Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700150

राजपुर 11 पल्लों के संघ ने जागोनारी थीम से महिला सम्मान की मिसाल दी

TCTathagata Chakraborty
Sept 30, 2025 07:03:33
Rajpur Sonarpur, West Bengal
রাজপুর ১১ পল্লী উন্নয়ন সমিতিঃ ২৬ বছরের পথচলায় এ বছর এক বিশেষ বার্তা নিয়ে হাজির রাজপুর ১১ পল্লী উন্নয়ন সমিতি। এবারের থিম— জাগোনারী। আমরা দেবী দুর্গার আরাধনা করি শক্তির প্রতীক জেনে। অথচ বাস্তব জীবনে সেই শক্তিকেই কতবার অসম্মান করি! আজও কন্যাসন্তানকে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে, ধর্ষণের শিকার হন নিরপরাধ মেয়েরা, বৃদ্ধ মায়েদের ঠেলে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। নারী যখন মা, বোন, সঙ্গিনী—তখন যেন তার কোনও মর্যাদা নেই। অথচ প্রতিমার সামনে আমরা মাথা নত করি ভক্তিতে। এই পুজো স্মরণ করিয়ে দিচ্ছে— নারী শুধু পূজিত দেবী নন, তিনিই জীবনের জন্মদাত্রী, তিনিই শক্তি। তাঁর প্রতি অবমাননা মানেই শক্তির অবমাননা। যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে ব্যর্থ, সেই সমাজ কখনও সভ্য হতে পারে না। ‘জাগোনারী’ থিমে ফুটে উঠেছে তিনটি মূল কথা— ✨ নারী সৃষ্টি ও আশ্রয়ের প্রতীক ✨ তাঁর সম্মান রক্ষার দায়িত্ব সবার ✨ ভক্তি শুধু মাটির প্রতিমায় নয়, জীবন্ত নারীকেও সম্মান জানাতে হয় রাজপুর ১১ পল্লীর এই প্রয়াস শুধু একটি থিম নয়—এ এক প্রতিবাদ, এক সচেতনতার বার্তা, মানবিকতার এক দৃঢ় অঙ্গীকার।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Sept 30, 2025 08:22:35
Rajpur Sonarpur, West Bengal:কামরাবাদ তরুণ মহল কামরাবাদ তরুণ মহলের পুজো এবার ৮৯তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ সময় ধরে এই পুজোর মূল উদ্দেশ্য শুধু উৎসব নয়, সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। এবারের থিম— ‘শৈশব: বন্দী শুধু সফল হওয়ার ফন্দি’। আজকের সমাজে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। পড়াশোনার চাপে, প্রতিযোগিতার চাপের মধ্যে তাদের শিশু-কিশোর জীবন যেন এক ইঁদুরদৌড়ে পরিণত হয়েছে। খেলাধুলা, সামাজিক কাজ এবং সৃজনশীল কার্যকলাপে তাদের অংশগ্রহণ কমে যাচ্ছে। এর প্রভাব দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক জীবনে। সমাজের রক্ষাকর্তা, নতুন প্রজন্মের দায়িত্বশীল নাগরিকদের সংখ্যা কমে যাচ্ছে। বয়স্ক বাবা-মা একা হয়ে যাচ্ছেন, কারণ পরিবারের যুবসমাজের মনোযোগ ছাপিয়ে গেছে কেবল সফল হওয়ার চাপে। কামরাবাদ তরুণ মহলের এই থিম দর্শকদের মনে করিয়ে দিচ্ছে—শৈশবকে সংরক্ষণ করা শুধু ব্যক্তির নয়, পুরো সমাজের দায়িত্ব। শিশুদের স্বাধীনতা ও সৃজনশীলতা রক্ষা করাই আমাদের সভ্যতার সত্যিকারের মান।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 30, 2025 08:22:11
Rajpur Sonarpur, West Bengal:এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ প্রকৃতি আমাদের জীবনের মূল ভিত্তি। মা যেমন সন্তানকে রক্ষা করেন, ঠিক তেমনি প্রকৃতিও আমাদের আগলে রাখে। কিন্তু মানুষের অসচেতন ব্যবহার ও অবহেলার কারণে প্রকৃতি প্রতিনিয়তই বিপন্ন হয়ে পড়ছে। এই বাস্তবতা তুলে ধরতেই এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ তাদের ৭৯ তম দুর্গোৎসবে বেছে নিয়েছে ব্যতিক্রমী থিম। মণ্ডপসজ্জায় ফুটে উঠেছে প্রকৃতি কীভাবে শিশুর মতো আমাদের সুরক্ষা করে। পুরো সজ্জায় ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব উপকরণ, যা একদিকে সবুজ পৃথিবীর বার্তা দেয়, অন্যদিকে বাস্তবের এক প্রতিচ্ছবি তৈরি করে। প্রতিটি কোণে, আলো ও শিল্পের সংমিশ্রণে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের