Back
Ayodhya224229blurImage

দূর্গা পূজা উপলক্ষে অ্যাপ চালু করল দ:দিনাজপুর জেলা পুলিশ

Kamal Kumar Biswas
Sept 19, 2024 05:37:12
Kumarganj, Uttar Pradesh
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পুজো কমিটি গুলির অনুমতি পেতে একটি অ্যাপ চালু করল দ:দিনাজপুর জেলা পুলিশ।পূজার অনুমতি পেতে পুজো কমিটি গুলোকে আগে থানায় আবেদন করতে হতো। এরপর বিদ্যুৎ দপ্তর, পরিবেশ দপ্তর,দমকল বিভাগের নোঅবজেকশন সার্টিফিকেট জমা দিতে হতো।এ বছর একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ইজি ফেস্ট নামে ওই অ্যাপসের মাধ্যমে পুজো কমিটি গুলি বিভিন্ন দপ্তরে আবেদনের মাধ্যমে অনুমতি পেতে পারবে। এদিন আনুষ্ঠানিকভাবে ওই ইজি ফেস্ট নামক অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তালl
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com