Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034
प्लेयर्स कॉर्नर के Pujo में Sourav और Dona Ganguly ने अंजलि दी
SPSANDIP PRAMANIK
Sept 30, 2025 08:01:48
Kolkata, West Bengal
বেহালা প্লেয়ার্স কর্নার এর পুজো তে সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলি এসে অঞ্জলি দিলেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Sept 30, 2025 09:20:10
Howrah, West Bengal:হাওড়ার একটি আবাসনে বচসা মারামারি।কোলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক অফিসারকে বেধড়ক মারধর।গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আজ ভোরে চ্যাটার্জি হাট থানা এলাকার এস এন এন গাঙ্গুলী রোডে একটি আবাসনে দুই গন্ডগোল বাধে।যা মুহূর্তের মধ্যেই বড় আকার ধারণ করে। অভিযোগ লালবাজারের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর অমিত কুমার সিংকে কে বহিরাগতদের নিয়ে এসে ব্যাপক মারধর করা হয়। অভিযোগ অন্য আবাসিক মানস রায়ের বিরুদ্ধে। বহিরাগতদের তাণ্ডব ও মারধরের ছবি আবাসনের সিসিটিভি তে ধরা পড়ে।গুরুতর আহত ওই সিনিয়র সাব-ইন্সপেক্টর কে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মানস রায় সহ কয়েকজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জি হাট থানার পুলিশ।আক্রান্ত পুলিশ অফিসারের স্ত্রী বলেন মানস রায়ের রেস্টুরেন্টের কিছু কর্মচারী এই ফ্ল্যাটে থাকে।নিরাপত্তার খাতিরে তাদের নাম পরিচয় দিতে বলা হয়েছিলো।আজ তাদের থেকে পরিচয়পত্র চাইলে বাইরে থেকে লোকজন নিয়ে এসে মানস রায় হামলা চালায়।অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবী করেছেন আবাসিকরা। বাইট ১. শতাব্দি চক্রবর্তী (আহত পুলিশ কর্মীর স্ত্রী) 3009zg_hwh_asult_r
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 30, 2025 09:16:14
Ranaghat, West Bengal:*সাংসদ নিজের বাড়ির পুজোতে মহা অষ্টমী উপলক্ষে পরিবার নিয়ে উঠলেন* আজ মহাষষ্ঠীর আনন্দের আবহেই মহা অষ্টমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই দিনে সাংসদ জগন্নাথ সরকার তার নিজ বাড়ির পুজোয় অংশগ্রহণ করেন অত্যন্ত আনন্দের সঙ্গে। কখনো নিজ হাতে ঢাক বাজাতে দেখা যায় তাকে, আবার কখনো দেখা যায় অতিথিদের সঙ্গে হাসিমুখে কথোপকথনে মেতে উঠেছেন। তাঁর সহধর্মিনীও অষ্টমীর দিন সকাল থেকে পূজোর প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন এবং অতিথি আপ্যায়নে ছিলেন ব্যস্ততায়। এই পূজোর বিশেষ আকর্ষণ প্রসাদ বিতরণ, যেখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজনও উপস্থিত হন। যদিও জগন্নাথ সরকার বর্তমানে শান্তিপুর বিধানসভার অন্তর্গত, যেখানে শাসক দলের বিধায়ক রয়েছেন, তবুও তিনি জানান, সকলকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। কেউ চাইলে আসবেন, কারো জন্য কোনো বাধ্যবাধকতা নেই। অনেকেই এসেছেন, আবার কেউ কেউ আগামীদিনে আসতে পারেন বলেও জানান তিনি। এইভাবে সকলের সঙ্গে মিলেমিশে সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির পুজো এক সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 30, 2025 08:22:35
Rajpur Sonarpur, West Bengal:কামরাবাদ তরুণ মহল কামরাবাদ তরুণ মহলের পুজো এবার ৮৯তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ সময় ধরে এই পুজোর মূল উদ্দেশ্য শুধু উৎসব নয়, সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। এবারের থিম— ‘শৈশব: বন্দী শুধু সফল হওয়ার ফন্দি’। আজকের সমাজে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। পড়াশোনার চাপে, প্রতিযোগিতার চাপের মধ্যে তাদের শিশু-কিশোর জীবন যেন এক ইঁদুরদৌড়ে পরিণত হয়েছে। খেলাধুলা, সামাজিক কাজ এবং সৃজনশীল কার্যকলাপে তাদের অংশগ্রহণ কমে যাচ্ছে। এর প্রভাব দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক জীবনে। সমাজের রক্ষাকর্তা, নতুন প্রজন্মের দায়িত্বশীল নাগরিকদের সংখ্যা কমে যাচ্ছে। বয়স্ক বাবা-মা একা হয়ে যাচ্ছেন, কারণ পরিবারের যুবসমাজের মনোযোগ ছাপিয়ে গেছে কেবল সফল হওয়ার চাপে। কামরাবাদ তরুণ মহলের এই থিম দর্শকদের মনে করিয়ে দিচ্ছে—শৈশবকে সংরক্ষণ করা শুধু ব্যক্তির নয়, পুরো সমাজের দায়িত্ব। শিশুদের স্বাধীনতা ও সৃজনশীলতা রক্ষা করাই আমাদের সভ্যতার সত্যিকারের মান।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 30, 2025 08:22:11
Rajpur Sonarpur, West Bengal:এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ প্রকৃতি আমাদের জীবনের মূল ভিত্তি। মা যেমন সন্তানকে রক্ষা করেন, ঠিক তেমনি প্রকৃতিও আমাদের আগলে রাখে। কিন্তু মানুষের অসচেতন ব্যবহার ও অবহেলার কারণে প্রকৃতি প্রতিনিয়তই বিপন্ন হয়ে পড়ছে। এই বাস্তবতা তুলে ধরতেই এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ তাদের ৭৯ তম দুর্গোৎসবে বেছে নিয়েছে ব্যতিক্রমী থিম। মণ্ডপসজ্জায় ফুটে উঠেছে প্রকৃতি কীভাবে শিশুর মতো আমাদের সুরক্ষা করে। পুরো সজ্জায় ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব উপকরণ, যা একদিকে সবুজ পৃথিবীর বার্তা দেয়, অন্যদিকে বাস্তবের এক প্রতিচ্ছবি তৈরি করে। প্রতিটি কোণে, আলো ও শিল্পের সংমিশ্রণে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের কেন্দ্রে মা দুর্গা—প্রকৃতির অন্তরেই যেন স্বয়ং বিরাজমান। তার উপস্থিতি মনে করিয়ে দেয়, আমাদের জীবন প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। মণ্ডপের ভিজ্যুয়াল ও থিম দর্শকদের সচেতন করতে উদ্দীপ্ত করছে প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে। এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ চায়, প্রতিটি মানুষ হোক সচেতন। আমাদের ছোট ছোট উদ্যোগেই বাঁচবে প্রকৃতি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য দান। এই বছরের শারদীয়া উৎসব তাই শুধুমাত্র ভক্তি নয়, বরং প্রকৃতি রক্ষার এক শক্তিশালী বার্তা হয়ে দাঁড়িয়েছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 30, 2025 07:49:51
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর রিক্রিয়েশান ক্লাব এইবার সোনারপুর রিক্রিয়েশন ক্লাব বেছে নিয়েছে এক সাহিত্যগর্ভ এবং সমাজসচেতন ভাবনা। থিম— ‘হংস বালাকা’। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ থেকে অনুপ্রাণিত এই থিম শুধু সৌন্দর্যের নয়, এক গুরুত্বপূর্ণ বার্তার বাহক। আজকের পৃথিবী ক্রমশ অশান্তির দিকে এগোচ্ছে। বিভাজন, হিংসা আর অস্থিরতার মধ্যেই মানুষ খুঁজছে শান্তি ও সহমর্মিতার পথ। সেই প্রয়োজন থেকেই এই থিমের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে সম্প্রীতি, সহাবস্থান এবং মানবিকতার। আকাশে উড়ে চলা হংসের মতোই মানুষ যেন মুক্তি খুঁজে নেয় বিবাদ আর বিরোধের গণ্ডি পেরিয়ে। মণ্ডপসজ্জায় ব্যবহৃত শান্ত রঙের আলোকপ্রক্ষেপ, কবিতার ভাবধারাকে ঘিরে নির্মিত পরিবেশ এবং প্রতিমার নন্দনীয় উপস্থাপনা মন ছুঁয়ে যাচ্ছে দর্শনার্থীদের। প্রতিটি অংশে যেন লুকিয়ে রয়েছে আশার সুর এবং মানবতার দীপশিখা। ‘হংস বালাকা’ শুধু একটি থিম নয়—এ এক শান্তির বার্তা, এক নীরব আবেদন নতুন করে মানুষ হয়ে ওঠার।
1
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top