Back
দক্ষিণ দিনাজপুরের ধর্ষণের ঘটনা প্রসঙ্গে কি জানালেন সুকান্ত
Kumarganj, West Bengal
কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরে এক পঞ্চম শ্রেণির এক আদিবাসী কন্যাকে নির্মমভাবে ধর্ষণ করে এক যুব,এই অপরাধী শুধু তাকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি বরং তাকে ফাঁসি দিয়ে মারারও চেষ্টা করেছিল বলে অভিযোগ। আজ হাসপাতালে গিয়ে সেই আদিবাসী নির্যাতিতার সঙ্গে দেখা করে উনার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন এবং এমন নারকীয় ঘটনায় অভিযুক্তর কঠোরতম শাস্তির দাবী জানালেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড.
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
Asansol, West Bengal:
আসানসোল কুলটি
রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে রাস্তা সারায়ের দাবিতে বিক্ষোভে সামিল কুলটি ব্লক কংগ্রেস
রাস্তার বেহাল দশা, এর প্রতিবাদ জানিয়ে ধানের চারা গাছ লাগিয়ে প্রতিবাদ জানাল কুলটি ব্লক কংগ্রেস। পাসাপাসি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মীরা। কুলটি ডিসেরগড় রোডের রাস্তা অবস্থা বেহাল দশায় রয়েছে, বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
0
Share
Report
Asansol, West Bengal:
আসানসোল ---
অজয় নদের মাঝখানে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে পড়া একটি যাত্রীবোঝাই নৌকা থেকে ১৬ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।জানা গেছে, শুক্রবার রাত আটটার নাগাদ বীরভূম থেকে জামুরিয়ার সিদ্ধপুর-বাগডিহা ঘাটের দিকে আসার সময় নৌকাটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে নদীর মাঝে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে যায়। নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে, সিভিল ডিফেন্স দলের দ্রুত এবং সুসংগঠিত প্রচেষ্টায় শনিবার ভোর চারটে নাগাদ যাত্রীদের নিরাপদে তীরে আন
4
Share
Report
Asansol, West Bengal:
অজয় নদীর উপর জামুরিয়ার এই ঘাটে স্থায়ী সেতুর দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা সহ নৌকার মাঝি ।তারা জানিয়েছেন স্থায়ী সেতুর হলে বীরভূম জেলার সাথে যোগাযোগের সুবিধা হবে।
1
Share
Report
Sitarampur, West Bengal:
পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূম জেলার যোগাযোগের ক্ষেত্রে অজয় নদীর উপর স্থায়ী সেতুর দাবী জানালো স্থানীয়রা
প্রসঙ্গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল স্তর বেড়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার পাশ দিয়ে বয়ে চলা অজয় নদীতে। জামুরিয়া থেকে বীরভূমের সঙ্গে যোগাযোগকারী অজয় নদীর এই ঘাটে তৈরি হয়েছিল অস্থায়ী বাঁসের সেতু।
জল বাড়ার ফলে বাঁশ দিয়ে তৈরি সেতুটি জলের তোড়ে ভেসে যায়। স্থানীয় গ্রামবাসীদের চেষ্টায় প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে চলছে যাতায়াত। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মধ্যে সংযোগকারী এই অ
9
Share
Report
Asansol, West Bengal:
আবারো ধসের ঘটনা ঘটলো আসানসোলের কালীপাহাড়ি ও নিমচা সংলগ্ন পুরুলিয়াডাঙ্গা,চলবলপুর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন পরিতক্ত জঙ্গলের বেশ কিছুটা অংশ ধ্বসে গিয়েছে মাটির নিচে। ধসে যাওয়া জায়গাটি থেকে সামান্য দূরে রয়েছে জনবসতি এলাকা, স্থানীয়রা জানিয়েছেন ভোরে চারটে নাগাদ ধ্বসে যাওয়ার ঘটনা ঘটে । অনেকটা অংশজুড়ে ধস নামার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা আরো জানান ওই এলাকায় পুরনো কোলিয়ারি ছিল, যা বন্ধ অবস্থায় রয়েছে। সে কারণেই ধস কিনা তা তদন্তের পরে বোঝা যাবে।
14
Share
Report
ZNZila Newz
FollowJul 11, 2025 14:25:12Harirampur, West Bengal:
জল বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায়, ডুবেছে যাতায়াতের রাস্তা ঘাট, জলে তলায় আড়গোড়া ১ নম্বর চাতাল রাজ্যসড়ক, বন্ধ রাজ্যসড়কের ধারে দোকানপাট গুলিও । ডিঙি বা নৌকায় চলছে যাতায়াত, ঘাটাল পৌর এলাকা থেকে গ্রামীন এলাকা গুলি জলের তলায়, বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনও লক্ষ্মণ নেই । সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে বানভাসি এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে।
14
Share
Report
ZNZila Newz
FollowJul 10, 2025 14:58:27Anandapur, West Bengal:
