পুলিশ দিবস উপলক্ষে বড়জোড়া পুলিশ এবং বড়জোড়া ট্রাফিক পুলিশ এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে ৬৬জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক আলোক মুখার্জি, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (প্রশাসন), বাঁকুড়া, উত্তম মিত্র, আইসি অর্ণব গুহ ,বড়জোড়া হাইওয়ে ট্রাফিক ওসি বিশ্বজিৎ পাঁজা প্রমুখ। বড়জোড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার একই সঙ্গে উন্মেষ হলে এলাকার ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ২০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে বলে।
বড়জোড়া পুলিশ এবং ট্রাফিক পুলিশের যৌথ প্রযোজনীয় উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
বংশীহারী, দক্ষিণ দিনাজপুর থেকে খবর এসেছে যে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মহা বাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্কুল ও হাটগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। আজ পাথরঘাটা হাই স্কুল এবং কুসকারী হাই স্কুলসহ বিভিন্ন হাটে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার টারজান আলী এবং ব্লকের অন্যান্য কর্মকর্তাগণ। এই অভিযান এক মাস ধরে চলবে এবং এর উদ্দেশ্য হলো পতঙ্গ বাহিত রোগ নির্মূল করা।
এই দুর্গাপূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বংশীহারী ব্লকের টাঙ্গণ সভা পক্ষে সমস্ত ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা শিবিরের ব্যবস্থা করে। এখানে উপস্থিত ছিল বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, বংশীহারী থানার ভারপ্রাপ্ত অধিকারী ক অসীম গোপ, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার সহ বিভিন্ন কর্মকর্তারা।
ডিভিসির জল ছাড়ায় বন্যা বিধ্বস্ত হয়েছে কাড়ারিয়া, নছিপুর সহ পুরো হুগলি জেলা। বন্যার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন এবং তাদের জীবনে প্রচণ্ড অসুবিধা সৃষ্টি হয়েছে।
বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। শহরের দূর্গা পূজা মন্ডপ গুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন, যানজট মুক্ত ভাবে মণ্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে পারে, তা নিশ্চিত করতেই এদিন বালুঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সরোজমিনে খতিয়ে দেখে পুলিশ। এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পথে নামেন।
পদ্ম ফুলের জোগান নেই বাঙালির শ্রেষ্ঠ দূর্গা পুজোতে। ফলে বিপাকে পজো উদ্যোক্তারা। পুজোয় জেলায় পদ্মের ঘাটতি মেটাবে হিমঘরে মজুত করে রাখা পদ্মফুল। পুজোর প্রায় একমাস আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মফুল সংগ্রহ করে মালদহে হিমঘরে মজুত শুরু হয়েছে। দুর্গা পুজো থেকে কালীপুজো পর্যন্ত বাজারে পর্যাপ্ত পদ্মের যোগান দিতে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক পদ্মফুল হিমঘরে মজুত করেছেন মালদহের বেশ কিছু পদ্মফুল ব্যাবসায়ী। তাঁরা মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল সংগ্রহ করে নিয়ে আসছেন।
মহিলাদের নিরাপত্তা আরো দৃঢ় করতে খড়গপুর স্টেশনে মোতায়েন হল "পিঙ্ক মোবাইল টিম"। বিভিন্ন জায়গা থেকে রেলের যাত্রীরা খড়গপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন। মহিলাদের যাতে কোন ইভটিজিং এর শিকার হতে না হয় তা দেখবে এই পিঙ্ক মোবাইল টিম। তাছাড়াও বিভিন্ন সময় দেখা গেছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষরা ইচ্ছাকৃতভাবে উঠে মহিলাদের উত্যক্ত করেছে। এই সমস্ত ঘটনা যাতে না ঘটে এবং মহিলা রেল যাত্রীদের সুরক্ষা আরো দৃঢ় করতে খড়গপুর জিআরপির পক্ষ থেকে " পিঙ্ক মোবাইল টীম" গঠন করা হয়েছে।
গত তিন দিনের টানা নিম্নচাপের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা হয়েছে জলমগ্ন। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে নদীর জলে। কেশপুরের ১৫ নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর সহ আশেপাশের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।শতাধিক মানুষ ঘর ছেড়ে আশ্রয় নেমেছে বিভিন্ন ত্রাণ শিবির এবং কেউ কেউ আশ্রয় নিয়ে এসে নিরাপদ স্থানে। বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম ও ত্রাণ শিবির। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক সাহায্য পাচ্ছেন না