আজ সোমবার কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলা হয় ৷ কথিত আছে, এই কৌশিকী অমাবস্যার রাতেই তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। সেই উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠে। সকাল থেকে মা তারার মঙ্গল আরতির পর খুলে দেয়া হয়েছে গর্ভগৃহ ভক্তদেরজন্য ।আজ দিবারাত্রীব্যাপী বিভিন্ন রীতিনীতি মেনে পূজা চলবে। মেডিকেল টিম থেকে শুরু করে কড়া নজরদারি রাখা হয়েছে পুলিশ প্রশাসনিক পক্ষ থেকে।