Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
कलकत्ता में सुबह एक बार फिर सड़क दुर्घटना: पुल के पास गाड़ी पलटी
AGAyan Ghosal
Nov 07, 2025 02:45:43
Kolkata, West Bengal
ভোরের কলকাতায় ফের পথ দুর্ঘটনা। আবার সেই মা উড়ালপুল। এজেসি বোস ধরে পার্ক সার্কাস পেরিয়ে পার্ক সার্কাস স্টেশনের ওপর লোহার ব্রিজ স্ট্রাকচারের ঠিক মুখে অত্যন্ত দ্রুতগতির বিমানবন্দর গামী একটি গাড়ি গতির ওপর লাগাম টানতে না পেরে সেতুর দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভোর পৌনে ৫ টা নাগাদ ঘটনা ঘটেছে। এরপর তিলজলা ট্র্যাফিক গার্ডের পুলিশ রেকার ভ্যান এনে উল্টে যাওয়া গাড়ি সোজা করে চালক এবং ১ যাত্রীকে উদ্ধার করে। দুজনের কারুর আঘাত খুব গুরুতর নয় বলে পুলিশ সূত্রে খবর।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMPiyali Mitra
Nov 07, 2025 04:47:39
Kolkata, West Bengal:চলতি বছরের পয়লা নভেম্বর আপ কামাখ্যা-পুরী এক্সপ্রেসে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা করছিলেন ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা শ্রীমতি দোলন দাস। ট্রেনটি খড়গপুর স্টেশনে পৌঁছনোর মুখেই ওই ভদ্রমহিলার হাতে থাকা একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ব্যাগের মধ্যে ছিল প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না এবং একটা মোবাইল। খড়গপুর জিআরপিএসে অভিযোগ দায়ের করার সঙ্গে sে়ই তদন্ত নেমে পড়ে পুলিশ। ট্রেনের সংশ্লিষ্ট কোচের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মMohammed নূর আলম @ সাদ্দাম হোসেন নামের হাওড়ার ওই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন খড়গপুর জিআরপিএসের তদন্তকারী অফিসার ইনস্পেক্টর প্রশান্ত কীর্তনীয়া। পরবর্তীতে হাওড়ারই এক সোনার দোকান থেকে উদ্ধার হয় সমস্ত গয়না। ওই দোকানের মালিক ভুবনেশ্বর প্রসাদ শাহ @ মামা এবং তার সহযোগী শঙ্কর শ'কে চোরাই মালের ক্রেতা হিসেবে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে。
1
comment0
Report
MMManoranjan Mishra
Nov 07, 2025 04:47:28
2
comment0
Report
MDMritunjay Das
Nov 07, 2025 04:47:12
Bankura, West Bengal:তৃনমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ আছে। একবার লাঠি ধরতে বললে তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না " - বিজেপি বিধায়কের গ্রামে সভা করে বিধায়ককেই হুমকি তৃনমূল ব্লক সভাপতির এস আই আর নিয়ে দলীয় প্রচার গাড়িকে ধমক চমক দেওয়ার অভিযোগ তুলে খোদ বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে বিধায়ককে নজিরবিহীন ভাষায় হুমকি দিলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃনমূলের ব্লক সভাপতি শেখ হামিদ। বক্তব্য রাখতে উঠে শেখ হামিদ বিধায়কের উদ্যেশ্যে বলেন, "ধমক চমক দেবেন না। তৃনমূল কর্মীরা লाठি ধরতে ভুলে যায়নি। শুধু লাঠি ধরা বারণ আছে। একবার লাঠি ধরতে বললে তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, তোমার কর্মীদের খবর নেওয়ার কেউ থাকবে না"। তৃনমূলের ব্লক সভাপতির এই হুমকির পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ ইট মারলে পাটকেল খেতে হবে। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাসেও এস আই আর এর ফর্ম বিতরণ শুরু হয়েছে। আর এই আবহে এস আই আর এর নিয়ে বিজেপি বিরোধী প্রচারে নেমেছে তৃনমূল। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এস আই আর এর নামে মানুষকে হয়রান করছে এই দাবি তুলে রীতিমত টোটোয় চড়ে গোটা ব্লক এলাকায় প্রচার শুরু করেছে তৃনমূল। গতকাল ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে তৃনমূলের এই প্রচার টোটো গেলে টোটোয় থাকা তৃনমূল কর্মীদের স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধাড়া ধমক চমক দেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে বিধায়কের গ্রাম কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভা করে তৃনমূলের ব্লক নেতৃত্ব। সেই সভা থেকেই বিধায়ককে উদ্যেশ্য করে নজিরবিহীনভাবে হুমকি দেন তৃনমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ। ২০১১ সালের আগে এলাকা থেকে সিপিএম এর হার্মাদ তাড়ানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, " আমরা হার্মাদদের রাস্তায় রাস্তায় ছুটিয়েছি। আমাদের ধমক চমক দেবেন না। তৃনমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি। শুধু লাঠি ধরতে বারণ আছে। লাঠি ধরলে আপনার গাড়ি আসত থাকবে না, আপনার টিকিও খুঁজে পাওয়া যাবে না। আপনার অনুগামীদের খবর নেওয়ার জন্যেও কেউ থাকবে না"। তৃনমূলের ব্লক সভাপতির এই হুঁশিয়ারির পাল্টা তাঁকে একহাত নিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক। তাঁর দাবি এস আই আর নিয়ে তৃনমূল মিথ্যা প্রচার করছে। সেই মিথ্যা প্রচার করতে তিনি নিষেধ করেছিলেন। এরপর তৃনমূল যদি ইট মারে তো তাদের জেনে রাখা উচিত তারা পাটকেল খাবে。
