Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

अभिषेक बनर्जी के जन्मदिन पर घाटाल के युवा तृणमूल कर्मियों ने फुटपाथ पर रहने वालों को गर्म कम्बल बांटे

CDChampak Dutta
Nov 07, 2025 00:47:43
Kaji Chak, West Bengal
আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন আজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই বার্তা নিয়ে ফুটপাতে বসবাসকারী অসহায় দরিদ্র মানুষদের হাতে শীতের কম্বল তুলে দিলেন ঘাটাল শহর যুব তৃণমূল কর্মীরা। শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাত্রিতে ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ফুটপাতে বসবাসকারী অসহায় মানুষদের পাশে শীতের বস্ত্র প্রদান করলেন যুব তৃণমূল কর্মীরা, ঘাটাল শহরের বিবেকানন্দ মোড়, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, কুঠি বাজার, পাঁশকুড়া বাস স্ট্যান্ড, কুশপাতা, কোন্নগর এলাকার ঘুরে ঘুরে শীত বস্ত্র প্রদান করলেন নেতৃত্বে ছিলেন ঘাটাল শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ অধিকারী সহ যুব তৃণমূলের কর্মীরা।
13
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Nov 07, 2025 02:45:59
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 07, 2025 00:49:27
Dihierench, West Bengal:“نড়ে না, তবু প্রাণ আছে!” — জীবন্ত মূর্তি সেজে দিঘার পর্যটকদের মন জয় করছেন ওড়িশার মানস সরেন। যা দেখতে হাজার হাজার পর্যটকের ভিড়। দিঘা: দিঘারের বালুকাবেলায় সন্ধ্যা নামলেই দেখা মেলে এক আশ্চর্য দৃশ্যের। সোনালী রঙে মোড়া এক যুবক ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, যেন এক অচল মূর্তি। দূর থেকে মনে হয় ধাতব কোনো প্রতিমা, কিন্তু কাছে এলেই বোঝা যায়—এটি জীবন্ত! তিনি ওড়িশার বালেশ্বর জেলার মানস সরেন। জীবিকা আর ভালোবাসা—দুটোকেই এক করে তুলেছেন এই যুবক। পর্যটকদের কেউ প্রথমে অবাক হয়ে বলেন, “ওইটা কি সত্যি মানুষ নাকি মূর্তি?” আরেকজন বলেন, “অবিশ্বাস্য! এতক্ষণ নড়ছে না!” কেউ হাসিমুখে সেলফি তোলেন, কেউ আবার কয়েন ছুঁড়ে দিয়ে যান প্রশংসার বার্তা। মানস জানিয়েছেন---- “আমি মূর্তি হয়ে দাঁড়াই, তবে আমার মূর্তিতে প্রাণ আছে। যখন দেখি মানুষ হাসছে, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার।” আগে মেলায়-প্রাঙ্গণে রাম, কৃষ্ণ বা সৈনিকের সাজে অভিনয় করতেন মানস। আয় ছিল সামান্য, সংসার চলত কষ্টে। তাই পাড়ি দেন দিঘায়—যেখানে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করেন। সন্ধ্যা নামতেই তিনি রঙে ঢেকে যান, মুখে ধাতব আভা লাগান, আর নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন বালুকাবেলায়। খুশি হয়ে বহু পর্যটক দিচ্ছেন আর্থিক সাহায্য। আজ দিঘার সমুদ্রতটে মানস সরেন শুধু এক শিল্পী নন, সংগ্রামের প্রতীকও বটে। তাঁর জীবন্ত মূর্তি যেন নিঃশব্দে বলে যায়— “শরীর স্থির, কিন্তু ইচ্ছেটা অচল নয়。”
12
comment0
Report
SCSandip Chowdhury
Nov 07, 2025 00:48:29
Katwa, West Bengal:রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান, রাজ্য নেতৃত্বে নির্দেশে পূর্ব বর্ধমান জেলার তিন পুরসভার পুরপ্রধান এবং দুটি পুরসভার উপপুরপ্রধান বদল করা হল। কাটোয়া, কালনা, দাঁইহাট এবং গুসকরা পুরসভার রদবদলের তালিকায় আছে। কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহার বদলে কমলাকান্ত চক্রবর্তী,এবং উপপুরপ্রধাব লক্ষিন্দর মণ্ডলের বদলে ইউসুফা খাতুনকে উপপ্রধান হিসাবে বহাল করা হল। কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্তের বদলে পুরপ্রধান হলেন রিনা বন্দ্যোপাধ্যায়। কালনার উপপুরপ্রধান পদে তপন পোড়েল বহাল থাকছেন। গুসকরা উপরপুরপ্রধান বেলি বেগমের বদলে সাধনা কোনার হলেন।গুসকরার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় বহাল থাকছেন। দাঁইহাটের পুরপ্রধান প্রদীপ রায়ের বদলে সমর সাহাকে করা হল। উপপরপ্রধান অজিত বন্দ্যাপাধ্যায় বহাল থাকছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান রাজ্য নেতৃত্বের নির্দেশে এই বদল করা হয়েছে। নতুন পুরপ্রধান ও উপপ্রধানগণ খুব তাড়াতাড়ি দায়িত্ব গ্রহণ করবেন।
