Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

बाढ़ में गोरुमारा जंगल की एक वृद्ध एक सींग वाली गैंडा बह गई, शव बरामद

PDPradyut Das
Oct 05, 2025 17:46:18
Jalpaiguri, West Bengal
বন্যার স্রোতে ভেসে গেল গরুমারার গণ্ডার, দুঃসংবাদে শোক বনদফতরে। গন্ডারের মৃতদেহ উদ্ধার ময়নাগুড়ি ব্লকের হুসলডাঙ্গা এলাকা থেকে। উত্তরবঙ্গের গরুমারা জঙ্গলে বেড়ে উঠছিল একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা—যা নিয়ে আনন্দ ছড়িয়েছিল বনদফতর থেকে শুরু করে পর্যটন মহল পর্যন্ত। আসাম ও বাংলার এই দুই রাজ্যে দেখা মেলে একশৃঙ্গ গন্ডারের, আর সেই টানেই প্রতিবছর ভিড় জমে গরুমারা ও জলদাপাড়ার জঙ্গলে। গতকাল রাতে ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যায় বিভিন্ন নদীতে। রাতের বেলা প্রবল স্রোতে গরুমারা জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা জলঢাকা নদীতে ভেসে যায় একটি পূর্ণবয়স্ক ফিমেল গণ্ডার। রবিবার সকালে জলপাইগুড়ির গরুমারা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় গণ্ডারটির দেহ। বনদফতর সূত্রে জানা গেছে, মৃত গণ্ডারটি প্রায় পূর্ণবয়স্ক এক মহিলা। উদ্ধার হয়েছে ময়নাগুড়ি ব্লকের হুসলডাঙ্গা থেকে। গরুমারা ডিভিশনের অতিরিক্ত ডিএফও রাজীব দেব টেলিফোনে জানান, “গতরাতের অবিরাম বৃষ্টির ফলে জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। সেই স্রোতেই ভেসে যায় গণ্ডারটি.”
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Oct 05, 2025 17:46:06
Asansol, West Bengal:রেল আবাসনে রেল কর্মী প্রদীপ চৌধুরী গুলিবিদ্ধ দেহ উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরের ঘটনা। আত্মহত্যা না খুন তদন্তে পুলিশ। মাস কয়েক আগে এই আবাসনেই দুস্কৃতিদের গুলিতে খুন হন তার স্ত্রী।। লক্ষ্মী পূজার আগের সন্ধ্যায় রেল শহর চিত্তরঞ্জনে আবার বড় অঘটন। গুলিতে মৃত্যু রেল কর্মী প্রদীপ বাবুর (কুচা)'র। বেশ কিছুদিন আগে বাসন্তী পুজোর দিন এই প্রদীপ চৌধুরীর ২৮ নম্বর রাস্তার কোয়ার্টার্সে তার স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ‌ সেই ঘটনায় প্রদীপ বাবুকে চিত্তরঞ্জন পুলিশ বহুবার জিজ্ঞাসাবাদ করেছিল। আজ, ৫ অক্টোবর সন্ধে নাগাদ সেই প্রদীপবাবুর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল চিত্তরঞ্জন শহরের নর্থ এলাকার ৬৪ নম্বর রাস্তার ২৫ বি কোয়ার্টার্স থেকে। ‌ পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে এই কোয়ার্টার্সে প্রদীপবাবু ও তার পুত্র দেবদিত্য থাকছিলেন। আজ দুপুরের পর দেবদিত্য বাইরে বেরিয়েছিলেন এবং সন্ধ্যা নাগাদ ফিরে দেখেন কোয়ার্টার্সের দরজা বন্ধ। বহুক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় ভাইস ওয়ার্ডেন এলাকায় পৌঁছান এবং দরজা ভেঙে দেখেন ভেতরের ঘরের বিছানায় প্রদীপবাবুর গুলিবিদ্ধ দেহ পড়ে আছে। তিনি নিজেই নিজেকে গুলি করলেন নাকি অন্য কোন ঘটনা এর পিছনে আছে তা খতিয়ে দেখছে পুলিশ। চিত্তরঞ্জন পুলিশ প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে
0
comment0
Report
SCSandip Chowdhury
Oct 05, 2025 17:45:43
