Back
Dakshin Dinajpur733141blurImage

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য

Kamal Kumar Biswas
Sept 24, 2024 12:25:30
Kumarganj, West Bengal
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সোচ্চার হলেন মৃতার পরিবারের লোকজন l অভিযোগ,গতকাল রাতে অসুস্থ অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন হিলি থানা এলাকার এক মহিলা l আজ সকালে তার মৃত্যু ঘটে l চিকিৎসায় গাফিলতির অভিযোগে সোচ্চার হন মৃতার পরিবারের লোকজন l তারা বালুরঘাট থানায় এক চিকিৎসক ও হাসপাতাল সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন l যদিও অভিযুক্তদের পক্ষে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি l
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com