1
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 04:46:25
1
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 04:05:20
Jalpaiguri, West Bengal:SIR আবহে মৃত্যু ধূপগুড়ি তে। বিএলও বাড়িতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮০ বছরের এক বৃদ্ধের। ঘটনায় সরব তৃণমূল। বিএলও বাড়িতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮০ বছরের এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বারোঘরিয়া অঞ্চলের বর্মনপাড়ার ১৭০ নম্বর বুথে। মৃতের নাম লালুরাম বর্মন (৮০)। যদিও ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। ভোটার তালিকায় নাম ছিল না ওই ব্যক্তির। এসআইআরে আতঙ্কে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জেলা কমিটির সদস্য ঈশ্বরচন্দ্র রায় বলেন, কাকতালীয়ভাবে বিএলও যখন ওই বাড়িতে ছিলেন, তখনই মৃত্যু হয় কালুরাম বর্মন নামে ওই ব্যক্তির। তবে এর সঙ্গে এসআইআরের কোনও সম্পর্ক নেই। ওই ব্যক্তি অনেক আগে বাংলাদেশ থেকে এসেছিলেন। কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। ভোটার তালিকায় নাম ছিল না তাঁর। ওই ব্যক্তি অনেক আগে থেকে অসুস্থ ছিলেন। মৃতের পরিবারের দাবি, লালুরাম অসুস্থ থাকলেও এসআইআর নিয়ে উদ্বিগ্ন ছিলেন。
9
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 07, 2025 03:36:02
Baruipur, West Bengal:পারিবারীক বচসা,বধুর কান ছিঁড়লো ভাসুর ক্যানিং - পারিবারীক বচসার জেরে এক বধুর কান ছিঁড়লো তাঁরই ভাসুরপো। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের চাঁদখালি এলাকায়। আক্রান্ত বধু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাম কানে পাঁচটি সেলাই হয়েছে।ঘটনা প্রসঙ্গে আক্রান্ত বধু অপর্ণা সরদার ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে চাঁদখালি এলাকার বাসিন্দা অনাদি সরদার। সম্পত্তি নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দীর্ঘদিন ধরে বচসা চলছিল। পরিবারের মধ্যে কথা কাটাকাটি চলছিল। অভিযোগ সেই সময় অপর্ণা সরদারের চুলের মুঠি ধরে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ভাসুর সহ তার পরিবার বলে অভিযোগ। । এমনকি তাঁর বাম কান ছিঁড়ে দেয়।সেই সময় আক্রান্ত বধুকে উদ্ধার করতে তাঁর স্বামী অনাদি সরদার এগিয়ে যায়। অভিযোগ তাঁকেও মারধর করা হয়।কোন রকমে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
14
comment0
Report
ABArup Basak
Nov 07, 2025 03:35:28
Mal Bazar, West Bengal:ওদলাবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬-৭টি দোকান... গতকাল রাতের অগ্নিকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওদলাবাড়ি বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৯টার সময় হাটের ভেতরের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ৬-৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সময় দোকানগুলো বন্ধ থাকায় আগুন নেভাতে সমস্যার মুখে পড়তে হয়। তবুও স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের তৎপরতায় আগুনের ভয়াবহতা কিছুটা হলেও কমানো সম্ভব হয়। দমকল কর্মীদের সহায়তায় প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে কয়েকটি মশলার দোকান, সব্জির দোকান এবং মুদিখানা দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। রাহুল শা, ক্ষতিগ্রস্ত দোকান মালিক বলেন, সব শেষ হয়ে গেলো দাদা। দোকানে অনেক মাল ছিল, কিছুই বাঁচাতে পারলাম না। এক মুহূর্তে সব ছাই হয়ে গেল।” বিপ্লব চৌধুরী, হাটের ইজারাদার বলেন, আমরা দমকলকে খবর দিই, কিন্তু ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে এই রকম দুর্ঘটনা ঠেকাতে বৈদ্যুতিক সংযোগগুলির দিকে বিশেষ নজর দিতে হবে।” স্থানিয় মানুষ রঞ্জিত সিং বলেন, “আগুন দেখেই আমরা সবাই দৌড়ে যাই। জল দিয়ে অনেক চেষ্টা করি আগুন নেভানোর, নইলে পুরো হাটটাই শেষ হয়ে যেত。”
13
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 07, 2025 03:21:45
