Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman
Damodar नदी में बहकर 45 किलोमीटर दूर जीवित बची 60 वर्षीय महिला, ग्रामीणों ने बचाया
ALArup Laha
Oct 06, 2025 03:03:13
Belna, West Bengal
রাখে হরি মারে কে! দামোদরে ভেসে গিয়ে ৪৫ কিলোমিটার দূরে জীবিত উদ্ধার ষাটোর্ধ্বা মহিলা। অলৌকিক ঘটনা যেন! দামোদরের জলে ভেসে গিয়ে প্রায় ৪৫ কিলোমিটার দূরে জীবিত উদ্ধার এক ষাটোর্ধ্বা মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার। রায়নার হিজলনা জাকতা গ্রামের বাসিন্দা মাতুরি টুডু (৬৫) রবিবার দুপুরে একাই দামোদর নদে স্নান করতে নেমেছিলেন। কিন্তু নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসি থেকে জল ছাড়ায় নদীর স্রোত ছিল ভয়ঙ্কর। তাতেই ভেসে যান তিনি। দীর্ঘক্ষণ ভেসে থাকার পর সন্ধ্যায় মুইদিপুরের কাছে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ছুটে যান গ্রামবাসীরা। দেখা যায়, জলে এক মহিলা জীবন বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন। খবর দেওয়া হয় জামালপুর থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ জলে থাকার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মাতুরি টুডু বলেন, “দামোদরে স্নান করতে নেমেছিলেন। হঠাৎ স্রোত বেড়ে যায়, আমি ভেসে যাই। পরে কিছু ধরে আটকে থাকতে পারি, তখন গ্রামবাসীরা উদ্ধার করেন।” জামালপুর থানার পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের হাতে বৃদ্ধাকে তুলে দেওয়া হয়েছে। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান বলেন, “বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর পরিচয় জানার পর পুলিশ তাঁকে পরিবারের হাতে তুলে দিয়েছে। ভাগ্যজোরেই বেঁচে গিয়েছেন তিনি।” দামোদরের ফুলে ওঠা জলে প্রাণ হারাতে বসেও ‘રાખે હરી મારે কে’—এই কথাই যেন আবার সত্যি প্রমাণ করলেন মাতুরি টুডু।
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Oct 06, 2025 07:20:39
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 06, 2025 07:20:26
Chinsurah, West Bengal:হুগলীর বৈদ্যবাটি থেকে উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পরেন দুটি পরিবারের ৬জন পর্যটক।দুশ্চিন্তা কাটল ফোনে কথা বলে।আজই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। বৈদ্যবাটির একটি পরিবারের তিনজন সদস্য জয়ন্ত ও রেশমী বন্দ্যোপাধ্যায় এবং তাদের ছেলে রোহিত।আরেকটি পরিবারের তিনজন সদস্য স্নেহাশীষ ও সঙ্গীতা নিয়োগী ও তাদের কন্যা。 গত ১ তারিখ ব্যান্ডেল থেকে তিস্তা তোর্সা ট্রেন ধরে ২রা অক্টোবর নিউ মাল স্টেশনে নামেন তারা। সেখান থেকে তারা পৌঁছান দাওয়াপানি তে। সেখানে দুদিন থেকে গত ৫ তারিখ সন্ধ্যায় কাগে পৌঁছান তারা।সেখানে পৌঁছনোর সময় থেকেই দুর্যোগ শুরু হয়।রাত দশটার পর সেই দুর্যোগ ভয়ংকর রূপ নেয়।ভারী বর্ষন সঙ্গে বাজ পড়তে থাকে চারিদিকে। যেন পাহাড় ভেঙে পড়ছে মনে হয়। ঋষি খোলা নদীর জল ফুলে ফেঁপে উঠছে। ভয়ের রাতে একটা ঘরে সবাই মিলে রাত cuthান। সকালে উঠে দেখেন চারিদিক জলে ভর্তি। যে নদীর জল একদম নীচে ছিল , সেই নদী ভয়ংকর রূপ ধারন করে। একদিন কাগে তে আটকে থাকার পর আজকে অন্য রাস্তা ধরে বাড়ি ফেরার পথে হোম স্টে থেকে বের হয়েছেন তারা। ১৮বছর ধরে উত্তরবঙ্গ যাচ্ছেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার। পাহাড় তাদের খুব ই প্রিয়। কিন্তু এ বারে গিয়ে যে অভিজ্ঞতা হল তার ভোলার নয় বলে জানান তার ভাই স্বরূপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,দাদা বৌদিদের কাগে একটি হোম স্টেতে ছিলো।প্রবল বর্ষন প্রাকৃতিক দুর্যোগে খুব খারাপ অবস্থা দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গের।ভাইপোর সঙ্গে ফোনে কথা হয়েছে।ওরা ভালো আছে,তবে খুব ভয় পেয়ে গিয়েছিলো আমরাও দুশ্চিন্তায় ছিলাম।আজ বাড়ি ফেরার ট্রেন ধরবে。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 06, 2025 06:51:57
