Back
Alipurduar735208blurImage

আলিপুরদুয়ারের চা বাগানে বাচ্চা হাতির জন্ম

Swapan Chatterjee
Aug 23, 2024 05:02:58
Dalsingpara Tea Garden, West Bengal

চা বাগানে একটি বাছুর প্রসব করেছে একটি স্ত্রী হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয়বীরপাড়া চা বাগানে। গতকাল রাতে একদল বন্য হাতি জয়বীরপাড়া চা বাগানে ঢুকে পড়ে। যখন পালের সমস্ত হাতি বন্য হয়ে যায়, তখন একটি স্ত্রী হাতি বাগানে থাকে এবং একটি বাছুর জন্ম দেয়। আজ সকালে হাতি ও বাছুরটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা। বন কর্মীরা এবং দলগাঁও রেঞ্জের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে হাতি ও বাছুরটিকে বনে ফেরত পাঠাতে সক্ষম হন।

1
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com