Back
Birbhum731126blurImage

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

Madhab Das
Aug 22, 2024 05:36:41
Suri, West Bengal

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও অন্যান্য কর্মীরা বুধবার সকালে নিজেদের দাবির সঙ্গে বিক্ষোভে শামিল হন। তারা দাবি করেন, সঠিক সময়ে বেতন না পাওয়া ও বেতনের পরিমাণ অজ্ঞাত থাকা সহ নানা সমস্যা। গত রাতে তাদের বেতন কমে যাওয়া নিয়ে তারা অসন্তুষ্ট। কর্মীরা সংস্থার প্রধানকে হাসপাতলে এসে তাদের সমস্ত কাগজপত্র দেখাতে ও তাদের সুবিধা-অসুবিধা শুনতে দাবি করেছেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com