আরজিকর কাণ্ডে দেশজুড়ে উত্তেজনার মধ্যে ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল বাঁকুড়ার রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কর্তব্যরত চিকিৎসক-নার্সদের হাতে রাখি বাঁধলেন। তিনি নিরাপত্তার আশ্বাস দিয়ে নিজের ব্যক্তিগত নম্বর দিলেন এবং যেকোনো সমস্যায় সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। আরজিকর ঘটনায় পুলিশের প্রতি জনআস্থা কমার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ মানুষের আস্থা ফিরিয়ে আনার এক অভিনব প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। এ যেন রাখি বন্ধনের এক অমূল্য উপহার।
বিতর্কের মাঝে স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি বেঁধে ওসি'র আস্থা গড়ার চেষ্টা
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
বীরভূমের কীর্নাহার থেকে দেওঘর যাওয়ার পথে ঝাড়খণ্ডের মেসেঞ্জার জলাধারে পথ দুর্ঘটনায় দুজন পূর্ণার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ঘটনার সময়, পূর্ণার্থীরা জলাধার দেখতে নেমেছিলেন। এক্ষেত্রে একটি ভুট্টা বোঝাই গাড়ি পালটি মেরে ফুটপাতে হাঁটতে থাকা পূর্ণার্থীদের ওপর চাপা দেয়, ফলে একজনের মৃত্যু ঘটনাস্থলেই হয় এবং পরে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, যাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি কনটেইনার থেকে ৫১টি মোষ উদ্ধার করেছে। মোষ পাচারের অভিযোগে ৮ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি কনটেইনার বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ডালখোলার দিক থেকে শিলিগুড়ির দিকে আসছিল কনটেইনার দুটি। কানকি ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে মোষগুলো উদ্ধার করা হয়। বুধবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চারজনকে ৫ দিনের পুলিশি হেফাজত এবং বাকি চারজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
বড়জোড়া থানা পুলিশ বুধবার নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দুর্গাপুর 1 রায়ডাঙ্গা হো চি মিন পল্লী পূর্বে একটি কুকুরের খাল থেকে। গত মঙ্গলবার তিনি দুর্গাপুর ব্যারেজে ঝাঁপ দেওয়ার পর থেকে যুবকের খোঁজে ব্যস্ত ছিল পুলিশ। যেখানে প্রায় 24 ঘন্টা পর বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে কোকোভেন থানায় হস্তান্তর করা হয়।
হাতে প্লাকার্ড নিয়ে মুখে প্রতিবাদী গান গেয়ে আরজি করের ঘটনার বিচার চেয়ে একা একা দুর্গাপুরের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানালো।এই দৃশ্য দেখে রাস্তায় পথচলতি মানুষ দাঁড়িয়ে পড়ে যুবকের এই প্রতিবাদে সামিল হলো। কেন এইভাবে রাস্তায় একা একা প্রতিবাদ করছেন।সৌমিক জানান কলকাতায় তীব্র প্রতিবাদ চলছে।জেলায় সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে দিতেই আমি পথে নেমেছি।সৌমিক জানান রানীগঞ্জে প্রতিবাদ করেছি এরপর দুর্গাপুরে প্রতিবাদ করলাম। এইভাবে প্রতিবাদের আগুন ছড়িয়ে দিতে চাই আমি।
বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুর এক ব্লকের টিকাযেতপুর এলাকায় সুবর্ণরেখা নদীতে একটি অজগর সাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। টিকায়েতপুর গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন দফতর এর কর্মীরা সুবর্ণরেখা নদী থেকে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রায় আট ফুট লম্বা ওই অজগর সাপটিকে দেখার জন্য এলাকার বাসিন্দারা ভিড় জমায়।
প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দ গোস্বামী মহারাজের তিরোধান দিবস উপলক্ষ্যে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুরের পুরগ্রামের গৌর গোবিন্দ সেবাশ্রমে তিন দিন ব্যাপী বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়।মঙ্গলবার ছিল শেষদিন আর শেষ দিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, এছাড়াও উপস্থিত ছিলেন কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতিময়ানন্দ মহারাজ,শ্রমের কর্নধার বড় মা,আশ্রমের অন্যতম সদস্য অশীম রঞ্জন পাট্টাদার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
গ্রামীন এলাকার মানুষদের সুবিদার্থে রাজ্যের মূখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন প্রকল্পের আওতায় কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের বাজে ধবাইল এলাকায় জলাধারের কাজের শিলান্যাস করা হল অরাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার।এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,জেলা পরিষের দুই কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য ও লতা সরকার,গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক সহ অন্যান্য। আনুমানিক ৪৫ লক্ষ্য টাকা ব্যায়ে এই জলাধারটি নির্মাণ করা হবে।
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাত দফা দাবিতে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ গঙ্গারামপুরের গোচিহারে মঞ্চ তৈরি করে ট্রাক ওনার্সরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং ট্রাক আটকানো হয়। অভিযোগ, সিভিক ভলান্টিয়াররা বিনা কারণে ট্রাকের কাগজপত্র খতিয়ে দেখে টাকা দাবি করছেন এবং পরিবহন ও ব্লক অফিসের কর্মকর্তারাও নানা ভাবে হেনস্তা করছেন। ধর্মঘট সফল করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধিতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্য ভবন। মহিলা চিকিৎসকের সুরক্ষার বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ভবনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক হয়েছে।