Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

डामोदर नदी में बहकर 45 किलोमीटर दूर 65 वर्षीय महिला जीवित मिली

ALArup Laha
Oct 06, 2025 03:03:00
Belna, West Bengal
রাখে হরি মারে কে! দামোদরে ভেসে গিয়ে ৪৫ কিলোমিটার দূরে জীবিত উদ্ধার ষাটোর্ধ্বা মহিলা।অলৌকিক ঘটনা যেন! দামোদরের জলে ভেসে গিয়ে প্রায় ৪৫ কিলোমিটার দূরে জীবিত উদ্ধার এক ষাটোর্ধ্বা মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার। রায়নার হিজলনা জাকতা গ্রামের বাসিন্দা মাতুরি টুডু (৬৫) রবিবার দুপুরে একাই দামোদর নদে স্নান করতে নেমেছিলেন। কিন্তু নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসি থেকে জল ছাড়ায় নদীর স্রোত ছিল ভয়ঙ্কর। তাতেই ভেসে যান তিনি। dlouঘক্ষণ ভেসে থাকার পর সন্ধ্যায় মুইদিপুরের কাছে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ছুটে যান গ্রামবাসীরা। দেখা যায়, জলে এক মহিলা জীবন বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন। খবর দেওয়া হয় জামালপুর থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ জলে থাকার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মাতুরি টুডু বলেন, “দামোদরে স্নান করতে নেমেছিলাম। হঠাৎ স্রোত বেড়ে যায়, আমি ভেসে যাই। পরে কিছু ধরে আটকে থাকতে পারি, তখন গ্রামবাসীরা উদ্ধার করেন।” জামালপুর থানার পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের হাতে বৃদ্ধাকে তুলে দেওয়া হয়েছে। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন বলেন, “বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর পরিচয় জানার পর পুলিশ তাঁকে পরিবারের হাতে তুলে দিয়েছে। ভাগ্যজোরেই বেঁচে গিয়েছেন তিনি.” দামোদরের ফুলে ওঠা জলে প্রাণ হারাতে বসেও ‘রাখে হরি মারে কে’—এই কথাই যেন আবার সত্যি প্রমাণ করলেন মাতুরি টুডু।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Oct 06, 2025 04:49:18
Jhargram, West Bengal:লক্ষীপুজোর সকালে দুর্ভোগ। একাধিক কজওয়ে জলের তলায়। সাধারণ মানুষ থেকে কৃষিজীবী চরম সমস্যার মধ্যে। ফের জলের তলায় ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে ডুলুং, তারাফেনী ও ভৈরববাঁকী নদীর। ঝাড়গ্রামের একাধিক কজওয়ে জলের তলায়। সকাল থেকেই তারাফেনী ও ভৈরববাঁקী নদীর জলস্তর বাড়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উল্লেখ্য, টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা। ঝাড়গ্রাম জেলা জুড়েও গত কাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য জল ছাড়ছে মুকুটমনি জলাধার থেকে জল ছাড়ায় গত রাত দশটা নাগাদ জলস্তর বাড়তে থাকে। অপরদিকে ডুলুংনদীর জল বাড়ায় চিল্কিগড়ে কজওয়ে জলের তলে। পাড়াপাড় বন্ধ।গিধনীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল সারা দিনই বেশ ভালো পরিমাণে বৃষ্টির ফলে জলাধার গুলির জলস্তর ও বৃদ্ধি পায় ফলে এক প্রকার বাধ্য হওয়া জলছাড়ে তারাফেনি ও যাতাডুমুর। তবে সকাল হতে একাধিক কজওয়ের উপর জল থাকার কারণে বিপাকে পড়েন নিত্য যাত্রীরা。
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 06, 2025 03:45:51