Baruipur, West Bengal:পথ চলিত মানুষকে মদের বোতল মাথায় মেরে খুনের চেষ্টা!আটক ২।আহত এক তরুনী সহ এক ব্যক্তি। তদন্তে পুলিশ। বাসন্তী - দুই যুবক মদের নেশায় বুঁদ। মদের নেশায় মাতাল হয় চালালো তাণ্ডব লীলা !অভিযোগ মদের বোতল দিয়ে এক তরুণী ও এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করে মদ্যপ দুই যুবক। রাতে রোমহর্ষক এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত হিরণ্ময়পুর স্কুল মোড় সংলগ্ন এলাকায়।পুলিশ দুই মদ্যপ যুবককে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা_gিয়েছে, বাসন্তীর ভারতগড় গ্রামের দুই যুবক মিজানুর গাজি ও মোস্তফা গাজি। এদিন রাতে আকণ্ঠ মদপান করে। মদ্যপ অবস্থায় বাঁশিরাম বাজারের দিক থেকে নতুনহাট বাজারের দিকে যাচ্ছিল বাইকে চেপে। পথে বাঁশিরাম বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই তারা প্রথমে পূজা মণ্ডল নামে এক পথচালক কিশোরীর মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর হিরণ্ময়পুর স্কুল মোড় এলাকায় গিয়ে আবারও তারা নির্মল বৈদ্য নামে এক ব্যক্তির মাথায় বোতল দিয়ে আঘাত করে।আঘাত পেয়ে চিৎকার শুরু করেন ওই ব্যক্তি।তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসে।ওই দুই যুবক তখন পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের কে ধাওয়া করে।পালানোর সময় মোটর বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পুকুরের জলে পড়ে যায় তারা। স্থানীয়রা দুজনকে ধরে ফেলে। পুকুর থেকে দুজন কে তোলা হয়।দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেয় ঝড়খালি কোস্টাল থানার পুলিশকে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ। অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে বর্তমানে আহত পূজা মণ্ডল ও নির্মল বৈদ্যকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রাতের অন্ধকারে এমন ঘটনার জেরে বাঁশিরাম ও হিরণ্ময়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, কি কারণে ওই দুই যুবক এমন ঘটনা ঘটিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 06, 2025 06:51:43
Baruipur, West Bengal:পথ চলিত মানুষকে মদের বোতল মাথায় মেরে খুনের চেষ্টা!আটক ২।আহত এক তরুনী সহ এক ব্যক্তি। তদন্তে পুলিশ। বাসন্তী - দুই যুবক মিজানুর গাজি ও মোস্তফা গাজি। এদিন রাতে আকন্ঠ মদপান করে। মদ্যপ অবস্থায় বাঁশিরাম বাজারের দিক থেকে নতুনহাট বাজারের দিকে যাচ্ছিল বাইকে চেপে। পথে বাঁশিরাম বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই তারা প্রথমে পূজা মণ্ডল নামে এক পথচারী কিশোরীর মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর হিরণ্ময়পুর স্কুল মোড় এলাকায় গিয়ে আবারও তারা নির্মল বৈদ্য নামে এক ব্যক্তির মাথায় বোতল দিয়ে আঘাত করে।আঘাত পেয়ে চিৎকার শুরু করেন ওই ব্যক্তি।তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসে।ওই দুই যুবক তখন পালવાની চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের কে ধাওয়া করে।