Katwa, West Bengal:পুরসবর ঘোষিত বিপজ্জনক বাড়ির দোতলার কার্ণিশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়াল। হতাহতের কোন খবর না থাকলেও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কাটোয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলাপটি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের দিকে ঘটনাটি ঘটেছে বলে কারও কোন ক্ষতি হয়নি। দিনের বেলায় কার্ণিশ ভাঙার ঘটনা ঘটলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারত। কাটোয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস পৌরসদস্য রণজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগ পুরপ্রধানকে এই বাড়ি সহ পাঁচটি বাড়ি বিপজ্জনক জানিয়ে লিখিত দিয়েছিলাম। পুরসভা বাড়িগুলিতে বিপজ্জনক টিকার সাঁটিয়ে দায় সেরেছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত কাটোয়া পুরসভার প্রধান সমীর কুমার সাহা ফোনে জানান, বাড়ির মালিককে পুরসভা পক্ষ থেকে বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য দুবার নোটিশ করা হয়েছিল।নাগরিকদের সচেতন করতে বাড়িতে বিপজ্জনক নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। নোটিশের জবাবে বাড়ির মালিক পুরসভাকে কিছু জানায়নি। এই দুর্ঘটনার পর পুরসভার নিয়ম বিধি মেনে বিপজ্জনক বাড়ি ভাঙার ব্যবস্থা করবে। বাইট:১) পীযুষ দাঁ, স্থানীয় ব্যবসায়ী২) রণজিৎ চট্টোপাধ্যায়ের,কংগ্রেসের পুরসদস্য কাটোয়া পুরসভা।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Oct 05, 2025 17:45:31
Asansol, West Bengal:রেল আবাসনে রেল কর্মী প্রদীপ চৌধুরী গুলিবিদ্ধ দেহ উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরের ঘটনা। আত্মহত্যা না খুন তদন্তে পুলিশ। মাস কয়েক আগে এই আবাসনেই দুস্কৃতিদের গুলিতে খুন হন তার স্ত্রী। লক্ষ্মী পূজার আগের সন্ধ্যায় রেল শহর চিত্তরঞ্জনে আবার বড় অঘটন। গুলিতে মৃত্যু রেল কর্মী প্রদীপ চৌধুরী (কুচা)'র। বেশ কিছুদিন আগে বাসন্তী পুজোর দিন এই প্রদীপ চৌধুরীর ২৮ নম্বর রাস্তার কোয়ার্টার্সে তার স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ‌ সেই ঘটনায় প্রদীপ বাবুকে চিত্তরঞ্জন পুলিশ বহুবার জিজ্ঞাসাবাদ করেছিল। আজ, ৫ অক্টোবর সন্ধে নাগাদ সেই প্রদীপবাবুর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল চিত্তরঞ্জন শহরের নর্থ area's ৬৪ নম্বর রাস্তার ২৫ বি কোয়ার্টার্স থেকে। ‌ পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে এই কোয়ার্টার্সে প্রদীপবাবু ও তার পুত্র দেবদিত্য থাকছিলেন। আজ দুপুরের পর দেবদিত্য বাইরে বেরিয়েছিলেন এবং সন্ধ্যা নাগাদ ফিরে দেখেন কোয়ার্টার্সের দরজা বন্ধ। বহুক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় ভাইস ওয়ার্ডেন এলাকায় পৌঁছান এবং দরজা ভেঙে দেখেন ভেতরের ঘরের বিছানায় প্রদীপবাবুর গুলিবিদ্ধ দেহ পড়ে আছে। তিনি নিজেই নিজেকে গুলি করলেন নাকি অন্য কোন ঘটনা এর পিছনে আছে তা খতিয়ে দেখছে পুলিশ। চিত্তরঞ্জন পুলিশ প্রাথমিকভাবে এই মৃত্যু کے ঘটনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 05, 2025 15:32:11
Howrah, West Bengal:উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কলকাতায় কার্নিভাল নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ শমিক ভট্টাচার্য। আজ সন্ধ্যায় হাওড়া সদরে দলের বিজয়া সম্মেলন উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন এই সরকারের কাছে কোন মানবিক মুখ প্রত্যাশা করা উচিত নয়। আজকের দিনটা উৎসব বা আনন্দের দিন নয়।মুখ্যমন্ত্রীর কার্নিভাল বন্ধ রেখে আজকেই উত্তরবঙ্গে যাওয়া উচিত ছিল। এই সরকার প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করতে ব্যর্থ।এই সরকারের দুর্নীতি এতটাই বেশি যে পুরসভাগুলো জল জমা রুখতে পারে না। তিনি আরো অভিযোগ করেন উত্তরবঙ্গের নদীগুলির পাশ থেকে বেআইনিভাবে বোল্ডার তোলা হয়েছে,স্যান্ড মাইনিং করা হয়েছে, বন জঙ্গল কেটে সাফ করা হয়েছে। এতে নদীর গতিপথ বদলে গেছে। এর ফলে এই পরিস্থিতি। কলকাতার বিপর্যয় দেখা গেছে ১১ জন মারা গেছেন। এখানে তাই কুড়ি জন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতি মিনিটে খবর নেওয়া হচ্ছে। এনডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারকার্যে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেব সিকিমে আটকে পড়া পর্যটকদের সাহায্যের জন্য পাঠানো হয়েছে।আজ বিজয়া সম্মিলনীতে এসে বিপর্যয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।শমিক ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ। বাইট..১..শমিক ভট্টাচার্য(রাজ্য সভাপতি, বিজেপি)