Ranaghat, West Bengal:বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনই লক্ষ্মীপূজো এক পার্বণ, দুর্গাপুজোর পর এই দেবীর আরাধনা হয় প্রতিটি বাড়িতে। ধন দেবীর আরাধনা ব্যস্ত প্রত্যেক গৃহিণীরা। আজ কোজাগরি লক্ষীপূজো, সকাল থেকেই ব্যস্ততা বাড়ি থেকে শুরু করে বাজারে। ইতিমধ্যেই লক্ষীপুজোর সমস্ত আনাজ ফল ফুলসহ যাবতীয় সামগ্রী নিয়ে হাজির দোকানিরা , আজ সোমবার অর্থাৎ ৬ই অক্টোবর প্রতিটি ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষী দেবী। আর এরই তোড়জোড় কেনাকাটার ভিড় বাজার ঘাটে। সকাল থেকেই বিভিন্ন বাজারের পাশাপাশি শান্তিপুর বড় বাজারে চোখে পড়ল ব্যবসায়ীদের পচরা সাজিয়ে ক্রেতার আশায় বসতে। তারা জানিয়েছেন একটু বেলা হলেই ক্রেতার সংখ্যা বাড়বে। তবে প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্য দেবীর আরাধনা হয়। আর তাই কেনাকাটায় বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন অন্যান্য বাড়ির তুলনায় কিছুটা হলেও মূল্যবৃদ্ধি হয়েছে জিনিসপত্রের দাম তবে দূর্গা পূজার তুলনায় লক্ষ্মী পূজায় কিছুটা হল দাম কম।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Oct 06, 2025 03:30:50
Arambag, West Bengal:আরামবাগঃ০৬ অক্টোবর হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মাটির দোতলা বাড়ি, প্রাণে বাঁচলেন পঞ্চায়েত সদস্য ও পরিবার। ঘটনায় আতংকিত পরিবারের সদস্য তথা এলাকার বাসিন্দারাও।ঘটনা গোঘটের বলরামপুর গ্রামের। রাত তখন গভীর, সময় আনুমানিক তিনটে। ঘুমের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর পঞ্চায়েতের উত্তর বলরামপুরের পঞ্চায়েত সদস্য নির্মল সাঁতরার মাটির দোতলা বাড়ি হঠাৎ করে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আ্যাসবেস্টার সহ বেশ কিছু জিনিসপত্র গুঁড়ো হয়ে যায়। বাড়ির ভিতরে সে সময় ঘুমোচ্ছিলেন প্রায় ছ’ থেকে সাত জন সদস্য। ঘরের এক সদস্যর আচমকা ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান দেওয়ালের মাটি ধসে পড়ছে। দ্রুত বাকি পরিবারের সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সবাই কোনোরকমে বেরিয়ে আসতে সক্ষম হন। তার ঠিক পাঁচ মিনিট পরই সম্পূর্ণভাবে ভেঙে পড়ে মাটির দোতলা বাড়িটি। তবে হতাহতের খবর নেই। এদিকে বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র, জিনিসপত্র কিছুই আর উদ্ধার করা যায়নি। বর্তমানে পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। মাথার ওপর ছাদ নেই, রাতে মাথা গোঁজার জায়গাও নেই। আতঙ্কে রয়েছেন পরিবারের সব সদস্য, কারোরই রাতে চোখে ঘুম নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে মাটির দেওয়ালে জল ঢুকে পড়ায় ঘরের কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং তাতেই এই বিপত্তি। ঘটনার খবর পেয়ে সাত সকালে ক্ষতিগ্রস্ত বাড়িতে পৌঁছান গোঘাট ১ নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ্য সঞ্জয় খান। ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করেন এবং পাশে থাকার বার্তা দেন। এছাড়াও তাঁরা জানান, দল এবং প্রশাসনের তরফ থেকে যত দ্রুত সম্ভব পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে এবং আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরণের দুর্ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তার জন্য প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ানো জরুরি।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 06, 2025 03:30:37
