। এই মেলা চলে ৫ দিন ধরে। তবে এই মেলা কে অনেকেই বাইচ মেলা বা চারু শেঠের মেলা বলে থাকেন। জানা গিয়েছে, মালদা জেলার পুরাতন মালদা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তৈলমুন্ডি এলাকায় বহু যুগ যুগ ধরে পুরনো ঐতিহ্য মেনেই এখনো এই মেলা হয়ে চলে আসছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com