14
comment0
Report
CDChampak Dutta
Nov 07, 2025 00:48:00
Kaji Chak, West Bengal:এসআইআর এর ফর্ম বিলি নিয়ে একাধিক অভিযোগ তুলে ডকুমেন্টস সহকারে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালো জেলা বিজেপি। অভিযোগ জানানোর পর জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইত বলেন, এসআইআর এর কাজ শুরু হয়েছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু 많은 জায়গায় অভিযোগ আসছে যে Blo রা বাড়ি বাড়ি যাচ্ছেন না। Blo রা স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে বসে এনামুরেশন ফ্রম বিলি করছেন। এটা পুরোপুরি আইন বিরুদ্ধে। তৃণমূলের বাড়িতে বসে কপিগুলি তৃণমূলের বিএলএ কে দিয়ে দিচ্ছেন। সেখানে তৃণমূলের বিএলএরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং পার্টি অফিস থেকে এইসব কাজকর্ম চালাচ্ছেন। তৃণমূলের কাজ এটা নয়, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের কাজ করা উচিত। তাই আমরা জেলাশাসকের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ করেছি। যারা যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছি। আমরা আবেদন করব এসডিও বিডিওরা যাতে বিষয়টাতে মনিটরিং করেন। আমরা চাইছি না কোন পার্টির দ্বারা নিয়ন্ত্রিত হোক বিএলওরা। সেই জন্য এই দাবি সম্মলিত অভিযোগ আমরা জেলা শাসকের কাছে জানালাম। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে জেলাশাসকের দপ্তরে বিজেপির একটি প্রতিনিধি দল গিয়ে অভিযোগ জমা দেয়।
14
comment0
Report
CDChampak Dutta
Nov 07, 2025 00:47:21
Kaji Chak, West Bengal:ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নুতুন জেলাশাসক এবং ঘাটালের নতুন এসডিও কে নিয়ে প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার অভিযোগ তুললেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সেচ মন্ত্রীর দাবি নদীবক্ষে পলিকাটা ও গভীরতা বাড়ানো দুর্যোদ্ধ মোকাবিলায় একটি পয়সাও দেয়নি কেন্দ্র সরকার। ঘাটালে ৬ বন্যা হয়ে গেল, ২৬ বছরের ইতিহাসে বছরে ২/৩ বার बন্যা হয় ঘাটালে কিন্তু এবার ৬ বার। উত্তরবঙ্গে ৭২ টি ভুটানি নদী ধ্বংস করে দিল উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি কত মানুষের প্রাণ গেছে পাহাড় ভেঙ্গে পড়েছে, গাছ ভেসে যাচ্ছে কি বীভৎস অবস্থায় মুখ্যমন্ত্রী ছুটে গেছেন দুবার, মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র একটি পয়সাও দুর্যোগ মোকাবিলায় দেয়নি। কর্নাটকে এবং মহারাষ্ট্রে দিয়েছে বাংলা পাইনি বঞ্চিত। কারণ কেন্দ্র সরকার চায় বাংলাকে জব্দ করতে, বাংলার মানুষকে জব্দ করতে, ঠিক ঘাটাল মাস্টার প্লানেও কেন্দ্র সরকার একটি টাকাও দেয়নি। এভাবেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। ঘাটাল মাস্টার প্লানে নো কষ্ট ড্রেজিং ৪৬৮ নদী খাল সংস্কার হবে, আমাদের হাতে যেটুকু টেকনোলজি আছে, যেটুকু টেকনিক্যাল সরঞ্জাম আছে ইচ্ছুক এজেন্সি গুলো এগিয়ে আসছেন, এটা একটা ঐতিহাসিক বুনিয়াদ তৈরি হবে সারা ভারতের মধ্যে বাংলায়। ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজের গতি বাড়াতে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা অতিরিক্ত মুখ্য সচিব মনিষ জৈন, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জী সহ জেলা, মহকুমা এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা।
14
