Back
Dakshin Dinajpur733141blurImage

মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি দ:দিনাজপুরের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করেন

Kamal Kumar Biswas
Oct 05, 2024 11:12:31
Kumarganj, West Bengal
আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করেন l কুমারগঞ্জ ব্লকের ইয়ুথ কল্যাণ স্পোর্টিং ক্লাব ও সাফানগরের নিউ তরুণ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করেন তিনি l দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে গত ৫দিন ধরে নাগাড়ে বৃষ্টিপাত চলছে l এরফলে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত l প্যান্ডেল,প্রতিমা ও লাইটিংয়ের বেশিরভাগ কাজই অসম্পূর্ণ l মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন উপলক্ষে ক্লাবগুলিতে প্রশাসনিক আধিকারিকরা বিকাল থেকেই উপস্থিত ছিলেন l
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com