Back
Dakshin Dinajpur733141blurImage

রাস্তার বেহাল অবস্থা,নাজেহাল সাধারণ মানুষ

Kamal Kumar Biswas
Sept 19, 2024 08:40:00
Kumarganj, West Bengal
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ভৌর পঞ্চায়েতের কড়ইতলা থেকে পাটাইকুড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় নাজেহাল ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা l দীর্ঘদিন যাবৎ রাস্তার কোনো মেরামতির কাজ পর্যন্ত হয় নি l কিছু কিছু জায়গায় রাস্তার অর্ধেক অংশ পুকুরে সলিল সমাধি ঘটেছে l অতিদ্রুত রাস্তাটিকে মানুষজন ও যানবাহনের চলাচলের উপযুক্ত করে দেবার দাবি স্থানীয় এলাকাবাসীর l
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com