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 06, 2025 18:31:44
Jainagar, Bihar:জয়নগর থানার মহিষমারি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। দুষ্কৃতীদের হাতে নিহত হলেন তৃণমূল কর্মী জয়ন্ত মণ্ডল (৪০)। তিনি জয়নগর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সূত্রের খবর, প্রতিদিনের মতো আজও তিনি মহিষমারি এলাকার এক ইটের ভাটায় ব্যবসার কাজে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে একাধিকবার কুপিয়ে খুন করে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত খুন বলেই মনে করছে পুলিশ। রাজনৈতিক যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরা পরিকল্পনা করে এই খুন ঘটিয়েছে। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামে টানটান উত্তেজনা, এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
14
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 06, 2025 18:31:15
Kolkata, West Bengal:বালি পাচার মামলায় ইডির প্রথম গ্রেফতার, একদিনের হেফাজতে ব্যবসায়ী অরুণ সরাফ বালি পাচার মামলায় প্রথম গ্রেফগ্রেফতার করল ইডি। ধৃত সল্টলেকের ব্যবসায়ী অরুণ সরাফ, যিনি জিডি মাইনিং কোম্পানির প্রাক্তন ডিরেক্টর। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গভীর রাতে গ্রেফতার করে ইডি। পরে তাঁকে মূখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হলে আদালত একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। আগামীকাল ফের তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, অরুণ সরাফ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে জিডি মাইন কোম্পানির ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে তদন্তে উঠে এসেছে, ওই সংস্থা ছাড়াও তিনি একাধিক কোম্পানির কন্ট্রোলার হিসেবে কাজ করতেন, যেখানে প্রচুর পরিমাণে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি ইডি-র। সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি টাকার বেআইনি বালি পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে। ইডি আইনজীবী আদালতে জানান,এই সমস্ত কোম্পানির অর্থের উৎস ও বণ্টন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দীর্ঘ সময়ের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই ১৪ দিনের ইডি হেফাজতের আবেদন জানানো হয়। যদিও আদালত আপাতত একদিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, অরুণ সরাফের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে। এই মামলায় প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। Bali পাচার মামলায় এই গ্রেফতারকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
14
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 06, 2025 18:01:34
Kolkata, West Bengal:এসআইআরের ফর্ম কীভাবে পূরণ করবে এই কথা বোঝাতে গিয়ে আক্রান্ত মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মন্ডল। মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জগন্নাথ নগর মেলাঘাটা এলাকায় আক্রান্ত বিজেপির ১০৩ নম্বর বুথের প্রেসিডেন্ট নাম সুপ্রিয়া মন্ডল। বিজেপি সূত্র জানাচ্ছে অনুপস্থিত ছিল তার কারণে ১৮ নম্বর ওয়ার্ড মহেশতলার ১০৩ নম্বর বুথের প্রেসিডেন্ট মানুষের সহায়ক হিসেবে এসআইআর সম্পর্কে বোঝাছিলেন। তারপর তিনি বাড়ি জগন্নাথ নগরে ফিরছিলেন সেই সময় মেলাঘাটা রেল লাইনের কাছে তার নির্দিষ্ট অভিযোগ ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরলোকজন তাকে রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে, মাথা রাস্তায় ঠুকে দেয় হাত-মুছে ধরে মারধর করে পাঁচ থেকে ছয় জন মিলে। তাকে বেধড়ক মারধর করে সেখানে ছেড়ে দেয়। তিনি মহেশতলা থানায় অভিযোগ করেন, সেখান থেকে তাকে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। বিশেষ করে বিদ্যাসাগর হাসপাতালে তার সিটি স্ক্যান হয়েছে এবং দুবার বমি হয়েছে মাথায় আঘাত রয়েছে তাই বিদ্যাসাগর হসপিটাল থেকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হচ্ছে। এই ঘটনার কারণে আতঙ্কিত বিজেপির বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মণ্ডল।
