Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

जामालपुर ब्लॉक में BLO-BLA के विरोध पर धमकी-घेरा, SIR फॉर्म वितरण को लेकर हंगामा

ALArup Laha
Nov 06, 2025 17:08:06
Belna, West Bengal
বাড়ি বাড়ি না গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে এসআইআর(SIR) এর ফর্ম বিলি করছিলেন বিএলও (BLO)।তা নিয়ে প্রতিবাদ করায় বিএলও-র চরম হুমকির মুখে পড়লেন বিজেপির বিএলএ(BLA)। শতাধিক লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে বিজেপির বিএলএ কে মারধর করা হবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বিএলও-র বিরুদ্ধে। এমন হুমকির ঘটনা নিয়ে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ধুলুক গ্রামের ৩৬ নম্বর বুথ এলাকায় ।বিএলও কে বহিস্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে বিজেপি-র বিএলএ জামালপুর থানা ও বিডিও-র দফতরে অভিযোগ দায়ের করেন।শুরু হয়েছে অভিযোগের তদন্ত।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Nov 06, 2025 18:31:44
Jainagar, Bihar:জয়নগর থানার মহিষমারি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। দুষ্কৃতীদের হাতে নিহত হলেন তৃণমূল কর্মী জয়ন্ত মণ্ডল (৪০)। তিনি জয়নগর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সূত্রের খবর, প্রতিদিনের মতো আজও তিনি মহিষমারি এলাকার এক ইটের ভাটায় ব্যবসার কাজে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে একাধিকবার কুপিয়ে খুন করে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত খুন বলেই মনে করছে পুলিশ। রাজনৈতিক যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরা পরিকল্পনা করে এই খুন ঘটিয়েছে। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামে টানটান উত্তেজনা, এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
14
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 06, 2025 18:31:15
Kolkata, West Bengal:বালি পাচার মামলায় ইডির প্রথম গ্রেফতার, একদিনের হেফাজতে ব্যবসায়ী অরুণ সরাফ বালি পাচার মামলায় প্রথম গ্রেফগ্রেফতার করল ইডি। ধৃত সল্টলেকের ব্যবসায়ী অরুণ সরাফ, যিনি জিডি মাইনিং কোম্পানির প্রাক্তন ডিরেক্টর। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গভীর রাতে গ্রেফতার করে ইডি। পরে তাঁকে মূখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হলে আদালত একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। আগামীকাল ফের তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, অরুণ সরাফ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে জিডি মাইন কোম্পানির ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে তদন্তে উঠে এসেছে, ওই সংস্থা ছাড়াও তিনি একাধিক কোম্পানির কন্ট্রোলার হিসেবে কাজ করতেন, যেখানে প্রচুর পরিমাণে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি ইডি-র। সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি টাকার বেআইনি বালি পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে। ইডি আইনজীবী আদালতে জানান,এই সমস্ত কোম্পানির অর্থের উৎস ও বণ্টন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দীর্ঘ সময়ের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই ১৪ দিনের ইডি হেফাজতের আবেদন জানানো হয়। যদিও আদালত আপাতত একদিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, অরুণ সরাফের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে। এই মামলায় প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। Bali পাচার মামলায় এই গ্রেফতারকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
12
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 06, 2025 18:01:34
