Back
Monotosh Chowdhury
Birbhum731224blurImage

আরজিকর কান্ডের জের প্রতিবাদ মানবন্ধন করে জুতোর মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ

Monotosh ChowdhuryMonotosh ChowdhurySept 04, 2024 04:31:56
Rampurhat, West Bengal:
আরজি কর কান্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি এদিন বিকেলে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একটি মিছিল বের করা হয়, যেখানে রামপুরহাট শহরের সাধারণ মানুষও অংশগ্রহণ করেন । মিছিলটি পাঁচ মাথায় এসে শেষ হয়, সেখানে মানববন্ধনে করে পাঁচমাথা মোড় অবরুদ্ধ করে দেয়া হয়। এর ফলে কিছুক্ষণ রাস্তায় যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের পথ চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি পাঁচমাথা মোড়ে তিনটি কুশ পুতুলকে জুতোর মালা পড়িয়ে দাহ করা হয়।
1
Report
Birbhum731233blurImage

কৌশীকী অমাবস্যায় তারাপীঠে লক্ষাধিক ভক্তসমাগম

Monotosh ChowdhuryMonotosh ChowdhurySept 02, 2024 10:01:49
Tarapith, West Bengal:

আজ সোমবার কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলা হয় ৷ কথিত আছে, এই কৌশিকী অমাবস্যার রাতেই তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। সেই উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠে। সকাল থেকে মা তারার মঙ্গল আরতির পর খুলে দেয়া হয়েছে গর্ভগৃহ ভক্তদেরজন্য ।আজ দিবারাত্রীব্যাপী বিভিন্ন রীতিনীতি মেনে পূজা চলবে। মেডিকেল টিম থেকে শুরু করে কড়া নজরদারি রাখা হয়েছে পুলিশ প্রশাসনিক পক্ষ থেকে।

1
Report
Birbhum731238blurImage

আরজি কর কান্ডে চাতরায় বিক্ষোভ মহিলাদের

Monotosh ChowdhuryMonotosh ChowdhuryAug 22, 2024 11:01:58
Chatra, West Bengal:

চাতরা এলাকাবাসির গলায় বিচার চাওয়ার দাবী।আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন চাতরা এলাকাবাসী বৃন্দ। ঘটনাটি বীরভূমের মুরারই বিধানসভার চাতরাই । গতকাক রাত্রে মুরারই বিধানসভার চাতরা পশ্চিম বাজার দুর্গা মন্দির থেকে মিছিল করে এসে চাতরা চৌমাথাতে মিছিলটি শেষ হয় এবং সেখানেই বসে প্রায় এক ঘন্টা "জাস্টিস" স্লোগান শুরু করেন এলাকাবাসীরা । তাদের দাবি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 

0
Report
Birbhum731216blurImage

বীরভূমে আদিবাসী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

Monotosh ChowdhuryMonotosh ChowdhuryAug 20, 2024 10:43:19
Mallarpur, West Bengal:

কলকাতার আরজিকর কাণ্ড ও বর্ধমানে প্রিয়াঙ্কা হাঁসদার হত্যার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করে আজ বীরভূমে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। পুলিশ ও প্রশাসনের উদাসনীতার অভিযোগকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তজুড়ে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল পালন করা হয় ভারত জাকাত মাজ্ঞি পরগনা আদিবাসী সংগঠনের পক্ষ থেকে । কোটাসুর স্কুল মোড়ে সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়ক এবং মল্লারপুরের আম্বামোড়ে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শতাধিক আদিবাসী।

0
Report
Birbhum731237blurImage

আরজি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে লোহাপুরে পড়ুয়াদের মহামিছিল

Monotosh ChowdhuryMonotosh ChowdhuryAug 20, 2024 05:17:16
Ranha, West Bengal:
কলকাতার আরজিকর কান্ডের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন পড়ুয়ারা। সোমবার বীরভূমের নলহাটি থানার অন্তর্গত লোহাপুর এলাকার হাজারো ছাত্রছাত্রীরা পথে নেমে এদিন এই নির্মম ঘটনার প্রতিবাদ এবং ধিক্করা জানালেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে তাদের চরমতম শাস্তির দাবি জানিয়েছেন তারা।
0
Report
Birbhum731221blurImage