Baruipur, West Bengal:পারিবারিক বচসার জেরে এক বধুর কান ছিঁড়লো তাঁরই ভাসুরপো। ক্যানিং - পারিবারীক বচসার জেরে ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের চাঁদখালি এলাকায় ভাসুরপো বধুকে বাম কানে পাঁচটি সেলাই করা হলো। আক্রান্ত বধু অপর্ণা সরদার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় বাম কানে পাঁচটি সেলাই হয়েছে। ঘটনার প্রসঙ্গে আক্রান্ত বধু অপর্ণা সরদার ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাঁদখালি এলাকার বাসিন্দা অনাদি সরদার। সম্পত্তি নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বচসা চলছিল। পরিবারে কথা কাটাকাটি চলছিল। অভিযোগ সেই সময় অপর্ণা সরদারের চুলের মুঠি ধরে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ভাসুর সহ তার পরিবার বলে অভিযোগ। তবে তাঁর বাম কান ছিঁড়ে দিয়েছে। সেই সময়ে আক্রান্ত বধুকে উদ্ধার করতে তাঁর স্বামী অনাদি সরদার এগিয়ে যান। অভিযোগ তাঁকেও মারধর করা হয়। কোন রকমে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধারে যান। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে আক্রান্তরা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
14
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 07, 2025 03:17:48
Baruipur, West Bengal:পারিবারীক বচসা,বধুর কান ছিঁড়লো ভাসুর ক্যানিং - পারিবারীক বচসার জেরে এক বধুর কান ছিঁড়লো তাঁরই ভাসুরপো। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের চাঁদখালি এলাকায়। আক্রান্ত বধু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাম কানে পাঁচটি সেলাই হয়েছে।ঘটনা প্রসঙ্গে আক্রান্ত বধু অপর্ণা সরদার ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে চাঁদখালি এলাকার বাসিন্দা অনাদি সরদার। সম্পত্তি নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দীর্ঘদিন ধরে বচসা চলছিল। পরিবারের মধ্যে কথা কাটাকাটি চলছিল। অভিযোগ সেই সময় অপর্ণা সরদারের চুলের মুঠি ধরে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ভাসুর সহ তার পরিবার বলে অভিযোগ। । এমনকি তাঁর বাম কান ছিঁড়ে দেয়।সেই সময়ে আক্রান্ত বধুকে উদ্ধার করতে তাঁর স্বামী অনাদি সরদার এগিয়ে যায়। অভিযোগ তাঁকেও মারধর করা হয়।কোন রকমে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে আক্রান্তরা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ。
14
comment0
Report
AGAyan Ghosal
Nov 07, 2025 03:17:07
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) রাতে এবং ভোরে হালকা শীতের পরশের প্রথম স্পেল রাজ্যজুড়ে। জাঁকিয়ে শীত ডিসেম্বরের আগে নয়। কারণ মাঝে একাধিক দফায় লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত বাWESTERN ঝঞ্ঝার বাধা আসতে পারে নভেম্বর জুড়é। ২) কনকনে ঠাণ্ডা পড়তে পারে জানুয়ারি মাসে। উত্তরের দার্জিলিং কালিম্পং জেলার সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিতে পারে দক্ষিণের উলুবেড়িয়া পুরুলিয়া পানাগড়। ৩) বড়সড় কোনো সিস্টেম তৈরি বা পরিস্থিতি পরিবর্তন না হলে আগামী অন্ততঃ ১০ থেকে ১২ দিন রাজ্যে আর বৃষ্টিাপাতের তেমন সম্ভবনা দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। ৪) মৌসম ভবন আউট লুক অনুয়ায়ী তাপমাত্রার খুব বেশি উত্থান পতন ছাড়াই নভেম্বর জুড়ে ভোরের দিকে হালকা হিমের পরশ এবং বেলায় মোটের ওপর স্বাভাবিক বা তার সামান্য নিচে থাকতে চলেছে দিন ও রাতের পারদ। ৫) কলকাতায় চলতি সপ্তাহের শেষ দিকে রাতের পারদ নামতে পারে ২০ ডিগ্রির ঘরে। আগামী সপ্তাহে বুধ বৃহস্পতি বার নাগাদ সেই তাপমাত্রা আরো সামান্য নেমে ১৮ বা ১৯ ডিগ্রি হতে পারে। ৬) উত্তরবঙ্গের পার্বত্য জেলায় এই সপ্তাহের শেষে পারদ সিঙ্গল ডিজিটে নামতে পারে। উত্তরের সমতল এবং ডুয়ার্সের জেলায় রাতের পারদ ঘোরাফেরা করতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে। ৭) পশ্চিমের জেলায় চলতি সপ্তাহান্তে পারদ নামতে পারে ১৬ ডিগ্রির ঘরে। আগামী সপ্তাহের মাঝামাঝি সেই পারদ আরো কিছুটা নেমে ১৩ থেকে ১৫ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। ৮) বড়দিনের মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার বাধা তৈরি না হলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে একেবারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা জাঁকিয়ে ঠাণ্ডার স্পেল পেতে পারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র।
14
comment0
Report
BSBarun Sengupta
Nov 07, 2025 02:45:59
14
comment0
Report
Advertisement
Back to top