Kolkata, West Bengal:এসআইআরের ফর্ম কীভাবে পূরণ করবে এই কথা বোঝাতে গিয়ে আক্রান্ত মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মন্ডল। মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জগন্নাথ নগর মেলাঘাটা এলাকায় আক্রান্ত বিজেপির ১০৩ নম্বর বুথের প্রেসিডেন্ট নাম সুপ্রিয়া মন্ডল। বিজেপি সূত্র জানাচ্ছে অনুপস্থিত ছিল তার কারণে ১৮ নম্বর ওয়ার্ড মহেশতলার ১০৩ নম্বর বুথের প্রেসিডেন্ট মানুষের সহায়ক হিসেবে এসআইআর সম্পর্কে বোঝাছিলেন। তারপর তিনি বাড়ি জগন্নাথ নগরে ফিরছিলেন সেই সময় মেলাঘাটা রেল লাইনের কাছে তার নির্দিষ্ট অভিযোগ ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরলোকজন তাকে রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে, মাথা রাস্তায় ঠুকে দেয় হাত-মুছে ধরে মারধর করে পাঁচ থেকে ছয় জন মিলে। তাকে বেধড়ক মারধর করে সেখানে ছেড়ে দেয়। তিনি মহেশতলা থানায় অভিযোগ করেন, সেখান থেকে তাকে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। বিশেষ করে বিদ্যাসাগর হাসপাতালে তার সিটি স্ক্যান হয়েছে এবং দুবার বমি হয়েছে মাথায় আঘাত রয়েছে তাই বিদ্যাসাগর হসপিটাল থেকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হচ্ছে। এই ঘটনার কারণে আতঙ্কিত বিজেপির বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মণ্ডল।
14
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 06, 2025 18:00:52
14
comment0
Report
ALArup Laha
Nov 06, 2025 17:08:21
Belna, West Bengal:লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েকটি বাড়ি থেকে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম মানারুল শেখ ওরফে মণি। মুর্শিদাবাদের রেজিনগর থানার শক্তিপুরে তার বাড়ি। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২০ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১টা নাগাদ নিজেকে লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে তল্লাশির নাম করে অভিযুক্ত মেমারি থানার ভৈটা গ্রামের বাসিন্দা কাকলি হেমব্রমের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে পরিবারের সবাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। এমনকি মারধর করারও কথা বলে সে। ভয় পেয়ে কাকলি তাকে ১ হাজার টাকা দেন। এরপর এলাকার আরও কয়েকটি বাড়িতে যায় মানারুল। সেখানেও সে একইভাবে টাকা দাবি করে। তার গতিবিধি দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। তারা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। চাপের মুখে ভেঙে পড়ে সে নিজের পরিচয় দেয়। সে যে লালবাজারের অফিসার নয় তাও স্বীকার করে নেয় সে। এরপরই তাকে আটকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে কাকলির অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এবং ভুয়ো পরিচয় দেওয়ার ধারায় মামলা রুজু করে থানায়;
14
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 17:07:52
Chinsurah, West Bengal:গৃহস্থের বাড়িতে ডিজিটাল মিটারरे কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগ,সিঙ্গুরে পুলিশের জালে তিনজন। সিঙ্গুর থানার দেওয়ান ভেরী গ্রামের সমীর পাঁজার বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে অস্বাভাবিকতার লক্ষ্য করেন ডব্লিউবিএসইডিসিএল এর কর্মিরা।ঘটনার তদন্তে যান আধিকারীক।বুঝতে পারেন ডিজিটাল মিটারে কিছু কার সাজি করা হয়েছে।যার ফলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার থেকে অনেক কম বিদ্যুৎ মিটারে উঠছে।ছয় মাস ধরে এই জিনিস চলছিল।এরপরই গত ১৫ অক্টোবর সিঙ্গুর বিদ্যুৎ দপ্তরের আধিকারীক অনুপ দে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। আজ সন্ধায় সিঙ্গুর থানায় হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানান,ঘটনার তদন্তে নেমে সমীর পাজাকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই চক্রে আরো দুজন রয়েছে।একজন জাঙ্গিপাড়া রশিদপুরের জানকি দে আরেকজন উত্তর ২৪ পরগনা জগদ্দল এর মনোজ ঘোষাল। মূলত যে সার্কিট এর মাধ্যমে মিটারে বিদ্যুৎ খরচের জানা যায় সেই সার্কিটেই কারসাজি করে এই বিদ্যৎ চুরি চলত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। জানকি এই চক্রে মিডিল ম্যান সে মনোজকে ভাড়া করেছিল ১৫ হাজার টাকার বিনিময়ে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন,ধৃত তিনজনকে চার দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কেউ যুক্ত আছে কিনা আরো অন্য কোথাও এই ধরনের বিদ্যুৎ চুরি করেছে কিনা এগুলো জানার চেষ্টা চলছে।।