Baruipur, West Bengal:অটো-চারচাকা সংঘর্ষ,মৃত ১,জখম ৩ ক্যানিং - অটো-ড্রাইভিং ট্রেনিংয়ের চারচাকা গাড়ি সংঘর্ষে মৃত্যু হল এক অটোযাত্রীর। পাশাপাশি গুরুতর জখম হলেন তিনজন অটোযাত্রী। ঘটনাটি ঘটেছে ক্যানিং-বারুইপুর রোডের বেলেগাছি এলাকায়।মৃতের নাম মুজিবর সরদার(৩৬)। মৃতের বাড়ি ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের শিবনগর গ্রামে। এছাড়াও ঘটনায় গুরুতর জখম হয়েছেন সাহিদা বিবি মন্ডল,অঙ্কিত মন্ডল,পূজা সামন্ত। স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্থ জখমদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাহিদা বিবি মন্ডল,পূজা সামন্ত ও মুজিবর সরদারদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। কলকাতায় নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় মুজিবরের বলে জানা যায় ।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন একটি যাত্রীবাহী অটো যাত্রীদের নিয়ে ক্যানিং থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকা ড্রাইভিং ট্রেনিংয়ের ওই চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে যাত্রীবাহী অটোটে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় একজনের এবং গুরুতর জখম হয় তিনজন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ক্যানিং ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে হাজীর হয়।মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
0
comment0
Report
ALArup Laha
Oct 06, 2025 03:03:13
Belna, West Bengal:রাখে হরি মারে কে! দামোদরে ভেসে গিয়ে ৪৫ কিলোমিটার দূরে জীবিত উদ্ধার ষাটোর্ধ্বা মহিলা। অলৌকিক ঘটনা যেন! দামোদরের জলে ভেসে গিয়ে প্রায় ৪৫ কিলোমিটার দূরে জীবিত উদ্ধার এক ষাটোর্ধ্বা মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার। রায়নার হিজলনা জাকতা গ্রামের বাসিন্দা মাতুরি টুডু (৬৫) রবিবার দুপুরে একাই দামোদর নদে স্নান করতে নেমেছিলেন। কিন্তু নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসি থেকে জল ছাড়ায় নদীর স্রোত ছিল ভয়ঙ্কর। তাতেই ভেসে যান তিনি। দীর্ঘক্ষণ ভেসে থাকার পর সন্ধ্যায় মুইদিপুরের কাছে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ছুটে যান গ্রামবাসীরা। দেখা যায়, জলে এক মহিলা জীবন বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন। খবর দেওয়া হয় জামালপুর থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ জলে থাকার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মাতুরি টুডু বলেন, “দামোদরে স্নান করতে নেমেছিলেন। হঠাৎ স্রোত বেড়ে যায়, আমি ভেসে যাই। পরে কিছু ধরে আটকে থাকতে পারি, তখন গ্রামবাসীরা উদ্ধার করেন।” জামালপুর থানার পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের হাতে বৃদ্ধাকে তুলে দেওয়া হয়েছে। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান বলেন, “বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর পরিচয় জানার পর পুলিশ তাঁকে পরিবারের হাতে তুলে দিয়েছে। ভাগ্যজোরেই বেঁচে গিয়েছেন তিনি।” দামোদরের ফুলে ওঠা জলে প্রাণ হারাতে বসেও ‘રાખે હરી મારે কে’—এই কথাই যেন আবার সত্যি প্রমাণ করলেন মাতুরি টুডু।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 06, 2025 02:48:47