14
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 06, 2025 18:00:52
14
comment0
Report
ALArup Laha
Nov 06, 2025 17:08:21
Belna, West Bengal:লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েকটি বাড়ি থেকে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম মানারুল শেখ ওরফে মণি। মুর্শিদাবাদের রেজিনগর থানার শক্তিপুরে তার বাড়ি। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২০ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১টা নাগাদ নিজেকে লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে তল্লাশির নাম করে অভিযুক্ত মেমারি থানার ভৈটা গ্রামের বাসিন্দা কাকলি হেমব্রমের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে পরিবারের সবাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। এমনকি মারধর করারও কথা বলে সে। ভয় পেয়ে কাকলি তাকে ১ হাজার টাকা দেন। এরপর এলাকার আরও কয়েকটি বাড়িতে যায় মানারুল। সেখানেও সে একইভাবে টাকা দাবি করে। তার গতিবিধি দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। তারা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। চাপের মুখে ভেঙে পড়ে সে নিজের পরিচয় দেয়। সে যে লালবাজারের অফিসার নয় তাও স্বীকার করে নেয় সে। এরপরই তাকে আটকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে কাকলির অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এবং ভুয়ো পরিচয় দেওয়ার ধারায় মামলা রুজু করে থানায়;
14
comment0
Report
ALArup Laha
Nov 06, 2025 17:08:06
14
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 17:07:52
Chinsurah, West Bengal:গৃহস্থের বাড়িতে ডিজিটাল মিটারरे কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগ,সিঙ্গুরে পুলিশের জালে তিনজন। সিঙ্গুর থানার দেওয়ান ভেরী গ্রামের সমীর পাঁজার বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে অস্বাভাবিকতার লক্ষ্য করেন ডব্লিউবিএসইডিসিএল এর কর্মিরা।ঘটনার তদন্তে যান আধিকারীক।বুঝতে পারেন ডিজিটাল মিটারে কিছু কার সাজি করা হয়েছে।যার ফলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার থেকে অনেক কম বিদ্যুৎ মিটারে উঠছে।ছয় মাস ধরে এই জিনিস চলছিল।এরপরই গত ১৫ অক্টোবর সিঙ্গুর বিদ্যুৎ দপ্তরের আধিকারীক অনুপ দে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। আজ সন্ধায় সিঙ্গুর থানায় হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানান,ঘটনার তদন্তে নেমে সমীর পাজাকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই চক্রে আরো দুজন রয়েছে।একজন জাঙ্গিপাড়া রশিদপুরের জানকি দে আরেকজন উত্তর ২৪ পরগনা জগদ্দল এর মনোজ ঘোষাল। মূলত যে সার্কিট এর মাধ্যমে মিটারে বিদ্যুৎ খরচের জানা যায় সেই সার্কিটেই কারসাজি করে এই বিদ্যৎ চুরি চলত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। জানকি এই চক্রে মিডিল ম্যান সে মনোজকে ভাড়া করেছিল ১৫ হাজার টাকার বিনিময়ে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন,ধৃত তিনজনকে চার দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কেউ যুক্ত আছে কিনা আরো অন্য কোথাও এই ধরনের বিদ্যুৎ চুরি করেছে কিনা এগুলো জানার চেষ্টা চলছে।।
14
comment0
Report
Advertisement
Back to top