Back
Malda732101blurImage

মালদায় ২০২৪ পুজো কার্নিভাল: মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ণাঢ্য উদযাপন!

Madhab Kumar Mandal
Oct 15, 2024 17:24:29
Malda, West Bengal

মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার রাতে অনুষ্ঠিত হলো ২০২৪ পুজো কার্নিভাল। সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত এ কার্নিভালের আয়োজন করা হয়। এবারে এটি মালদা কার্নিভালের তৃতীয় বর্ষ। ইংরেজবাজার ও পুরাতন মালদা শহরের ২৭টি পুজো কমিটি অংশগ্রহণ করে। কার্নিভালে আদিবাসী নৃত্য, গম্ভীরা, মুখোশ নাচ, ও পুরুলিয়ার ছৌ নৃত্যের মাধ্যমে বাংলার বিভিন্ন লোক সংস্কৃতি প্রদর্শিত হয়। প্রদীপ প্রজ্বলন করে সন্ধ্যায় কার্নিভালের অনুষ্ঠান শুরু হয়।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com