Back
Alipurduar735208blurImage

আরজি কর ঘটনায় বিজেপির থানা ঘেরাও, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

Swapan Chatterjee
Aug 24, 2024 01:21:32
Dalsingpara Tea Garden, West Bengal

আরজি কর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি চলছে। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন। এই আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ বিজেপির নেতা-কর্মীরা। এই ঘটনা দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে চিকিৎসকরাও আন্দোলনে সামিল হয়েছেন।

1
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com