Kolkata, West Bengal:এই government's কাছ থেকে মানবিকতা প্রত্যাশা করা ভুল। একটা প্রতিহিংসা পরায়ন অযোগ্য সরকার এর আগে ভারতের কোনো রাজ্য দেখেনি। বিপন্ন মানুষের চোখের জল মোছানোর জন্য বা উত্তরবঙ্গের জন্য কিছু করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। শুধু ঘোষণা সর্বস্ব। এইসরকারের উপর উত্তরবঙ্গের মানুষের কোন আখ্যা নেই আমাদের জনপ্রতিনিধিরা রাস্তায় আছেন মানুষের পাশে আছি। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সবাই এই দুর্দিনে পাশে আছেন উত্তরবঙ্গোর মানুষের।কেন্দ্র যা করার করছে, রাজ্য যদি মনে করে এই সময় বিভাজনের রাজনীতি না করে কেন্দ্র রাজ্য একসাথে করবে, করতে পারে। কার্নিভাল বলে কিছু হয়না, এটাই শেষ কার্নিভাল, আগামীবছর দেবী দুর্গাকে স্যালুট দেবেন মা, বাবুরঘাটে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 06, 2025 02:35:09
Baruipur, West Bengal:পর্যটক ভর্তি একটি লঞ্চ সুন্দরবন নদীতে বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেলো। জানা গেছে একটি পর্যটক ভর্তি লঞ্চ সুন্দরবনের বিদ্যাধরী নদীতে দোবাকি কি এলাকায় তারা ঘুরছিল। এরপরে ওই লঞ্চটি গোসাবার পাখিরাল ফেরার পথে হঠাৎই মাঝ নদীতে বৃষ্টি ও দমকা হাওয়াতে বিপদের মধ্যে পড়ে। নদীর ঢেউতে লঞ্চটি জানালা দিয়ে জল ঢুকে যায়। লঞ্চটি হেলেদুলে কোনক্রমে লঞ্চের মাঝি নদীর পাড়ের দিকে নিয়ে আসে। প্রাকৃতিক দুর্যোগের জন্যই নদীর জল উত্তল হয়ে ওঠার কারনে এইরকম ঘটনা ঘটে বলে মাঝির তরফ থেকে জানানো হয়। তবে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে জানা গেছে । তবে কেউ আহত হয়নি। পরবর্তী সময় ঢেউ কমলে লঞ্চটি পাখিরালার ঘাটে নিয়ে আসা হয়।
3
comment0
Report
AGAyan Ghosal
Oct 06, 2025 02:03:19
Kolkata, West Bengal:*WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) একমাত্র আলিপুরদুয়ার জেলা ছাড়া উত্তরবঙ্গে আর কোথাও আজ লক্ষ্মীপুজোর দিন ভারী বা অতী ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কার্যত সারাদিন মাঝারি বৃষ্টি এবং ৪০ কিলোমিটার দমকা হওয়ার মধ্যেই চালাতে হবে ত্রাণ পুনর্বাসন এবং উদ্ধারকাজ। ২) একটানা প্রবল বৃষ্টির জেরে ঘূর্ণাবর্তে মধ্যে থাকা জলীয় বাষ্প কমতে শুরু করেছে। এর ফলে আজ রাতের পর থেকে ধাপে ধাপে উত্তরবঙ্গে বৃষ্টি একটু একটু করে কমবে। মঙ্গলবার থেকে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। বুধবার হালকা মাঝারি বৃষ্টির পর বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় রোদের দেখা মিলতে পারে। ৩) মঙ্গলবারের পর সিকিম এবং ভুটান পাহাড়ে বৃষ্টির পরিমান এবং ব্যাপকতা কমবে। ফলে উঁচু এলাকা থেকে ফ্ল্যাশ ফ্লাড বা টালা বাঁধ থেকে অতিরিক্ত জল রিলিজ করার মতো পরিস্থিতি হ্রাস পাবে। এতে সার্বিকভাবে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ৪) দক্ষিণবঙ্গে স্বস্তি। আর ভারী বা অতী ভারী বৃষ্টির পূর্বাভাস কোনো জেলায় নেই। ফলে পশ্চিমাঞ্চলে দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ গুলি থেকে জল রিলিজ করার পরিমান কমবে। ৫) দক্ষিণবঙ্গের