Back
Bankura722136blurImage

ইন্দপুর ব্লকে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ

Subhrachal Chowdhury
Aug 23, 2024 16:58:48
Indpur, West Bengal

বাঁকুড়ার ইন্দপুর ব্লকের জিড়রা, দেউলভিড়া, ডাঙ্গা চাকলতোড়, ছত্রবাইধসহ বেশ কয়েকটি গ্রামে ঘন ঘন লোডশেডিংয়ের অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা জানান, অনলাইনে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। ঝড়-বৃষ্টির সময় এসব গ্রাম অন্ধকারে ডুবে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরীক্ষার্থীরা। গরম ও মশার উপদ্রবেও অতিষ্ঠ গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতি স্পষ্ট। ইন্দপুর সাবস্টেশনের বাগডিহা ফিডারে প্রায়শই সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com