আরজি কর ঘটনায় বিজেপির থানা ঘেরাও, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
আরজি কর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি চলছে। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন। এই আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ বিজেপির নেতা-কর্মীরা। এই ঘটনা দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে চিকিৎসকরাও আন্দোলনে সামিল হয়েছেন।
আলিপুরদুয়ারে সরকারি স্কুলে নতুন প্রধান শিক্ষিকা, অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ল
আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম আর.আর. সম্প্রতি সৌরবী সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু, এতে স্কুলের অভিভাবকরা অসন্তুষ্ট হয়ে বিক্ষোভে নামেন। অভিভাবকরা বলছেন, সৌরবী সরকারকে প্রধান শিক্ষিকা না করে তার জায়গায় বর্তমান ইনচার্জ শিক্ষক প্রীতম দেকে এই পদে নিয়োগ দিতে হবে। এই প্রতিবাদের জেরে সৌরবী সরকার স্কুলের সামনে আটকে আছে এবং অভিভাবকরা তার নিয়োগ নিয়ে তীব্র দ্বিমত প্রকাশ করছেন।
আলিপুরদুয়ারের চা বাগানে বাচ্চা হাতির জন্ম
চা বাগানে একটি বাছুর প্রসব করেছে একটি স্ত্রী হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয়বীরপাড়া চা বাগানে। গতকাল রাতে একদল বন্য হাতি জয়বীরপাড়া চা বাগানে ঢুকে পড়ে। যখন পালের সমস্ত হাতি বন্য হয়ে যায়, তখন একটি স্ত্রী হাতি বাগানে থাকে এবং একটি বাছুর জন্ম দেয়। আজ সকালে হাতি ও বাছুরটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা। বন কর্মীরা এবং দলগাঁও রেঞ্জের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে হাতি ও বাছুরটিকে বনে ফেরত পাঠাতে সক্ষম হন।