পালানোর সময়ে মোটর বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পুকুরের জলে পড়ে যায় তারা। স্থানীয়রা দুজনকে ধরে ফেলে। পুকুর থেকে দুজন কে তোলা হয়।দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেয় ঝড়খালি কোস্টাল থানার পুলিশকে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ। অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে বর্তমানে আহত পূজা মণ্ডল ও নির্মল বৈদ্যকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । আর রাতের অন্ধকারে এমন ঘটনার জেরে বাঁশিরাম ও হিরণ্ময়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, কি কারণে ওই দুই যুবক এমন ঘটনা ঘটিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
0
comment0
Report
CDChittaranjan Das
Oct 06, 2025 06:51:24
Durgapur, West Bengal:মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ আরও কমল, তাই দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে ও জল ছাড়ার পরিমাণ আরও কমল। মাইথন জলাধার থেকে ১৯,০০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৬,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। গতকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম পশ্চিম বর্ধমান এবং ঝাড়খন্ডে। তাই মাইথন এবং পাঞ্চেত জলাশারে জল বিপদসীমার নিচে নামছে। জল ছাড়ার পরিমাণও কমছে। গতকাল সকালে দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ছিল প্রায় ৭২,০০০ কিউসেক। আজ সকাল দশটা নাগাদ জল ছাড়ার পরিমাণ ৬৬,৫২৫ কিউসেক। তাই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির দামোদরের তীরবর্তী অঞ্চল গুলোতে যে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ছিল সেটা সতর্কতা এখন অনেকটাই কমে গেছে。
0
comment0
Report
CDChampak Dutta
Oct 06, 2025 06:51:01
Kaji Chak, West Bengal:গতকাল দুপুরের পর জল কমলেও আজ ফের জল বাড়লো চন্দ্রকোনায় শিলابতীতে,ভোগান্তি অব্যাহত।গতকাল সকালের পর থেকে জল কমতে শুরু করেছিল চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীতে।এতে আশা করা হচ্ছিল জলমগ্ন এলাকায় অবনতি কম হবে।কিন্তু গতকাল একটানা ভারি বৃষ্টির জেরে আজ সকাল থেকে ফের জল বাড়লো চন্দ্রকোনার নদীগুলিতে।গতকাল জল কমে প্রাথমিক বিপদসীমার নিচে নেমে gastুরিপ্রাথমিক বিপদসীমা ছুঁই ছুঁই চন্দ্রকোনার শিলাবতীর বাঁকা পয়েন্টে,ফুঁসছে কেঠিয়াও।এদিকে ধীরগতিতে জল বাড়ছে ঘাটালের শিলাবতী নদীতে,দ্রুত গতিতে জল বাড়ছে দাসপুরের রুপনারায়ন ও পুরনো কাঁসাই নদীতেও।এককথায় জলযন্ত্রণা থেকে এখনই নিস্তার নেই চন্দ্রকোনা ঘাটাল ও দাসপুরেরও।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 06, 2025 06:50:39
Kaji Chak, West Bengal:গতকাল দুপুরের পর জল কমলেও আজ ফের জল বাড়লো চন্দ্রকোনায় শিলাবতীতে, ভোগান্তি অব্যাহত। গতকাল সকালের পর থেকে জল কমতে শুরু করেছিল চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীতে। এতে আশা করা হচ্ছিল জলমগ্ন এলাকায় অবনতি কম হবে। কিন্তু গতকাল একটানা ভারি বৃষ্টির জেরে আজ সকাল থেকে ফের জল বাড়লো চন্দ্রকোনার নদী গুলিতে। গতকাল জল কমে প্রাথমিক বিপদসীমার নিচে নেমে গিয়েছিল আজ পুনরায় জল বেড়ে প্রাথমিক বিপদসীমা ছুঁই ছুঁই চন্দ্রকোনার শিলাবতীর বাঁকা পয়েন্টে, ফুঁসছে কেঠিয়াও। এদিকে ধীরগতিতে জল বাড়ছে ঘাটালের শিলাবতী নদীতে, দ্রুৎগতিতে জল বাড়ছে দাসপুরের রুপনারায়ন ও পুরনো কাঁসাই নদীতেও। এককথায় জলযন্ত্রণা থেকে এখনই নিস্তার নেই চন্দ্রকোনা ঘাটাল ও দাসপুরেরও।
