Back
Cooch Behar736101blurImage

কোচবিহার এ বি এন শিল কলেজ অডিটোরিয়াম কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ

SHASHIKESH ROY
Sept 14, 2024 18:17:28
Cooch Behar, West Bengal

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার কোচবিহার এ বি এন শীল কলেজ অডিটোরিয়ামের এবং গুড়িয়াহাটি গার্লস হাই স্কুলের রাস্তার কাজের সূচনা করেন। মন্ত্রী জানান, গত দুই দিনে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ বি এন শীল কলেজের অডিটোরিয়াম নির্মাণে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ হবে। অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপালসহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com