0
comment0
Report
ALArup Laha
Oct 05, 2025 14:03:18
Belna, West Bengal:বিজয়া সম্মেলনীতেও শাসকের গোষ্ঠী কোন্দল।দলীয় নিয়ম না মেনে এক তৃণমূল নেতা ও পাঁচ কর্মীকে বহিষ্কার করায় এবার শোকজের মুখে পড়তে হল খুদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেই। গত ৩ অক্টোবর সাংবাদিক সম্মেলন করে বর্ধমান ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বৈকুণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জায়দেব baneারি সহ পাঁচজন দলের প্রথমসারির কর্মীকে বহিস্কার করেন। তিনি জানিয়েছিলেন, জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের শৃংখলা ভেঙেছেন। দলের কাজ করছেন না। উপরন্তু দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করে চলেছেন। তাই ব্লক কমিটির সিদ্ধান্তে এদের  তিন বছরের জন্য বহিস্কার করা হচ্ছে। জয়দেব ব্যানার্জি ছাড়াও তৃণমূল কর্মী লবকুমার দাস,সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস,জরু আলমদের বহিষ্কার করা হয় । এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও  তোলেন ব্লক সভাপতি। এবার সেই ব্লক সভাপতিকেই উল্টে শোকজ করলো দল। রবিবার পূর্ব বर्धমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, অনেক সময় কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়। কোথাও কোথাও কঠোর সিদ্ধান্ত নিতে হয়। বহিস্কারও করতে হয়, সাসপেণ্ড করতে হয়। কিন্তু সেটা করতে গেলে ব্লক জেলাকে জানাবে, জেলা রাজ্যকে জানাবে। রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায়। কোন একজন ব্লক সভাপতি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিস্কার করেছেন। আমরা দুঃখিত, রাজ্য সেই ব্লক সভাপতিকে শোকজ করতে বলেছে আমরা শোকজ করেছি। তার উত্তরের পর সিদ্ধান্ত হবে। আমরা বহিস্কার করি সেটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তর পর। এই কাজগুলো আমাদের বুঝে শুনে করতে হবে। যদিও নিজের শোকজ নিয়ে মুখ খুলতে নারাজ বর্ধমান ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পরমেশ্বর কোনার। তিনি জানান আমি শোকজের জবাব দলকে দিয়েছি। দল যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। পাশাপাশি এই ঘটনায় বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকও কিছু বলতে অস্বীকার করেন অন্যদিকে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, যেসব ক্লাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুজো অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়েছে। অথচ পুজো মণ্ডপে একটি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার লাগায় নি।তাদের সামনের বছর পুজো অনুদান থেকে বাদ দেওয়া হোক।আমি এই বিষয়টি প্রশাসনের কাছে দাবী করছি। বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন। এতে বড় পুজো কমিটির খুব বেশি লাভ হচ্ছে না হয়তে কিন্তু আমাদের গ্রামের যে সব ছোট ছোট পুজো হয় তাদের লাভ হচ্ছে।
0
comment0
Report
ALArup Laha
Oct 05, 2025 14:03:06