কেন্দ্রে মা দুর্গা—প্রকৃতির অন্তরেই যেন স্বয়ং বিরাজমান। তার উপস্থিতি মনে করিয়ে দেয়, আমাদের জীবন প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। মণ্ডপের ভিজ্যুয়াল ও থিম দর্শকদের সচেতন করতে উদ্দীপ্ত করছে প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে। এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ চায়, প্রতিটি মানুষ হোক সচেতন। আমাদের ছোট ছোট উদ্যোগেই বাঁচবে প্রকৃতি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য দান। এই বছরের শারদীয়া উৎসব তাই শুধুমাত্র ভক্তি নয়, বরং প্রকৃতি রক্ষার এক শক্তিশালী বার্তা হয়ে দাঁড়িয়েছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 30, 2025 07:49:51
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর রিক্রিয়েশান ক্লাব এইবার সোনারপুর রিক্রিয়েশন ক্লাব বেছে নিয়েছে এক সাহিত্যগর্ভ এবং সমাজসচেতন ভাবনা। থিম— ‘হংস বালাকা’। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ থেকে অনুপ্রাণিত এই থিম শুধু সৌন্দর্যের নয়, এক গুরুত্বপূর্ণ বার্তার বাহক। আজকের পৃথিবী ক্রমশ অশান্তির দিকে এগোচ্ছে। বিভাজন, হিংসা আর অস্থিরতার মধ্যেই মানুষ খুঁজছে শান্তি ও সহমর্মিতার পথ। সেই প্রয়োজন থেকেই এই থিমের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে সম্প্রীতি, সহাবস্থান এবং মানবিকতার। আকাশে উড়ে চলা হংসের মতোই মানুষ যেন মুক্তি খুঁজে নেয় বিবাদ আর বিরোধের গণ্ডি পেরিয়ে। মণ্ডপসজ্জায় ব্যবহৃত শান্ত রঙের আলোকপ্রক্ষেপ, কবিতার ভাবধারাকে ঘিরে নির্মিত পরিবেশ এবং প্রতিমার নন্দনীয় উপস্থাপনা মন ছুঁয়ে যাচ্ছে দর্শনার্থীদের। প্রতিটি অংশে যেন লুকিয়ে রয়েছে আশার সুর এবং মানবতার দীপশিখা। ‘হংস বালাকা’ শুধু একটি থিম নয়—এ এক শান্তির বার্তা, এক নীরব আবেদন নতুন করে মানুষ হয়ে ওঠার।
1
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 30, 2025 07:37:46
Rajpur Sonarpur, West Bengal:রাজপুর এম এন কায় রোড নবারুণ সংঘ – বাংলার প্রাচীন সংস্কৃতিতে হাঁস শুধু এক প্রাণী ছিল না—ছিল গ্রামবাংলার দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ভোরের কুয়াশা ভেদ করে পুকুরঘাটের জলতরঙ্গে ভেসে বেড়ানো হাঁস, ছিল আমাদের শৈশবের গল্প আর মাটির ঘরের স্মৃতিতে অমলিন এক চরিত্র। আধুনিকতার ছোঁয়ায় আজ সেই দৃশ্য প্রায় বিলুপ্ত। ঠিক সেই হারিয়ে যাওয়া ছবিকেই ফিরিয়ে এনেছে রাজপুর এম. এন. রায় রোড নবারুণ সংঘ, তাদের ৭২ তম বর্ষের দুর্গোৎসবে। এবারের থিম— হংরাজের দেশে। এখানে হাঁসকে দেখা যায় নানা শিল্পরূপে—কখনও গ্রামীণ জীবনের সঙ্গী হিসেবে, কখনও বাংলার জলাভূমির রঙিন সৌন্দর্য হয়ে, আবার কখনও হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতীক রূপে। মণ্ডপের প্রতিটি কোণ যেন বলে ওঠে, “আমরা ভুলছি, অথচ ওরা আমাদের ইতিহাসের অংশ ছিল।” এই ঐতিহ্যের মাঝেই আরেক বিশেষ চমক—দেবী দুর্গা সেজেছেন রাজস্থানী ঘরানার রীতিতে। পোশাক, আচার, আরতি—সবেতেই রাজস্থানের সাংস্কৃতিক ছোঁয়া। যেন দুই ভুবনের মিলন—বাংলার অতীত আর মরু রাজ্যের ঐশ্বর্য। নবারুণ সংঘ শুধু পুজো করছে না, স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের শিকড়গুলোকে… আর বলছে, ইতিহাস বাঁচলে তবেই তো ভবিষ্যৎ তৈরি হবে নতুন করে।
3
comment0
Report
PMPiyali Mitra
Sept 30, 2025 07:19:26
1
comment0
Report
SCSandip Chowdhury
Sept 30, 2025 07:05:02