14
comment0
Report
SMsoma maity
Nov 06, 2025 17:07:37
Murshidabad, West Bengal:সাগরপাড়ায় থানার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছিল। সেখানে আরো বোমা লুকিয়ে রাখা হয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সকালে সাগরপাড়া থানার খয়েরতলা টিকটিকিপাড়া এলাকায় বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হয়েছিল। তারপর সেখানে ডগ স্কোয়াড নিয়ে এসে তল্লাশি চলছে। প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে ডোমকলেরে এসডিপিও আইপিএস শুভম বাজাজ সহ বিশাল পুলিশ বাহিনী। সেখানে ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খয়েরতলা টিকটিকিপাড়া এলাকায় পদ্মা নদীর তীরে মেটাল ডিটেক্টর দিয়েও তল্লাশি চলছে। একেবারে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি বোমার জায়গা ঘিরে রেখেছে পুলিশ। উল্লেখ্য,দিন কয়েক আগে জেলা পুলিশ সুপার কড়া নির্দেশ দিয়েছে,বোমা তৈরি এবং বোমার সরঞ্জাম উদ্ধার করতে করতে হবে। সেইমত জোরদার উদ্ধার চলছে। যে কোন জায়গায় বোমা উদ্ধার করতে তৎপর জেলা পুলিশ。
14
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 17:07:17
Chinsurah, West Bengal:তিনি জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত! ডানকুনির ১৯ নম্বর ওয়ার্ডের মিলনী এলাকার ২২৪ নম্বর বুথের বাসিন্দা ছায়া ঘোষ জীবিত রয়েছেন বর্তমানে তার বয়স ৮৪ বছর বয়স। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ বিছানাস শয্যাশায়ী。 এসআইআর এর কাজ চলছে।বাড়ি বাড়ি ফর্ম দিতে গিয়ে বর্তমান ভোটার তালিকা দেখে বিএলও জানতে পারেন ছায়া ঘোষের নাম ডিলিট করা হয়েছে。 তৃনমূলের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবিরুল আলমের অভিযোগ বিজেপি বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে।তবে ডানকুনির ছায়া ঘোষের নাম বাদ যাওয়ার ক্ষেত্রে বাড়ির ভুল থেকে হয়েছে।নিশ্চই নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি দেখবেন。 বিজেপি কৃষ্ণেন্দু মিত্রর দাবী,রাজ্য নির্বাচন কমিশন এই ভোটার তালিকা প্রকাশ করেছিল।এটা তাদেরই ভুল।
14
comment0
Report
MMManoranjan Mishra
Nov 06, 2025 15:35:20
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহরে আয়োজিত বিজেপির পরিবর্তন সভায় যোগ দিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহার প্রতিক্রিয়া .... ১) জলপাইগুড়িতে তিস্তা বাঁধের ওপর ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে। এবিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূল BLO দের ভয় দেখিয়ে তাদের মতো কাজ করাচ্ছে । আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো যে সমস্ত BLO রা নিয়ম বহির্ভুত কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেন নেওয়া হয় । ২) কান্দির পর বহরমপুরে এসআইআর আতঙ্কে আত্মহত্যা এক ব্যক্তির! এবিষয়ে রাহুল সিনহা বলেন, SIR আতঙ্কে কেউ মরেনি । তৃণমুলের আতঙ্কে করছে । এর জন্য খুনি তৃণমূল । ৩) কসবা বিধানসভা কেন্দ্রের তপসিয়ার জিজে খান রোডে নথি পুড়ে যাওয়ার কারণ ১২০ জনের কোনও নথি নেই। সমস্যায় BLO রাও। এবিষয়ে রাহুল সিনহা বলেন, নথি কোথাও না কোথাও থাকবে । যদি না থাকে তাহলে নির্বাচন কমিশনে আবেদন করার জায়গা আছে।  কিন্তু রাস্তার দাঁড়িয়ে SIR এর প্রতিবাদ করা বরদাস্ত করা যায় না ।
14
comment0
Report
MMManoranjan Mishra
Nov 06, 2025 15:34:52
Purulia, West Bengal:৪) শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন অনৈতিকভাবে কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র বিলি করা হচ্ছে । এবিষয়ে রাহুল সিনহা বলেন, কলকাতায় শুধু নয়, বেশ কিছু তৃণমূল পরিচালিত পুরসভায় অবৈধভাবে জন্ম শংসাপত্র দেওয়ার কাজ চলছে । বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্ম শংসাপত্র দেওয়ার কাজ চলছে। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। ৫) SIR আবহে কলকাতা ছেড়ে যাচ্ছেন অনুপ্রবেশকারীরা। ফাঁকা হচ্ছে নিউটাউন ইকো পার্কের বনবিবিতলা বস্তি। এবিষয়ে রাহুল সিনহা বলেন, SIR শুরু হওয়ার পর তৃণমূল যেমন ভয়ভীত হয়েছে । তেমনি রোহিঙ্গাদের ভেতরেও ভয় ঢুকেছে । তারাই এখন পালিয়ে বেড়াচ্ছে । ৬) কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বিএলএকে জুতোর মালা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবিষয়ে রাহুল সিনহা বলেন, যারা এসব কাজ করছে তারা আইনের চোখে অপরাধী । তারা সবাই তৃণমূল কংগ্রেসের লোক। যারা এরকম কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি দেওয়া উচিত।
