আরজি কর নিয়ে চন্ডীতলায় তৃনমূলের ধর্না অবস্থানে উপস্থিত হয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, বারো ঘন্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছিল,১৭ দিন পেরিয়ে গেলো সিবিআই কি করছে।সেটার জন্য ধর্না বিক্ষোভ করছি। সিবিআই তদন্তের কোনো অগ্রগতি নেই।কোনো কিছু বলছে না আর কেউ যুক্ত আছে কিনা।এদিক ওদিক করে নিউজ ফ্লাশ করছে।আসল কথা কি।সিবিআই অন্যান্য জায়গায় যখন কেস করে তখন অফিসিয়ালি প্রেস করে।এক্স হ্যান্ডলে পোস্ট করে।এ ক্ষেত্রে কেন দেখতে পাওয়া যাচ্ছে না।সিবিআই তাহলে কি করছে।
আরজি কর কান্ডের প্রতিবাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিছিল
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
টানা লাগাতার দুদিনের বর্ষণে শিল্পাঞ্চলে জনজীবন ব্যাহত। প্রবল বর্ষণে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। পাশাপাশি বিভিন্ন জায়গায় পড়েছে গাছ। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালতের প্রধান রাস্তার উপর গাছ পড়ে বিপত্তি। রবিবার আনুমানিক সকাল দশটা থেকে বন্ধ যান চলাচল। রবিবার ছুটির দিন হওয়ায় আদালত চত্বরে ভিড় না থাকার কারণে কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে স্থানীয়দের।
পাণ্ডবেশ্বর :- গত দুদিন ধরে নিম্নচাপের কারণে রাজ্যে জুড়ে হচ্ছে প্রবল বৃষ্টিপাত।খনি অঞ্চলেও বৃষ্টির সঙ্গে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। প্রত্যেক দিনের মত রবিবারও যাত্রী বোঝাই করে বীরভূমের কুণ্ডহীত থেকে বেনাচিতি গামী বড় যাত্রীবাহী বাস আসছিল দুর্গাপুরের বেনাচিতির অভিমুখে। পাণ্ডবেশ্বর এর গোবিন্দপুর মোড়ের সামনে এলেই ঘটে বিপত্তি। রাস্তার পাশেই বৈদ্যুতিক তার সংযুক্ত করার জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি।
কাঁথি: বঙ্গোপসাগরের উপর ঘনিভুত নিম্নচাপের কারনে আগামী কাল রবিবার মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের মাৎস্য শিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়।শনিবার বিকাল থেকে কাঁথির দেশপ্রান মৎস্য বন্দর থেকে সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিকের নির্দেশক্রমে মাইকিং করে মৎস্যজীবীদের জানিয়ে দেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো ট্রলার বা ফিসিং নৌকা মাছ ধরতে যায় তাহলে সরকারি নির্দেশিকা অনুসারে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। নিম্নচাপের কারনে টানা বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া হওয়ায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গতকাল শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জুড়ে। শুক্রবার দুপুর থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। আর আজ শনিবার সকাল হতেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে এই বৃষ্টি।বাদ গেল না বীরভূম ও। এদিন বীরভূমের কীর্ণাহারেও সকাল থেকে টানা সন্ধ্যা পর্যন্ত মুষলধারে চলছে বৃষ্টি যদিও সন্ধ্যার পর থেকে কিছুটা কমেছে বৃষ্টির পরিমাণ এদিন সন্ধ্যায় কীর্ণাহার বাজার এলাকায় এমনই ছবি ধরা পরল।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার কোচবিহার এ বি এন শীল কলেজ অডিটোরিয়ামের এবং গুড়িয়াহাটি গার্লস হাই স্কুলের রাস্তার কাজের সূচনা করেন। মন্ত্রী জানান, গত দুই দিনে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ বি এন শীল কলেজের অডিটোরিয়াম নির্মাণে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ হবে। অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপালসহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন।