
গোটা রাজ্যের পাশাপাশি বুনিয়াদপুর সহ বংশীহারি ব্লকেও পালিত হল জন্মাষ্টমী
দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে জন্মাষ্টমী উপলক্ষে রাজ্য জুড়ে, বুনিয়াদপুর সহ বংশীহারি ব্লকের বিভিন্ন এলাকায় জন্মাষ্টমী পালিত হয়। জন্মাষ্টমী উপলক্ষে বুনিয়াদপুর পৌরসভার সরস্বতী শিশু মন্দিরের পক্ষ থেকে সরাইঘাট থেকে শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সের শিশুরা অংশগ্রহণ করে। শিশুরাগ শ্রী কৃষ্ণ বুনিয়াদপুরসহ প্রদক্ষিণ করেন। এছাড়াও জোড় দীঘি এলাকার সরস্বতী শিশু মন্দিরে একই পোশাকে জোড় দীঘি রাধাগোবিন্দ মন্দির থেকে সম্বরজো অভিমুখে এলাকা প্রদক্ষিণ করেন।
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
খুলে গেল দুর্গাপুর ব্যারেজের রাস্তা। ব্যারেজের সংস্কার হওয়ার রাস্তা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায় সহ সেচ দপ্তরের আধিকারিকরা। জেলাশাসক সিয়াদ এন, বলেন,"৪৫ দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ হওয়ার কথা ছিল। ৪৫ দিনের মধ্যেই সম্পূর্ণ হয়েছে। আজ থেকেই ছোট গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে। সোমবার থেকে সমস্ত গাড়ি চলাচল করবে। সামনেই বর্ষাকাল সেই জন্য ডাউন স্টিমের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।"