Belna, West Bengal:বিজয়া সম্মেলনীতেও শাসকের গোষ্ঠী কোন্দল।দলীয় নিয়ম না মেনে এক তৃণমূল নেতা ও পাঁচ কর্মীকে বহিষ্কার করায় এবার শোকজের মুখে পড়তে হল খোদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেই। গত ৩ অক্টোবর সংবাদিক সম্মেলন করে বর্ধমান ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বৈকુণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের প্রথমসারির কর্মীকে বহিস্কার করেন। তিনি জানিয়েছিলেন, জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের শৃংখলা ভেঙেছেন। দলের কাজ করছেন না। উপরন্তু দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করে চলেছেন। তাই ব্লক কমিটি​র সিদ্ধান্তে এদের তিন বছরের জন্য বহিস্কার করা হচ্ছে। জয়দেব ব্যানার্জ ছাড়াও তৃণমূল কর্মী লবকুমার দাস,সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস,জরু আলমদের বহিষ্কার করা হয় । এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন ব্লক সভাপতি। এবার সেই ব্লক সভাপতিকেই উল্টো শোকজ করলো দল। রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, অনেক সময় কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়। কোথাও কোথাও কঠোর সিদ্ধান্ত নিতে হয়। বহিস্কারও করতে হয়, সাসপেণ্ড করতে হয়। কিন্তু সেটা করতে গেলে ব্লক জেলাকে জানাবে, জেলা রাজ্যকে জানাবে। রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায়। কোন একজন ব্লক সভাপতি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিস্কার করেছেন। আমরা দুঃখিত, রাজ্য সেই ব্লক সভাপতিকে শোকজ করতে বলেছে আমরা শোকজ করেছি। তার উত্তরের পর সিদ্ধান্ত হবে। আমরা বহিস্কার করি সেটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তর পর। এই কাজগুলো আমাদের বুঝে শুনে করতে হবে। যদিও নিজের শোকজ নিয়ে মুখ খুলতে নারাজ বর্ধমান ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পরমেশ্বর কোনার। তিনি জানান আমি শোকজের জবাব দলকে দিয়েছি। দল যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। পাশাপাশি এই ঘটনায় বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকও কিছু বলতে অস্বীকার করেন অন্যদিকে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, যেসব ক্লাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুজো অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়েছে। অথচ পুজো মণ্ডপে একটি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার লাগায় নি। তাদের সামনের বছর পুজো অনুদান থেকে বাদ দেওয়া হোক।আমি এই বিষয়টি প্রশাসনের কাছে দাবী করছি। বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন। এতে বড় পুজো কমিটির খুব বেশি লাভ হচ্ছে না হয়তে কিন্তু আমাদের গ্রামের যে সব ছোট ছোট পুজো হয় তাদের লাভ হচ্ছে। বাইট। পরমেশ্বর কোনার(ব্লক সভাপতি, বর্ধমান ২ নম্বর তৃণমূল)। 051025ZG_BWN_RABI ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট。
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 05, 2025 13:02:43
Barrackpore, Kolkata, West Bengal:৪৮ ঘন্টার মধ্যে খুনিরা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন বংগীয় স্বর্ন ব্যবসায়ীরা,ঘটনাস্থলে বিক্ষোভ স্বর্ন ব্যবসায়ী এখনো বরানগরে সোনার দোকানে মালিক শংকর জানা খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ক্ষোভে ফুসছে সোনার দোকানের ব্যবসায়ীরা। আজ স্বর্ন ব্যবসায়ীরা ঘটনাস্থলে দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের অভিযোগ অবিলম্বে ৪৮ ঘন্টার মধ্যে যদি খুনীরা গ্রেফতার না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।তবে খুনের ঘটনায় মুখ খুলতে নারাজ পরিবার।ক্যামেরা দেখে মুখে কুলুপ এটেছে তারা。 বাইটঃ- রাজ কুমার বর্মন বাইটঃ- অভিজিৎ চাটার্জী বাইটঃ- স্বর্ন ব্যবসায়ী
