আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল নেত
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
ধস প্রবন এলাকা খনি অঞ্চল অন্ডাল ও পাণ্ডবেশ্বর লাউ দোহার বেশ কিছু জায়গায় বর্ষা হলেই ধসের লক্ষ্য করা যায়। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা জল বৃষ্টি নেই কিন্তু হঠাৎ করেই একটা প্রাচীন কুয়ো মাটির তলায় তলিয়ে গেল। ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক রাত্রি ৮ টা থেকে ৯ টা নাগাদ অন্ডালের সিদুলি বিন পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা রাম প্রবেশ ভূঁইয়া ও সমর ভূঁইয়ারা জানান। শনিবার রাত্রি আটটা পর্যন্ত পাড়ার লোকেরা এই কুয়ো থেকে জল ব্যবহার করেছিল।
লাউদোহা:বৃহস্পতিবার রাতে চুরির ঘটনার খবর সামনে আসে শুক্রবার সকালে,দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার ও গোগলা এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর, একটি জেসিবি ও শুক্রবার রাতেও একটি টোটোর ব্যাটারি চুরি হয়। ঠিক এই ভাবেই গোগুলা এলাকা থেকে ২০১৮ সালের ২৫শে জুলাই বাড়ির দরজার সামনে থেকে একটি বোলেরো গাড়ি চুরির ঘটনা ঘটে, যার কোন কিনারা আজও হয়নি বলে জানান গাড়ির মালিক বিশ্বজিৎ সরকার। তিনি বলেন গতকাল তিনি তার গাড়ির স্টাফ এর থেকে খবর পান তার যে ট্রাক্টর টি রয়েছে তার ব্যাটারি চুরি হয়েছে রাত্রিবেলা।