সব জেলায় আজ প্রধানত মেঘলা আকাশ। ভারী বৃষ্টি উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা বেশি বৃষ্টি। বাকি সব জেলাতেই মূলত বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। লক্ষ্মীপুজো নির্বাহ করতে হবে কয়েক পশলা বৃষ্টি কে সঙ্গী করেই। ৬) পরশু বুধবার থেকে দক্ষিণবঙ্গে লক্ষ্যনীয় ভাবে বৃষ্টির পরিমান কমবে। পরবর্তী ৪৮ ঘণ্টা শুধুমাত্র স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 06, 2025 01:00:12
Kolkata, West Bengal:আজ সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনে মোট ন’টি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই বাতিল ট্রেনগুলি হল ১) শিলিগুড়ি জংশন-বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস ২) শিলিগুড়ি জংশন-ধুবুরি ইন্টারসিটি এক্সপ্রেস ৩) শিলিগুড়ি জংশন-নিউ বঙ্গাইগাঁও ডেমু ৪) শিলিগুড়ি জংশন-বামনহাট ডেমু ৫) শিলিগুড়ি জংশন-আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস ৬) নিউ জলপাইগুড়ি- আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস ৭) নিউ জলপাইগুড়ি- বঙ্গাইগাঁও এক্সপ্রেস ৮) শিলিগুড়ি জংশন-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস ৯) বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার রেল সূত্রে খবর, ডুয়ার্সের মালবাজার থেকে যে ট্রেন চলাচল করে, সেগুলিকে ঘুরপথে চালনা করা হচ্ছে। কাঞ্চনকন্যা, মহানন্দা এক্সপ্রেস ঘুরপথে আলিপুরদুয়ার, কোচবিহার যাচ্ছে। এই সময়ে পাহাড়ে পর্যটকদের ঢল নামে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের একাধিক ট্রেন বাতিলের ভাবনা। প্রবল বৃষ্টির জেরে বানারহাটেও রেললাইনে জল জমে রয়েছে। বাতিল করা হয়েছে ডুয়ার্সগামী উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন। বদল করা হয়েছে একাধিক ট্রেনের rout.
0
comment0
Report
PDPradyut Das
Oct 05, 2025 17:46:18
Jalpaiguri, West Bengal:বন্যার স্রোতে ভেসে গেল গরুমারার গণ্ডার, দুঃসংবাদে শোক বনদফতরে। গন্ডারের মৃতদেহ উদ্ধার ময়নাগুড়ি ব্লকের হুসলডাঙ্গা এলাকা থেকে। উত্তরবঙ্গের গরুমারা জঙ্গলে বেড়ে উঠছিল একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা—যা নিয়ে আনন্দ ছড়িয়েছিল বনদফতর থেকে শুরু করে পর্যটন মহল পর্যন্ত। আসাম ও বাংলার এই দুই রাজ্যে দেখা মেলে একশৃঙ্গ গন্ডারের, আর সেই টানেই প্রতিবছর ভিড় জমে গরুমারা ও জলদাপাড়ার জঙ্গলে। গতকাল রাতে ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যায় বিভিন্ন নদীতে। রাতের বেলা প্রবল স্রোতে গরুমারা জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা জলঢাকা নদীতে ভেসে যায় একটি পূর্ণবয়স্ক ফিমেল গণ্ডার। রবিবার সকালে জলপাইগুড়ির গরুমারা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় গণ্ডারটির দেহ। বনদফতর সূত্রে জানা গেছে, মৃত গণ্ডারটি প্রায় পূর্ণবয়স্ক এক মহিলা। উদ্ধার হয়েছে ময়নাগুড়ি ব্লকের হুসলডাঙ্গা থেকে। গরুমারা ডিভিশনের অতিরিক্ত ডিএফও রাজীব দেব টেলিফোনে জানান, “গতরাতের অবিরাম বৃষ্টির ফলে জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। সেই স্রোতেই ভেসে যায় গণ্ডারটি.”
5
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top