সোমবার কলকাতার রাজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা মেডিকেল ছাত্রীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন বীরভূমের পাইকার থানা এলাকার হায়াতনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে। এ সময় এলাকার স্থানীয় বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বামপন্থী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরজি ট্যাক্স ইস্যু নিয়ে বামপন্থীরা বৈঠক করছে
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়া দুই যুবক সিআইএসএফের হাতে বেধড়ক মার খেয়েছে। অভিযোগ অনুযায়ী, মারধরের পর দুই যুবককে কারখানার বাইরে ফেলে দেওয়া হয়। এক যুবক মারা গেছে এবং অপরজন আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আজ সোমবার কীর্ণাহারে বিশিষ্ট সমাজকর্মী অমর চাঁদ কুণ্ডুর ৭১ তম জন্মদিন উদযাপন করা হয়। সকালে অমর চাঁদ কুণ্ডু মা ভদ্রকালী মন্দিরে পুজো দেন এবং পরে কীর্ণাহার চৌরাস্তা মোড়ে স্থানীয়রা তাকে বিশেষ সংবর্ধনা জানান। এরপর একটি শোভাযাত্রা সহকারে তিনি পরোটা গ্রামের মহাপ্রভু মন্দিরে যান এবং মহাপ্রভুর আশীর্বাদ নেন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরোটা ড্রামাটিক ক্লাবের মঞ্চে উপস্থিত থাকবেন।
কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার ছিট বড় লাউকুঠী এলাকায় বিজেপি বিধায়ক মালতি রাভা রায় ও সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে গ্রামবাসীরা নিখোঁজ পোস্টার লাগিয়ে বিক্ষোভ জানিয়েছেন। গঙ্গাধর নদীর ভাঙনের কারণে প্রতি বছর অনেক জমি ও বাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে। দ্রুত নদী বাঁধ না দিলে পুরো এলাকা নদীগর্ভে চলে যাবে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নির্বাচিত প্রতিনিধিরা ভোটের পরও এলাকায় এসে তাদের পরিস্থিতি দেখতে আসেননি, যা নিয়ে তারা বিরক্ত।