আরজি ট্যাক্স ইস্যু নিয়ে বামপন্থীরা বৈঠক করছে

Monotosh ChowdhuryMonotosh ChowdhuryAug 20, 2024 05:14:29
Paikar, West Bengal:

সোমবার কলকাতার রাজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা মেডিকেল ছাত্রীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন বীরভূমের পাইকার থানা এলাকার হায়াতনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে। এ সময় এলাকার স্থানীয় বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বামপন্থী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0
Report
Birbhum731216blurImage

মল্লারপুরে আরজি ট্যাক্স মামলায় সড়ক নাটকের প্রতিবাদ

Monotosh ChowdhuryMonotosh ChowdhuryAug 20, 2024 05:09:58
Fatehpur, West Bengal:

পথনাটকের মাধ্যমে অভিনব ভাবনা নিয়ে মল্লারপুরের রাস্তায় আরজি করের ঘটনার প্রতিবাদ করেন যুবকরা। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যুবকরা মল্লারপুর বাহিনা মোড় থেকে মল্লারপুর বাজার পর্যন্ত পদযাত্রা বের করে। হাজারো যুবকের উপস্থিতিতে আজ প্রতিধ্বনিত হল মল্লারপুরের রাজপথ। প্রসঙ্গত, এই পদযাত্রার সময় মল্লারপুরের রাস্তায় পথনাটক পরিবেশন করে মেডিকেল ছাত্রীকে নৃশংস হত্যার প্রতিবাদ জানায় যুবকরা।

0
Report
Birbhum731233blurImage

মধ্যরাত্রে মশাল হাতে তারাপীঠে মন্দিরে বিক্ষোভ মহিলাদের

Monotosh ChowdhuryMonotosh ChowdhuryAug 18, 2024 23:42:26
Tarapith, West Bengal:
আরজিকর কান্ডের জের এবার মধ্যরাত্রে তারাপীঠে মা তারার মন্দিরের সামনে মশাল জ্বেলে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার মহিলারা । রবিবার রাত্রি ১০টা নাগাদ এলাকার আট থেকে আশি সকল মহিলারা একত্রিত হয়ে নির্মম ধর্ষনকান্ডের প্রতিবাদ জানান ও দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে দাবি জানান তারা ।
0
Report
Birbhum731101blurImage

শহরের পর গ্রামও আরজিকর কান্ডে প্রতিবাদ সিউড়ির নগরীতে

Monotosh ChowdhuryMonotosh ChowdhuryAug 18, 2024 15:32:31
Suri, West Bengal:
মহানগর, মফস্বল এর পর এবার গ্রামাঞ্চলেও আরজি করের ঘটনার প্রতিবাদের ছোঁয়া । বিচার চেয়ে রাস্তায় নেমে মিছিল করলেন গ্রামের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। রবিবার বিকেলে সিউড়ি ১ ব্লকের নগরী গ্রামে মিছিল করেন নগরী ও আশেপাশের গ্রামের মানুষজন।এদিন নগরী চৌরাস্তা মোড় থেকে মিছিল শুরু হয়। যা পুরো গ্রাম পরিক্রমা করে পুনরায় চৌরাস্তা মোড়ের কাছে আসে। ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন গ্রামের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধুরা । এদিন মিছিল শেষে সেখানে বক্তব্য রাখেন বিক্ষোভকারী গ্রামবাসীরা।
0
Report
Birbhum731224blurImage

রামপুরহাটে আরজিকর কান্ডে তৃণমূলের ধর্না বিক্ষোভ

Monotosh ChowdhuryMonotosh ChowdhuryAug 18, 2024 15:29:40
Rampurhat, West Bengal:
কোলকাতার আরজিকর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও ধরণা । বীরভূমের রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে এসডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধরণামঞ্চ তৈরি করা হয়। তাদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে । তৃণমূলের কর্মসূচি শুরু হয় সকাল দশটার সময়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ডেপুটি স্পিকার ডাক্তার আশিস ব্যানার্জি, রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি ও আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা নেতৃত্বরা।
0
Report