পশ্চিমমেদিনীপুর জেলার দাসপুর ২নং ব্লকে জোৎঘণেশশ্যাম দিলীপ মাইতি বাড়ি গত কাল সন্ধ্যা ৯টা নাগাদ বৃষ্টি কারণে মাটির বাড়িটি ভেঙ্গে পরে যায় ওই পরিবারে ৪সদস্য ছিলেন ওই বাড়ির দুয়ারে কোন রকমে বাইরে বেরিয়ে আসে ঘুমন্ত অবস্হা থাকলে বড় বিপদ হত এমন টা জানাচ্ছেন ওই পরিবারের সদস্য পাশে ৯টি গবাদি পশু মারা যায়।
14
Share
Report
ZNZila Newz
FollowJul 10, 2025 14:57:57Ghatal, West Bengal:
টানা কয়েক দিনের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছিল চন্দ্রকোনা শিলাবতী নদী ও কাঠিয়ার খালে। বন্যার আশঙ্কা থাকলেও শিলাবতী নদী ও কেটিয়াখালের জল কিছুটা কমেছে। চন্দ্রকোনার এক ও দু নাম্বার ব্লকের পলাশ্চাবড়ি ও সিমলা, কেশাডাল, বাগপতা এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন, তার পাশাপাশি কমিউনিটি কিচেনে সাধারণ মানুষজন ও কচিকাচাদের খাবার পরিবেশন করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া।
14
Share
Report
ZNZila Newz
FollowJul 09, 2025 11:11:27Ghatal, West Bengal:
রাস্তার অবস্থা বেহাল তাই অসুস্থ মহিলাকে ঝোলাই করে নিয়ে আসা হচ্ছে মূল রাস্তায়। এই ছবি দেখতে হল পশ্চিম মেদিনীপুর জেলাতে। অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় 2 নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামে ঢোকার রাস্তা । প্রায় ৭০০ মিটার রাস্তার অবস্থা এমনই খারাপ সেই রাস্তা দিয়ে যাতায়াত করায় দুর্বিষহ। অসুস্থ হয়ে পড়লে বর্ষাকালে বা বৃষ্টি হলে তাকে এভাবেই নিয়ে আসতে হয় বলেই অভিযোগ।
14
Share
Report
SGSanatan Garai
FollowJul 06, 2025 10:31:16Durgapur, West Bengal:
ধারের টাকা শোধ না করে হরিয়ানার যুবককে উত্তরপ্রদেশে খুন করে বুদবুদে গা ঢাকা। বুদবুদ থেকে হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার বিহারের যুবক। ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল হরিয়ানা পুলিশ। ধৃত যুবকের নাম ধর্মেন্দ্র কুমার শর্মা। বিহারের বুদ্ধামতালাও এলাকার বাসিন্দা। বুদবুদের কোটা এলাকায় আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল।
0
Share
Report
ZNZila Newz
FollowJul 06, 2025 09:55:06Ghatal, West Bengal:
ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায় বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজন। ওই এলাকায় মুখোমুখি দুটি মোটর বাইকের সংঘর্ষ ঘটে। চারজন গুরুতর যখম অবস্থায় চিকিৎসাধীন স্থানীয় গৌরা বেসরকারি নার্সিংহোমে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ চলতি মানুষ এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন, দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ।
0
Share
Report
SGSanatan Garai
FollowJul 06, 2025 07:15:30Durgapur, West Bengal:
স্তব্ধ ১৯ নম্বর জাতীয় সড়ক। ভোগান্তি সাধারণ মানুষের। ক্ষোভ প্রকাশ পণ্যবাহী গাড়ির চালকদের। রথযাত্রা এবং মহররমের জন্য কলকাতায় ভারী গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞার জন্য যানজট দাবি ট্রাফিক পুলিশের। শনিবার রাত থেকে কলকাতা থেকে ১৯নং জাতীয় সড়কের আসানসোল থেকে কলকাতা গামী পণ্যবাহী গাড়ি থামিয়ে দেওয়া হয়। যানজট শুরু হয় গোটা জাতীয় সড়ক জুড়ে। রবিবার সকাল থেকে দেখা গেল আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড় পর্যন্ত শুধুই দাঁড়িয়ে একের পর এক ট্রাক, ট্রেলার, ডাম্পার।স্তব্ধ জাতীয় সড়ক।
0
Share
Report
ZNZila Newz
FollowJul 05, 2025 11:15:16Ghatal, West Bengal:
আজ ফিরতি রথ, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র দিন এটি। আজকের দিনে জিলিপি খাওয়ার রীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে।
0
Share
Report
ZNZila Newz
FollowJul 05, 2025 09:43:40Ghatal, West Bengal:
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মহিলা সম্মেলনের প্রাক্কালে কি বার্তা দিলেন ঘাটালের বিধায়ক জেনে নিন
0
Share
Report
SGSanatan Garai
FollowJul 05, 2025 08:28:10Durgapur, West Bengal:
দেখে মনে হচ্ছে জল জমেছে বাগানে! আদতে সেটা দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ক্লাসরুম। সেখানেই চলছে উদ্ভিদবিদ্যার ক্লাস। চূড়ান্ত সমস্যায় পড়ুয়ারা থেকে অধ্যাপকরা। মহাবিদ্যালয়গুলিকে শ্মশানে পরিণত করতে চাইছে তৃণমূল পরিচালিত সরকার, কটাক্ষে বিজেপি। লোকসভা নির্বাচনের কাজকর্ম হয়েছিল এই মহাবিদ্যালয়ে তখন থেকে এই অবস্থা। দ্রুত মেরামত করবে পূর্ত দপ্তর দাবি তৃণমূলের।
0
Share
Report