Katwa, West Bengal:বেলুর মঠের নিয়ম মেনে কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে শুরু হয়েছে কুমারী পূজো। দুর্গা পুজোয় কাটোয়ার মানুষদের কাছে বিশেষ আকর্ষণ কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পুজো। আজ মহা অষ্টমীর সকালে কাটোয়ার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে শুরু হয়ে গেছে কুমারী পুজো। প্রতি বছরের মতন এবছরও বেলুড় মঠের নিয়মানুযায়ী সকাল ৯ টায় কাটোয়ার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। এই বছর কাটোয়ার বাসিন্দা সুদীপ্ত ভট্টাচার্য্য ও পারমিতা ভট্টাচার্য্য - এর ৯ বছর বয়সী কন্যা কৌশিকী ভট্টাচার্য্য কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী রূপে পুজিতা হলেন। প্রথা মেনে ৯ বছরের কন্যা কৌশিকী ভট্টাচার্য্য কুমারী রূপে নাম দেওয়া হয়েছে কালসন্ধর্বা। বেলুড় মঠের নিয়ম অনুযায়ী নতুন শাড়ি, ফুল মালা ও অন্যান্য অলঙ্কারে সুসজ্জিতা ছোট্ট কৌশিকীকে মা দুর্গার সামনে বসিয়ে দেবী জ্ঞানে কুমারীর পুজো শুরু হয়েছে আর এই কুমারী পুজো দেখতে সকাল থেকেই মানুষের ভির জমছে কাটোয়ার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে। বাইট:- ১) সুদীপ্ত ভট্টাচার্য্য (কুমারীর বাবা) ২) পারমিতা ভট্টাচার্য্য (কুমারীর মা) ৩) পারমিতা ব্যানার্জী (দর্শনার্থী) ৪) সরোজ দাস (সম্পাদক, কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম)
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 30, 2025 07:04:45
Rajpur Sonarpur, West Bengal:রাজপুর ময়রাপাড়া সার্বজনীন দুর্গোৎসবঃ পঞ্চাশ তম বর্ষে পা দিল এই প্রতীক্ষিত দুর্গোৎসব। দীর্ঘ পাঁচ দশকের সাফল্যের পথচলার স্মৃতিকে সঙ্গী করে এবারের থিমে ধরা পড়েছে ব্রিটিশ আমলের ঐতিহ্য ও কলকাতার স্থাপত্যকলার অমোঘ ছাপ। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে গড়ে তোলা হয়েছে গোটা মণ্ডপটি। সাদা মার্বেলের অনুকরণে অলংকৃত বাহ্যিক গঠন, গম্বুজের মতো ছাদ, খোদাই করা স্তম্ভ ও খিলান—সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। রাতের আলোয় যেন আরও জীবন্ত হয়ে উঠছে এই স্থাপত্য। আলোকসজ্জার রঙিন ছটা মণ্ডপের প্রতিটি কোণাকে আলাদা মাত্রা দিয়েছে, ফলে দূর থেকে চোখে পড়ছে এই শিল্পসৃষ্টি। উৎসুক দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে উদ্বোধনের পর থেকেই। অনেকেই বলছেন, শুধু থিম নয়, তার উপস্থাপনাতেই নজরকাড়া নতুনত্ব রয়েছে। মণ্ডপের অভ্যন্তরে স্থাপন করা হয়েছে থিমভিত্তিক প্রতিমা, যার অলংকরন ও ব্যাকড্রপ আলো-ছায়ার খেলায় আরও উজ্জ্বল। সামঞ্জস্যপূর্ণ আলোকসজ্জা, সুপরিকল্পিত সাজসজ্জা ও সুচারু শিল্পনির্মাণ দর্শকদের মুগ্ধ করছে প্রতিক্ষণে। পাঁচ দশকের উদ্যাপনকে স্মরণীয় করতে এই আয়োজন নিঃসন্দেহে বিশেষ মাত্রা যোগ করেছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 30, 2025 07:04:07
Dihierench, West Bengal:*শুভেন্দু অধিকারীর পূজা প্রার্থনা অঞ্জলি* শুভেন্দু অধিকারী তার নিজের ক্লাব নান্দনিক ক্লাবে দেবী দুর্গাকে পুজো করার পাশাপাশি মায়ের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রার্থনা করলেন এ রাজ্যের তামান্নারা যেন ভালো থাকে। অভা যেন বিচার পায়। সব বোন সব নারী যেন সুরক্ষিত থাকে। আরজিকর থেকে পাঁশকুড়া হাসপাতালের সব কন্যা সব বোন যেন সুরক্ষিত থাকে। নারী সুরক্ষা তৈরি হয়। রাজ্যে প্রচুর অসুর তৈরি হয়ে গেছে তার যেন নিধন হয়, সব ধর্ষকদের বুকের উপর যেন আঘাত হানেন মা। যাতে ২০২৬-এর পর আবার সেই নারী নির্যাতনের প্রার্থনা না করতে হয়। এই প্রার্থনা করলাম মায়ের কাছে বললেন শুভেন্দু। রাজ্যের সকল মানুষ যেন ভালো থাকে।
0
comment0
Report
CDChampak Dutta
Sept 30, 2025 07:03:43
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top