0
comment0
Report
CDChittaranjan Das
Oct 06, 2025 06:21:02
Durgapur, West Bengal:*উত্তরবঙ্গে বন্যার কারণে বিভিন্ন জায়গায় ধসের কবলে পড়ছে তার কারণ, অনিয়মিত এবং অবৈধ বাড়ি তৈরি। এই মাস খানেক আগে লাদাখের প্রখ্যাত বিজ্ঞানী এবং সমাজ সংস্কারক সোনম ওয়াংচু-র বক্তব্য আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। সেই বক্তব্য পাঠালাম। ভূমিকম্প মানুষকে মারে না, মারে দুর্বলভাবে তৈরি ভবন, সরকার এবং সমাজের মানুষ। সবাইকেই উন্নয়নের জন্য পাহাড়ের রাস্তা চিন্তা ভাবনা করে করা উচিৎ । এমনই কড়া সতর্কবার্তা দিয়ে গেছিলেন সাংবাদিকদের সামনে লাদাখের প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তিনি স্পষ্ট বলেছেন , "ভূমিকম্প কোনো পরিবেশগত কারণে হয় না, এটি একেবারেই প্রাকৃতিক ঘটনা এবং সময়ে সময়ে ঘটতেই থাকবে। তবে তাঁর মতে, আসল বিপদ ভূমিকম্প নয়, বরং ভুল নকশা ও দুর্বল নির্মাণে তৈরি ভবন।" হিমালয় অঞ্চললের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়ে তিনি বলেন,"এলাকায় ভূমিকম্প আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।" দায়িত্বশীল উন্নয়নের ডাক দিয়ে তিনি জানান, উন্নয়নমূলক কাজের সময় ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে এগোতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের শেখাতে হবে কীভাবে ভূমিকম্প-সহনশীল কাঠামো তৈরি করা যায়।" তিনি আরও বলেন, "ভূমিকম্প রুখে দেওয়া সম্ভব নয়, কিন্তু নিরাপদ নির্মাণই বাঁচাতে পারে অসংখ্য প্রাণ। যুবক যুবতীদের প্রযুক্তির দিকে না গিয়ে আমেরিকা ছুটছে ব্যাক অফিসে চাকরি করতে। গ্রামের সমস্যা দূর করতে হলে প্রযুক্তির ব্যবহার করতে হবে ।" ছবি 2C তে ফাইল নাম 0610ZG_DGP_SONM_OANGCHU_R
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 06, 2025 06:18:03
Maipit, ওয়েস্ট বেঙ্গল:কুলতুলিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, খুনের হুমকি উপেক্ষিত! ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি পরিবারের রবিবার সন্ধেবেলা দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ (৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই নিজের চায়ের দোকানে বসেছিলেন সেলিম। ঠিক সেই সময় আচমকা বিদ্যুত বিভ্রাট ঘটে। এলাকায় অন্ধকার নামতেই সুযোগ নেয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শী들의 দাবি—চার রাউন্ড গুলি ও তিনটি বোমা ছোঁড়ে তারা। দু’টি গুলি সেলিমের পিঠ ও গালে লাগে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন。 ঘটনার পেছনে পূর্ব পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন গুলিবিদ্ধের স্ত্রী মাসুদা খান। তাঁর অভিযোগ, কয়েকদিন ধরেই স্বামীকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি বাড়ির সামনে বোমাবাজিও হয়েছিল। পুলিশকে জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকায় তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং সম্প্রতি জমি কেনাবেচা নিয়ে বিরোধ থেকেই এই হামলা বলে তাঁর দাবি। সাত-আটজন এলাকার যুবক এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করে তিনি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি তুলেছেন। অন্ধকারের সুযোগে ঘটে যাওয়া এই নিঃশংস হামলায় আতঙ্কে কাঁপছে গোটা এলাকা। পুলিশ রাজনৈতিক নাকি ব্যক্তিগত রেষারেষি—তা খতিয়ে দেখছে। তবে বড় প্রশ্ন, হুমকির আগাম অভিযোগ উপেক্ষা করে কি আরও একবার ব্যর্থ হল প্রশাসন?
