আরজিকর কান্ডের জের প্রতিবাদ মানবন্ধন করে জুতোর মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ
কৌশীকী অমাবস্যায় তারাপীঠে লক্ষাধিক ভক্তসমাগম
আজ সোমবার কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলা হয় ৷ কথিত আছে, এই কৌশিকী অমাবস্যার রাতেই তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। সেই উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠে। সকাল থেকে মা তারার মঙ্গল আরতির পর খুলে দেয়া হয়েছে গর্ভগৃহ ভক্তদেরজন্য ।আজ দিবারাত্রীব্যাপী বিভিন্ন রীতিনীতি মেনে পূজা চলবে। মেডিকেল টিম থেকে শুরু করে কড়া নজরদারি রাখা হয়েছে পুলিশ প্রশাসনিক পক্ষ থেকে।
আরজি কর কান্ডে চাতরায় বিক্ষোভ মহিলাদের
চাতরা এলাকাবাসির গলায় বিচার চাওয়ার দাবী।আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন চাতরা এলাকাবাসী বৃন্দ। ঘটনাটি বীরভূমের মুরারই বিধানসভার চাতরাই । গতকাক রাত্রে মুরারই বিধানসভার চাতরা পশ্চিম বাজার দুর্গা মন্দির থেকে মিছিল করে এসে চাতরা চৌমাথাতে মিছিলটি শেষ হয় এবং সেখানেই বসে প্রায় এক ঘন্টা "জাস্টিস" স্লোগান শুরু করেন এলাকাবাসীরা । তাদের দাবি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
বীরভূমে আদিবাসী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
কলকাতার আরজিকর কাণ্ড ও বর্ধমানে প্রিয়াঙ্কা হাঁসদার হত্যার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করে আজ বীরভূমে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। পুলিশ ও প্রশাসনের উদাসনীতার অভিযোগকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তজুড়ে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল পালন করা হয় ভারত জাকাত মাজ্ঞি পরগনা আদিবাসী সংগঠনের পক্ষ থেকে । কোটাসুর স্কুল মোড়ে সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়ক এবং মল্লারপুরের আম্বামোড়ে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শতাধিক আদিবাসী।
আরজি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে লোহাপুরে পড়ুয়াদের মহামিছিল
আরজি ট্যাক্স ইস্যু নিয়ে বামপন্থীরা বৈঠক করছে
সোমবার কলকাতার রাজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা মেডিকেল ছাত্রীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন বীরভূমের পাইকার থানা এলাকার হায়াতনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে। এ সময় এলাকার স্থানীয় বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বামপন্থী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মল্লারপুরে আরজি ট্যাক্স মামলায় সড়ক নাটকের প্রতিবাদ
পথনাটকের মাধ্যমে অভিনব ভাবনা নিয়ে মল্লারপুরের রাস্তায় আরজি করের ঘটনার প্রতিবাদ করেন যুবকরা। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যুবকরা মল্লারপুর বাহিনা মোড় থেকে মল্লারপুর বাজার পর্যন্ত পদযাত্রা বের করে। হাজারো যুবকের উপস্থিতিতে আজ প্রতিধ্বনিত হল মল্লারপুরের রাজপথ। প্রসঙ্গত, এই পদযাত্রার সময় মল্লারপুরের রাস্তায় পথনাটক পরিবেশন করে মেডিকেল ছাত্রীকে নৃশংস হত্যার প্রতিবাদ জানায় যুবকরা।