Back
Dakshin Dinajpur733141blurImage

ডাক্তারদের আন্দোলের প্রতি সহানুভূতিশীল বিজেপি:সুকান্ত

Kamal Kumar Biswas
Oct 09, 2024 08:54:35
Kumarganj, West Bengal
সাম্প্রতিক জুনিয়ার ডাক্তারদের আন্দোলন নিয়ে কুনাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন , কুনাল ঘোষকে কেও সিরিয়াসলি নেয় না l তৃণমূল একজন জেল খাটা আসামিকে স্পোকসপার্সন বানিয়ে রেখেছে l বাংলার ডাক্তার বাবুরা কুনাল ঘোষের কথাকে খুব একটা গুরুত্ব দেয়না l ডাক্তারদের দাবিদাওয়ার প্রতি বিজেপির সহানুভূতি আছে l তারা কিভাবে আন্দোলন করবে ,কিভাবে তাদের প্রতিবাদ জানাবে তা তাদের একান্ত নিজস্ব ব্যাপার l
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com