0
comment0
Report
MDMritunjay Das
Oct 06, 2025 05:17:56
Bankura, West Bengal:জাতাডুমুর জলাধার থেকে জল ছাড়ায় ডুবলো কাঁটাপাল কজওয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে জাতাডুমুর জলাধার থেকে জল ছাড়ায় ডুবলো বাঁকুড়ার কাঁটাপাল কজওয়ে। কজওয়েটি ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বাঁকুড়ার ফুলকুশমা থেকে ঝাড়গ্রামের বিনপুর যাওয়ার রাজ্য সড়ক। নিম্নচাপের জেরে বৃষ্টি। আর সেই বৃষ্টির জেরে বাঁকুড়ার অন্যান্য নদীর মতো জলস্তর বাড়ছিল ভৈরোবাঁকি নদীতে। গতকাল রাতেই জলাধারের জলস্তরের উচ্চতা বিপদ সীমার কাছাকাছি চলে আসায় জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেয় সেচ দফতর। জল ছাড়ায় আজ সকাল থেকে জলের নীচে চলে যায় ভৈরোবাঁকি নদীর উপর রাইপুর ব্লকে থাকা কাঁটাপাল কজওয়ে। কজওয়ে ডুবে যাওয়ায় ফুলকুশমা থেকে বিনপুর যাওয়ার বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়, সমস্যায় পড়ে স্থানীয় মানুষজন।
4
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 06, 2025 04:49:18
Jhargram, West Bengal:লক্ষীপুজোর সকালে দুর্ভোগ। একাধিক কজওয়ে জলের তলায়। সাধারণ মানুষ থেকে কৃষিজীবী চরম সমস্যার মধ্যে। ফের জলের তলায় ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে ডুলুং, তারাফেনী ও ভৈরববাঁকী নদীর। ঝাড়গ্রামের একাধিক কজওয়ে জলের তলায়। সকাল থেকেই তারাফেনী ও ভৈরববাঁקী নদীর জলস্তর বাড়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উল্লেখ্য, টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা। ঝাড়গ্রাম জেলা জুড়েও গত কাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য জল ছাড়ছে মুকুটমনি জলাধার থেকে জল ছাড়ায় গত রাত দশটা নাগাদ জলস্তর বাড়তে থাকে। অপরদিকে ডুলুংনদীর জল বাড়ায় চিল্কিগড়ে কজওয়ে জলের তলে। পাড়াপাড় বন্ধ।গিধনীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল সারা দিনই বেশ ভালো পরিমাণে বৃষ্টির ফলে জলাধার গুলির জলস্তর ও বৃদ্ধি পায় ফলে এক প্রকার বাধ্য হওয়া জলছাড়ে তারাফেনি ও যাতাডুমুর। তবে সকাল হতে একাধিক কজওয়ের উপর জল থাকার কারণে বিপাকে পড়েন নিত্য যাত্রীরা。
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 06, 2025 03:45:51
Ranaghat, West Bengal:বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনই লক্ষ্মীপূজো এক পার্বণ, দুর্গাপুজোর পর এই দেবীর আরাধনা হয় প্রতিটি বাড়িতে। ধন দেবীর আরাধনা ব্যস্ত প্রত্যেক গৃহিণীরা। আজ কোজাগরি লক্ষীপূজো, সকাল থেকেই ব্যস্ততা বাড়ি থেকে শুরু করে বাজারে। ইতিমধ্যেই লক্ষীপুজোর সমস্ত আনাজ ফল ফুলসহ যাবতীয় সামগ্রী নিয়ে হাজির দোকানিরা , আজ সোমবার অর্থাৎ ৬ই অক্টোবর প্রতিটি ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষী দেবী। আর এরই তোড়জোড় কেনাকাটার ভিড় বাজার ঘাটে। সকাল থেকেই বিভিন্ন বাজারের পাশাপাশি শান্তিপুর বড় বাজারে চোখে পড়ল ব্যবসায়ীদের পচরা সাজিয়ে ক্রেতার আশায় বসতে। তারা জানিয়েছেন একটু বেলা হলেই ক্রেতার সংখ্যা বাড়বে। তবে প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্য দেবীর আরাধনা হয়। আর তাই কেনাকাটায় বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন অন্যান্য বাড়ির তুলনায় কিছুটা হলেও মূল্যবৃদ্ধি হয়েছে জিনিসপত্রের দাম তবে দূর্গা পূজার তুলনায় লক্ষ্মী পূজায় কিছুটা হল দাম কম।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top