Back
চন্দননগর ও চুঁচুড়া বিধানসভায় তৃনমূলের ধর্না অবস্থান
Chinsurah, West Bengal
আর জি কর চিকিৎসক পড়ুয়ার ধর্ষন ও হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে ধর্ণা তৃণমূল কংগ্রেসের। শনিবার চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দননগর বাগবাজারে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, চেয়ারপার্সন স্নিগ্ধা রায় সহ চন্দননগরের তৃণমূল নেতৃত্বরা।
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
Ghatal, West Bengal:
আজ ফিরতি রথ, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র দিন এটি। আজকের দিনে জিলিপি খাওয়ার রীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে।
0
Share
Report
Ghatal, West Bengal:
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মহিলা সম্মেলনের প্রাক্কালে কি বার্তা দিলেন ঘাটালের বিধায়ক জেনে নিন
0
Share
Report
Durgapur, West Bengal:
দেখে মনে হচ্ছে জল জমেছে বাগানে! আদতে সেটা দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ক্লাসরুম। সেখানেই চলছে উদ্ভিদবিদ্যার ক্লাস। চূড়ান্ত সমস্যায় পড়ুয়ারা থেকে অধ্যাপকরা। মহাবিদ্যালয়গুলিকে শ্মশানে পরিণত করতে চাইছে তৃণমূল পরিচালিত সরকার, কটাক্ষে বিজেপি। লোকসভা নির্বাচনের কাজকর্ম হয়েছিল এই মহাবিদ্যালয়ে তখন থেকে এই অবস্থা। দ্রুত মেরামত করবে পূর্ত দপ্তর দাবি তৃণমূলের।
0
Share
Report
Ghatal, West Bengal:
এমনিতে ই কয়েকদিন আগেই বন্যা পরিস্থিতি থেকে মুক্ত হয়েছে ঘাটাল। এর মধ্যেই ফের শুরু হয়েছে লাগাতার বৃষ্টিপাত। জলস্তর বাড়ছে একাধিক নদীতে। চিন্তার ভাঁজ পড়েছে কপালে
0
Share
Report
Anandapur Sundarpur, West Bengal:
কিছু মহিলা আছেন যারা রাজনীতির আড়ালে নোংরামি করেন এর আগে আমার সাথেও নোংরামি করতে চেয়েছেন। বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো বলেছিলাম, দরকার হলে চালাবোও। সোমবার প্রকাশ্য রাস্তায় প্রবীণ বাম নেতা অনিল দাস কে জুতোপেটা করে গায়ের রং ঢেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত খরগোপুরের তৃণমূল নেত্রী দেবী কোলে শর্মার গ্রেফতারি প্রসঙ্গে বলতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
0
Share
Report
Ghatal, West Bengal:
জেলার সাঁওতালি মাধ্যম বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে বীর সিংহের সাঁওতালি মিউজিয়াম তৈরি, পাট্টা বন্টনের ক্ষেত্রে আদিবাসী মানুষজনদের অহেতুক বঞ্চিত করা কেন হচ্ছে ইত্যাদি সহ একাধিক দাবি তে আজ ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় চত্বর অবস্থান বিক্ষোভ শুরু করল ভারত যাকাত মাঝি পরগনার ঘাটাল শাখার কর্মী সদস্যরা।
0
Share
Report
Durgapur, West Bengal:
'যে গুলি চালিয়েছিল তাকে শহীদ মঞ্চে বসিয়ে সম্মান দেওয়া হয়, আর যারা শহীদ হয়েছে তাদের সম্মান করা হয় না। এই সরকার অপদার্থ। তাই ডুগডুগি বাজিয়ে সমাজকে জাগ্রত করছি', সাত সকালেই দুর্গাপুর থেকে তৃণমূলকে নিশানায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চা চক্র সেরে রাজ্য সরকারকে একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন,"এই সরকার যে ধরনের অপকর্ম করছে তাতে রাস্তায় মহিলারা বেরোতে পারছে না। আর তৃণমূলের গুন্ডা মহিলারা প্রাক্তন সিপিএম নেতাকেও মারধর করছে। আমার পিছনেও লাগতে এসেছিল কিন্তু পারেনি।"
0
Share
Report
Dhanbad, Jharkhand:
চারদিন নিখোঁজ থাকার পর কলকাতার বালিগঞ্জ থেকে মিললো কিশোরের নিথর দেহ। অভিযোগ, রেলের ওয়াগন থেকে কয়লা নামাতে গিয়ে এই বিপত্তি। ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে। তৃণমূল নেতাকে ক্ষোভ প্রকাশ উত্তেজিত জনতার, এলাকার একটি বাড়িতে বিক্ষোভ মৃত কিশোরের পড়শী আত্মীয় স্বজনদের। মৃত কিশোরের নাম সুরজিৎ রুইদাস(১৪)। দুর্গাপুরের লেবারহাটের বাসিন্দা
0
Share
Report
Ghatal, West Bengal:
হায়দ্রাবাদে কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরে।নাড়াজোল অঞ্চলের হরিরাজপুর গ্রামের ৪ জন শ্রমিক ওই কারখানায় ছিল। ৩ জন ডিউটিতে ছিল ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ১ জন হসপিটালে ভর্তি আছে।
0
Share
Report
Durgapur, West Bengal:
আজ থেকে শুরু হলো সেফ ড্রাইভ সেভ লাইফের বিশেষ কর্মসূচি। রাজ্যের প্রতিটি প্রান্তের পাশাপাশি মুচিপাড়া ট্রাফিক গার্ডের সগড়ভাঙা এলাকায় এই কর্মসূচি চলে। গাড়ির চালককে হেলমেট পড়ার বার্তা দেওয়া হয়। ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপারের বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রদীপ মন্ডল, এসিপি ট্রাফিক (৩) রাজ কুমার মালাকার, ওসি মুচিপাড়া ট্রাফিক সতীনাথ শীল, ওসি দুর্গাপুর ট্রাফিকগার্ড সন্দ্বীপ সোম, ওসি সাব ট্রাফিক আমিনুর রহমান সহ ট্রাফিক আধিকারিকরা।
0
Share
Report