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 05, 2025 13:02:35
Barrackpore, Kolkata, West Bengal:বরানগর শম্ভুনাথ দাস লেন এলাকার স্বর্ণ ব্যবসায়ী শংকর জানাকে দুষ্কৃতীরা খুন করে লুঠ করে নিয়ে গিয়েছিল সোনার গহনা। সেই ঘটনাস্থল পরিদর্শনে আসলেন বিজেপি নেতা সজল ঘোষ। একে একে ঘটনার জন্য পুলিশের ভূমিকাকে দায়ী করলেন। পাশে এলাকায় পুলিশ আউট পোস্ট বসানোর দাবি করলেন সজল ঘোষ প্রসঙ্গ কার্নিভাল উত্তরবঙ্গে যে বিপত্তি ঘটেছে যেখানে মানুষের মৃত্যু হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর উচিত ছিল কার্নিভাল বন্ধ রাখার তাহলে উনি মহান হতে পারতেন। হুমায়ূন কবির প্রসঙ্গ উনি তো বলে ছিলন ৩০/ হলে গঙ্গায় কেটে ভাসিয়ে দেব। বরাহনগর বিধায়ক প্রসঙ্গ এখানকার মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছেন আর সেখানকার মানুষের বিপদে তিনি আছেন না।
0
comment0
Report
ALArup Laha
Oct 05, 2025 13:02:26
Belna, West Bengal:ডিভিসির জল ছাড়ার কারণে দামোদর তীরবর্তী এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করছে জামালপুর ব্লক প্রশাসন ।পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদর তীরবর্তী এলাকায় মানুষজনের বসবাস ডিভিসি জল ছাড়ার কারণে দামোদর নদীতে জলস্ফীতি বাড়ছে। তাই জামালপুর ব্লক প্রশাসনের তরফে মাইকিং করে এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। এর আগেও দেখতে পাওয়া গেছে জামালপুর ব্লকের সিয়ালি, মাঠসিয়ালী, কোরা ও মইদুপুর এলাকা ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই প্রশাসনের তরফ থেকে আগাম সর্তকতা নেওয়া হয়েছে এই সমস্ত এলাকাগুলিতে। এখানে উল্লেখ্য ঝাড়খণ্ডের উচ্চ অববাহিকায় প্রবল বৃষ্টির জেরে ডিভিসি,মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে বিপুল জল ছাড়া শুরু করেছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ৭১,৭২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে পূর্ব বর্ধমানের সদরঘাটে দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে। দুর্গোৎসবের রেশ কাটার আগেই এই জল ছাড়ায় উদ্বেগ বাড়ছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় বন্যার আশঙ্কা থাকছে। নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে , বিপর্যয় মোকাবিলা দফতরের দলও প্রস্তুত রাখা হয়েছে। 05/10/2025 at 12:00 hrs Durgapur Barrage LBMC :- 1000 Cusecs RBMC :- Nil. Barrage Discharge:- 71725 Cusecs Pond level :- 211.20 ft. 051025ZG_BWN_DVC
0
comment0
Report
ALArup Laha
Oct 05, 2025 13:02:16
Belna, West Bengal:বর্ধমান ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বৈকুন্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের প্রথমসারির কর্মীকে বহিস্কার করেন—তিনি জানিয়েছেন, জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের শৃংখলা ভেঙ্গেছেন, দলের কাজ করছেন না; উপরন্তু দল ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করে চলেছেন; তাই ব্লক কমিটির সিদ্ধান্তে এদের তিন বছরের জন্য বহিস্কার করা হচ্ছে। জয়দেব ব্যানার্জি ছাড়াও তৃণমূল কর্মী লবকুমার দাস,ব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস,জরু আলমদের বহিষ্কার করা হয়; এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় ব্লক সভাপতির। এবার সেই ব্লক সভাপতিকেই উল্টো শোকজ করলো দল। রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়; সেখানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, বহু