Back
Cooch Behar736101blurImage

রাজ আমলের ঐতিহ্যে মেনেই রাধা অষ্টমীট অনুষ্ঠিত হলো কোচবিহার ঐতিহ্যবাহী বড় দেবীর পূজা

SHASHIKESH ROY
Sept 11, 2024 12:28:51
Cooch Behar, West Bengal

কোচবিহার ঐতিহ্যবাহী বড় দেবীর পূজা উপলক্ষে রাজ আমলের ঐতিহ্যে রাধা অষ্টমী পালিত হলো। মঙ্গলবার রাতে মদনমোহন বাড়ি থেকে মাতৃরূপী ময়না কাঠকে কোচবিহার বড় দেবী বাড়িতে আনা হয়। বিশেষ পূজার পর কাঠামিয়াতে স্থাপন করা হয়। রাধা অষ্টমীর দিনে বিশেষ পূজা ও পায়রা বলির পর তিনদিন ধরে কাঠামিয়াকে হাওয়া করা হবে। এরপর বংশপরম্পরায় কোচবিহার দেবত্র ট্রাস্টবোর্ডের মূর্তি প্রস্তুতকারক প্রভাত চিত্রকর খড় ও মাটির কাজ শুরু করবেন। মহালয়ার দিন মায়ের চক্ষুদান করা হবে এবং তারপর বড় দেবীর বিশেষ পূজা শুরু হবে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com