14
comment0
Report
PDPradyut Das
Nov 06, 2025 15:34:05
Jalpaiguri, West Bengal:রাজ্যের নির্দেশে জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভায় ব্যাপক রদবদল করা হল। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সৈকত চ্যাটার্জি‌। এর আগে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন ছিলেন পাপিয়া পাল। ভাইস চেয়ারম্যানের‌ পদে‌ ছিলেন সৈকত। তাঁর জায়গায় চেয়ারম্যান ইন কাউন্সিল পদে থাকা সন্দীপ মাহাতোকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের নির্দেশে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মনোজ রায়। এর আগে‌ ময়নাগুড়িতে‌ চেয়ারম্যান পদে ছিলেন অনন্তদেব‌ অধিকারী‌। কাউন্সিলর সোমেশ সান্যাল (ঝুলন) কে এবার ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে মালবাজার পুরসভায় ইতিমধ্যেই চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছিল উৎপল ভা‌দু‌রীকে। তবে গত কয়েকমাস ধরে ভাইস‌ চেয়ারম্যানের পদ খালি ছিল। এবার ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছেন কাউন্সিলর মিলন ছেত্রী। সবমিলিয়ে জলপাইগুড়ি জেলার মোট তিনটি পুরসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করা হল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় জলপাইগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে তিনটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নামের তালিকা ঘোষণা করেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। উপস্থিত ছিলেন আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক‌ বরাইক‌, তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, সহ সভাপতি গৌতম দাস প্রমুখ।
14
comment0
Report
ALArup Laha
Nov 06, 2025 15:33:51
Belna, West Bengal:এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় দিনেই উত্তেজনা ছড়াল বর্ধমান শহরে। বৃহস্পতিবার শহরের ২৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বুথ এলাকায় বিজেপির বিএলএ (বুথ লেভেল এজেন্ট)কে মারধর ও হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল নেতা কাঞ্চন কাজির ভাই হিরণ কাজির নেতৃত্বে বিজেপির বিএলএ অজয় আইচের উপর হামলা চালানো হয়। তাঁকে বাঁচাতে গেলে বিজেপি কর্মী বাপী রায়কেও মারধর করা হয় বলে দাবি। বাপী রায়ের অভিযোগ, “বিএলওর সঙ্গে আমাদের বিএলএ কথা বলছিলেন। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে টানাহ্যাঁচড়া করে, তারপর চড়-থাপ্পর মারে। আমাকে ফেলে বুকে, গালে, লাথি মেরে মারধর করা হয়। পরে বাড়িতেও গিয়ে হুমকি দেয়, তৃণমূলের কার্যালয়ে দেখা না করলে বাড়ি ভাঙবে।” এই ঘটনার পর বিজেপি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তায়ের অভিযোগ, “বিজেপির বিএলএ হিসেবে কাজ করায় হামলা চালানো হয়েছে। তৃণমূল চাইছে শুধু তাদের লোকেরাই বুথে থাকুক। এমনকি মারধরের পর বাড়িতেও হামলার চেষ্টা হয়েছে。” অন্যদিকে, ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী কাঞ্চন কাজি অভিযোগ অস্বীকার করে বলেন, “মিথ্যা অভিযোগ করছে বিজেপি।” তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানান, “বিজেপি অনেক সময়ই ভিত্তিহীন অভিযোগ করে। আমরা দলের পক্ষ থেকে স্পষ্ট বলেছি, কোনো বৈধ ভোটারের নাম তোলায় বাধা দেওয়া যাবে না। কেউ যদি অন্যায় করে থাকে, আইন তার পথেই চলবে。” বাইট ১- বাপি রায়(বিজেপি কর্মী), বাইট ২- অভিজিৎ তা (জেলা সভাপতি, পূর্ব বর্ধমান সদর জেলা বিজেপি), বাইট ৩- বাগবুল ইসলাম (তৃণমূল নেতা)।
14
comment0
Report
Advertisement
Back to top