সময় কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, কঠোর সিদ্ধান্ত নিয়ে বহিস্কার/সাসপেণ্ড করা হয়; কিন্তু ব্লক সভাপতি একাই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিস্কার করেছেন; আমরা শোকজ করেছি; দলের সিদ্ধান্তে তা কার্যকর হবে। বর্ধমান ২ নম্বর ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার বলেন, আমি শোকজের জবাব দিয়েছি ও দল যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব। একই সময়ে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, পুজো অনুদানের টাকা নিয়ে কিছু ক্লাব কৃতজ্ঞতা ব্যানার না লাগানোর বিষয়টি প্রশাসনের কাছে দাবি করবেন।
0
comment0
Report
ALArup Laha
Oct 05, 2025 13:02:07
Belna, West Bengal:বিজয়া সম্মেলনেও শাসকের গোষ্ঠী কোন্দল।দলীয় নিয়ম না মেনে এক তৃণমূল নেতা ও পাঁচ কর্মীকে বহিষ্কার করায় এবার শোকজের মুখে পড়তে হল খোদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেই। গত ৩ অক্টোবর সাংবাদিক সম্মেলন করে বর্ধমান ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বৈকুন্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের প্রথমসারির কর্মীকে বহিস্কার করেন। তিনি জানিয়েছিলেন, জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের শৃংখলা ভেঙেছেন। দলের কাজ করছেন না। উপরন্তু দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করে চলেছেন। তাই ব্লক কমিটির সিদ্ধান্তে এদের তিন বছরের জন্য বহিস্কার করা হচ্ছে। জয়দেব ব্যানার্জ ছাড়াও তৃণমূল কর্মী লবকুমার দাস,সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস,জরু আলমদের বহিষ্কার করা হয় । এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন ব্লক সভাপতি। এবার সেই ব্লক সভাপতিকেই উল্টো শোকজ করলো দল। রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, অনেক সময় কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়। কোথাও কোথাও কঠোর সিদ্ধান্ত নিতে হয়। বহিস্কারও করতে হয়, সাসপেণ্ড করতে হয়। কিন্তু সেটা করতে গেলে ব্লক জেলাকে জানাবে, জেলা রাজ্যকে জানাবে। রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায়। কোন একজন ব্লক সভাপতি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিস্কার করেছেন। আমরা দুঃখিত, রাজ্য সেই ব্লক সভাপতিকে শোকজ করতে বলেছে আমরা শোকজ করেছি। তার উত্তরের পর সিদ্ধান্ত হবে। আমরা বহিস্কার করি সেটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তর পর। এই কাজগুলো আমাদের বুঝে শুনে করতে হবে। যদিও নিজের শোকজ নিয়ে মুখ খুলতে নারাজ বর্ধমান ২ নম্বর ব্লকের ত্রৃণমূল সভাপতি পরমেশ্বর কোনার। তিনি জানান আমি শোকজের জবাব দলকে দিয়েছি। দল যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। পাশাপাশি এই ঘটনায় বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকও কিছু বলতে অস্বীকার করেন অন্যদিকে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, যেসব ক্লাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুজো অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়েছে, অথচ পুজো মণ্ডপে একটি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার লাগায় নি। তাদের সামনের বছর পুজো অনুদান থেকে বাদ দেওয়া হোক।আমি এই বিষয়টি প্রশাসনের কাছে দাবী করছি। বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন। এতে বড় পুজো কমিটির খুব বেশি লাভ হচ্ছে না হয়তে কিন্তু আমাদের গ্রামের যে সব ছোট ছোট পুজো হয় তাদের লাভ হচ্ছে।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top