আর.জি.করে মহিলা ডাক্তার 'অভয়া'র ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোমবার বাঁকুড়া শহরের ধলডাঙা মোড়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনতা মিছিল করল। প্ল্যাকার্ড হাতে নারী-পুরুষ মোড় পরিক্রমা করে বিচার দাবি জানাল। মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। অংশগ্রহণকারীরা বললেন, উপযুক্ত শাস্তি না হলে বৃহত্তর আন্দোলন হবে। শত শত মানুষের বিচারের আকুতি যেন স্বর্গে পৌঁছে গেল, যাতে 'অভয়া'র আত্মা শান্তি পায়।
আর.জি.করে 'অভয়া' হত্যার প্রতিবাদে বাঁকুড়ায় জনতার গর্জন
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের বামুনডিহা ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের কাঁটাবেড়া গ্রামের সংযোগস্থলে কংসাবতী নদীর বুকে অস্থায়ী বাঁশের সেতু তৈরি করে গ্রামবাসীরা। ৮ বছর ধরে স্থায়ী সেতুর কাজ থমকে থাকায়, সরকারী সাহায্যের আশা না করে, গ্রামের মানুষ নিজেরাই বাঁশের সেতু তৈরি করেন। এই সেতুকে তাঁরা নিহত চিকিৎসকের নামে উৎসর্গ করেছেন।
হোমিওপ্যাথিক চিকিৎসককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুরিতে। পাথরচাপুরি মাজারের কাছেই তাদের দোকান এবং বাড়ি রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে আসার পর হারুন রশিদ মন্ডল নামে ৬০ বছর বয়সী ওই হোমিওপ্যাথিক চিকিৎসক ছাদে কোন কিছুর আওয়াজ শুনেন। আবার শুনে তিনি ছাদে দেখতে গেলে অতর্কিতে তার ওপর হামলা চালানো হয় এবং ছুরি দিয়ে তাকে কোপানো হয়। ঘটনার পর তড়িঘড়ি তাকে সিউড়িতে হাসপাতালে আনা হয় এবং পরে তাকে বর্ধমান রেফার করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পাঁচ দিন আগে পরিবারের সদস্যদের সাথে মায়াপুরের তীর্থ করতে যান উত্তরবঙ্গের ধুপগুড়ির বাসিন্দা জগন্নাথ সরকার (৬০)। তখনই নিখোঁজ হয়ে যান জগন্নাথবাবু। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেন। রবিবার সন্ধ্যায় কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর সংলগ্ন জামডোবার একটি আশ্রমে মানসিক ভারসাম্যহীন ওই প্রৌঢ়কে ঘুরে বেড়াতে দেখে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জানতে পারে অজ্ঞাত পরিচয় পৌঢ়র নাম পরিচয় তাকে উদ্ধার করে মলানদিঘী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।