শ্রাবণের শেষ সোমবারে জয়দেব কেন্দুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
পুজোর মুখে এগারো সেপ্টেম্বর বুধবার থেকে সার দেওয়ার দাবিতে টানা তিন দিন ট্রাক ধর্মঘট দাগ দিয়েছে ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অনার্সেশন বীরভূম জেলা ট্রাক অপারেটর ধর্মঘট সমর্থন করে ইলামবাজার।
আজ বালুরঘাট কলেজে এ.আই.ডি.এস.ও.র ছাত্ররা "বিচারহীনতার একমাস ছাত্র-জনতার এজলাস" শীর্ষক কর্মসূচি পালন করছিল। এসময় তৃণমূলী ছাত্রদের দ্বারা তাদের উপর হামলা হয় এবং চেয়ার ও সরঞ্জাম ভাঙচুর করা হয়। আর জি করের ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের মধ্যে এই হামলা ঘটে। ঘটনার প্রেক্ষিতে সিসিটিভি কভারেজ যাচাই করে দোষীদের চিহ্নিতকরণ ও শাস্তির দাবি উঠেছে।
কোচবিহার ঐতিহ্যবাহী বড় দেবীর পূজা উপলক্ষে রাজ আমলের ঐতিহ্যে রাধা অষ্টমী পালিত হলো। মঙ্গলবার রাতে মদনমোহন বাড়ি থেকে মাতৃরূপী ময়না কাঠকে কোচবিহার বড় দেবী বাড়িতে আনা হয়। বিশেষ পূজার পর কাঠামিয়াতে স্থাপন করা হয়। রাধা অষ্টমীর দিনে বিশেষ পূজা ও পায়রা বলির পর তিনদিন ধরে কাঠামিয়াকে হাওয়া করা হবে। এরপর বংশপরম্পরায় কোচবিহার দেবত্র ট্রাস্টবোর্ডের মূর্তি প্রস্তুতকারক প্রভাত চিত্রকর খড় ও মাটির কাজ শুরু করবেন। মহালয়ার দিন মায়ের চক্ষুদান করা হবে এবং তারপর বড় দেবীর বিশেষ পূজা শুরু হবে।
পুরুলিয়া জেলা ট্রাক ওয়েলফেয়ার এসোসিয়েশন ৭ দফা দাবিতে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে। আজ ১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই ধর্মঘট চলবে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস এসোসিয়েশনের আহ্বানে পুরুলিয়া জেলার ট্রাক মালিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। আজ সকাল থেকে রাস্তায় কোনো ট্রাক চলাচল করছে না। পুরুলিয়া শহরের উপকণ্ঠে পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের পাশে জমায়েত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন ট্রাক মালিক ও চালকেরা।
আজ বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাল বামপন্থী উদ্বাস্তু সংগঠন ইউ সি আর সি। সিপিএম-এর বাঁকুড়া জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে পৌঁছান কর্মীরা। জেলা শাসকের দফতরের প্রবেশমুখে পুলিশ ব্যরিকেড করে তাদের আটকে দেয়, ফলে সেখানেই বিক্ষোভ করতে থাকে তারা। তাদের দাবির মধ্যে ছিল সরকারি ভাবে দেওয়া জমির রেকর্ড, পড়চা এবং অন্যান্য মালিকানা সংক্রান্ত নথি প্রদান।
আরজিকরের নারকীয় ঘটনায় রাজ্য তথা দেশ জুড়ে তোলপাড় চলছে বিশ্বের ১৩০ টি দেশে নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলনে সোচ্চার। তার মাঝেই বাঁকুড়ায় এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতভর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। নিগৃহীতা ওই কলেজ ছাত্রী মঙ্গলবার বেলিয়াতোড় থানায় লিখিত অভিযোগ করলে সরিফুল মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে । জানা গেছে সোমবার বিকাল ৫ টা নাগাদ সম্পর্কিত জেঠিমার সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরোন ওই ছাত্রী।
দুর্গাপুর ব্যারেজে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের ঝাড়খণ্ড এর বাসিন্দা রাহুল মোদি যদিও তিনি বর্তমানে দুর্গাপুরের করঙ্গ পাড়ায় থাকতেন। মঙ্গলবার সকালে স্কুটি নিয়ে এসে দুর্গাপুর ব্যারেজে তিনি ঝাঁপ দেন বলে খবর। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকজন দুর্গাপুর ব্যারেজে আসেন। খবর পেয়ে আসেন বড়জোড়া থানার পুলিশ এবং অন্যদিকে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। আরও পরে বড়জোড়া থানার পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ব্যারেজ এ তল্লাশি চালালেও ওই যুবকের খোঁজ মেলেনি।
কীর্ণাহার উত্তরপাড়ার ৭৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বাঁটুল দোলুই বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে লাভপুর যাচ্ছিলেন। পথে সিউড়ি কাটোয়া রাজ্য সড়কে আহত অবস্থায় পড়ে থাকেন। কীর্ণাহার থানার দুই সিভিক ভলেন্টিয়ার, পলাশ মণ্ডল ও জগন্নাথ গড়াই, বৃদ্ধকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বৃদ্ধের ওপর নজর পড়ার পর সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর, তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কাটোয়া কে ডি আই স্কুলের মোড়ে রাস্তার ওপরে রঙ তুলি নিয়ে আর জি কর কান্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি তুলে রাস্তার উপরে পথচিত্র আঁকতে দেখা গেলো কাটোয়ার সর্বস্তরের চিত্রশিল্পীদের । তাদের দাবি রাস্তা-ক্যানভাসের মাধ্যমে তাঁরা আর জি কর কাণ্ডে নিহত নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি জানাচ্ছেন । প্রতিবাদে মুখর এক যুবতী জানান, এখন আর উই ওয়ান্ট জাস্টিস নয়, এখন উই ডিমান্ড জাস্টিস। তাঁরা জানান সুবিচার তাঁদের অধিকার।