গোপীবল্লভপুরের বুকে ঘটল এক দুঃসাহসী চুরির ঘটনা। দুটি স্কুল এবং একটি লাইব্রেরীর একাধিক আলমারি ভেঙ্গে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ত্রস্ত গোপীবল্লভপুরবাসী। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ,নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়' এবং ব্যোম নীলিমা সারস্বত মন্দির পাঠাগারে এই চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়'এর সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে একজন মাত্র পেশাদার চোর এরকম ঘটনা ঘটিয়েছে।
গোপীবল্লভপুরে স্কুল ও লাইব্রেরিতে চুরি, চোরের সিসিটিভি ফুটেজ প্রকাশ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
দুর্গাপুরের দুর্গা পূজোর কার্নিভাল প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধোধনের পর নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হলো। এবারের কার্নিভাল ২৪ তম দুর্গা পূজোর উপলক্ষে আয়োজন করা হয়েছে।
দিনাজপুরের হিলি থানা এলাকার ডাবরা-ত্রিমোহিনীর মধ্যে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক যুবক। হিলি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এলে চালক ভুটভুট্টির দিকে ছুটে যান।
অন্ডালের কাজোড়া এরিয়ার ইস্ট কোলিয়ারির গোডাউনে সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা গোডাউনের ছাদ ফুটো করে এসডি এল-এর দামি যন্ত্রাংশ ও বেশ কয়েকটি দামি পাম্প চুরি করে নিয়ে যায়। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে, কোলিয়ারিতে বারবার চুরির ঘটনার কারণে খনি শ্রমিকরা আতঙ্কিত। কেন্দ্রীয় সংস্থা ইসিএল-এর সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিআইএসএফের হাতে থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে, যা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে।