Back
मेदिनिपुर नगर निगम में वेतन संघर्ष से सेवाएं डगमगा गईं
CDChampak Dutta
Dec 21, 2025 04:54:20
Kaji Chak, West Bengal
*সময় মতন বেতন এবং বেতন বৃদ্ধির দাবিতে এক সপ্তাহ ধরে লাগাতার বিক্ষোভ আন্দোলনে অচল মেদনীপুর পৌরসভা।ভোগান্তি শহরবাসীর।বিনিয়ম ভাবে একাধিক কর্মী নিয়োগের অভিযোগ বিরোধীদের। সেই জন্যেই বেতন সমস্যা দেখা দিয়েছে। শীঘ্রই সমাধান হবে আশ্বাস পৌরসভার চেয়ারম্যানের।বেহিসেবি কর্মী নিয়োগের অভিযোগ পেয়েছি প্রশাসনিক স্তরে তার ব্যবস্থা নেওয়া হবে দাবি মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার।*
সময় মতন বেতন দিতে পারছেনা মেদিনীপুর পৌরসভা,নিয়মিত বেতন এবং বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে একের পর এক আন্দোলনে সামিল বিভিন্ন পৌর কর্মচারী সংগঠন, আন্দোলন ধর্মঘটের জেরে এক সপ্তাহ ধরে লাগাতার কাজ বন্ধ রয়েছে পৌরসভার, ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরবাসীকে।বঞ্চিত থাকতে হচ্ছে পৌর পরিষেবা থেকে। প্রশাসনিক কাজ তো হচ্ছেই না তার উপর রাস্তার উপরে ইতিমধ্যেই ময়লা আবর্জনা জমতে শুরু করে দিয়েছে। এই নিয়ে অতিরিক্ত নিয়োগ কেই দায়ী করছে শাসক বিরোধী সবাই। বিরোধীদের দাবি মেদিনীপুর পৌরসভার অবস্থা ভাড়ে মা ভবানী। যেকোনো সময়ে ন্যাচারাল ডেথ বা তালা বন্ধ হয়ে যেতে পারে পৌরসভা।*
প্রথমে সময় মতন পেনশন না পাওয়ায় আন্দোলনে নেমেছিলেন মেদিনীপুর পৌর পৌর কর্মচারীরা। এরপর গত সোমবার থেকে
একাধিক দাবি নিয়ে মেদিনীপুর পৌর বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল মেদিনি-পুর পৌর কর্মচারী ঐক্য সংগঠন। টানা তিনদিন মেদিনীপুর পৌরসভার মধ্যে বিক্ষোভ অবস্থানে বসে। কাজ বন্ধ হয়ে গেছিল সমস্ত দপ্তরে। তাদের দাবি গত ১৩ই ডিসেম্বর বোর্ড মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শেতপত্র আকারে প্রকাশ করতে হবে, বেতন বৈষম্য দুর করতে হবে। স্থায়ী কর্মচারীদের ১ তারিখে বেতন দিতে হবে, অস্থায়ী কর্মচারীদের ৭ তারিখের মধ্যে বেতন মিটিয়ে দিতে হবে। বেতন বৃদ্ধি করতে হবে। তাদের আরো দাবি কোন দপ্তরে কতজন কাজ করছে তার তালিকা প্রকাশ করতে হবে। এছাড়াও তাদের একাধিক দাবি রয়েছে। তাদের বক্তব্য ছিল যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের বিক্ষোভ অবস্থান চলবে। পরে সংগঠনের নেতৃত্বদের সঙ্গে পৌর আধিকারিকদের বৈঠকের পরে আশ্বাস পেয়ে তারা অবস্থন বিক্ষোভ তুলে নেয়। এখানেই শেষ নয়, পৌর কর্মচারী ঐক্য সংগঠনের আন্দোলন প্রত্যাহারের পরের দিন বৃহস্পতিবার থেকেই পৌরসভার গেট আটকে ধর্মঘট শুরু করে দেয় সাফাই কর্মীরা। ফলে বর্তমানে ফের অচল অবস্থা সৃষ্টি হয়েছে মেদিনীপুর পৌরসভায়। পৌর কর্মচারীরা ঢুকতে পারেনি অফিসে ফলে অফিসের কাজ বন্ধ হয়ে রয়েছে। এর পাশাপাশি সাফাই কর্মীরা কাজ না করায় শহরের যত্রতত্র জমেছে ময়লা আবর্জনা। এইরকম আর কয়েকদিন চলতে থাকলে মেদিনীপুর শহর জুড়ে ভ্যাট গুলোতে উপচে পড়বে আবর্জনা। ইতিমধ্যেই রাস্তার উপরে উঠে এসেছে আবর্জনা।
মেদিনীপুর পৌরসভার বিরোধী কংগ্রেস কাউন্সিলর মোঃ সাইফুল বলেন, যারা পৌর প্রশাসক হিসেবে আছেন তারা এই পুরো বোর্ড পুরোপুরি চালাতে ব্যর্থ হয়েছে। তারা নিজেদের স্বেচ্ছাচারিতা এবং নিজেদের স্বজন পোষণের জন্য নিজেদের লোক ঢুকিয়েছেন। আগে পৌরসভার পাঁচ থেকে ছয় কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা ছিল। সেই টাকাটাও এখন শেষ করে দিয়েছে। যেখানে আগে ৪০০ কর্মচারী ছিল সেখানে এখন হাজারেরও বেশি শ্রমচারী নিয়োগ হয়েছে। কারো সঙ্গে কথা না বলে নিজেরা নিজেদের αποφ(দেখ) সিদ্ধান্ত নিয়ে থাকেন। মানুষের আশা-আশা নিয়ে এদের ক্ষমতায় এনেছিল তাদের কথা না ভেবে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে। এরফলে মেদিনীপুর পৌরবাসী সমস্যার সম্মুখীন হচ্ছে। পৌরসভার এই বোর্ড ৫ বছর চলতে পারবে না, পানীয়-সরকারী তালা লাগতে বাধ্য। যেভাবে ওনারা ডিক্টেটারশিপ করে পুরো বোর্ড চালাচ্ছিলেন একসময় এসে বন্ধ হয়ে যাবে। কারণ এভাবে দীর্ঘদিন চলতে পারেনা আর্থিক তছরুপ হয়েছে এইসব কেলেঙ্কারির তদন্ত হওয়া দরকার। আমরা বারংবার বিভিন্ন জায়গায় জানিয়েছি মহকুমা Shasak, জেলাশাসক, এমনকি রাজ্য সরকারকেও চিঠি লিখে জানানো হয়েছে এবং আরটিআই করেছি কিন্তু কোন কিছুর রিপ্লাই দেওয়া হয়নি।
বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুচ্ছাইত বলেন, মেদিনীপুর পৌরসভা কে পরিকল্পিতভাবে অচল করছে তৃণমূলের কাউন্সিলর এবং চেয়ারম্যান। পৌরসভাটা কাটমানি তোলা মেশিনে পরিণত হয়ে গিয়েছে। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই পিছন দরজা দিয়ে পৌরসভায় বেনিয়ম ভাবে কর্মচারী নিয়োগ করা হয়েছে। ড্রেন পরিষ্কার হয়নি আবর্জনায় ভরে গেছে মেদিনীপুর শহর। যে পৌরসভা চলছে তা মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করার পৌরসভা। আজ মেদিনীপুরের শহরের মানুষ হাত কামড়াচ্ছেন তারা বলছেন ভুল করেছিলাম 2022 সালে এই কাটমানি খোর তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যানের হাতে পৌর বোর্ড তুলে দিয়ে।
মেদিনীপুর মিউনিসিপ্যাল পেনসেনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবু পানিগ্রাহী বলেন, পৌরসভার অচলাবস্থার জন্য দায়ী কাউন্সিলররা। কারণ কাউন্সিলাররা অফিসে ঢুকে ভাঙচুর করছে কাউন্সিলররা অবস্থান বিক্ষোভ করছে। পৌরসভা আজকে যে জায়গায় দাঁড়িয়ে গিয়েছে দায়িত্ব নিয়ে বলছি পৌরসভার ন্যাচারাল ডেথ হতে বাধ্য। পেনসোনার্স দের অবস্থা খুবই খারাপ। কারো ক্যান্সার হয়েছে কারো দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ওষুধ খেতে পারছে না। মাসের কখনো বাইশ তারিখ কখনো ২৪ তারিখ কখনো ১৬ তারিখ পেনশন হচ্ছে। সময় মতন পেনশন দিতে পারছে না। গ্রাচুইটি এক বছরে আড়াই কোটি টাকা বাকি হয়ে রয়েছে। অস্থায়ী কর্মচারীদের কে বেতন দিতে পারছে না। আজকের দৈনন্দিন কখনো পেনশনভোগীরা পেনশন পেতেন। এখন ধারদেনা করে সবার পেমেন্ট করার পর পেনশনভোগীরা পেনশন পাচ্ছেন মাসের প্রায় শেষের দিকে। সেই সঙ্গে তিনি বলেন তাঁদের দল অন্যায় কে প্রশ্রয় দেয় না। প্রত্যেকটা জায়গায় দেখেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়কে বরদাস্ত করে না যে অন্যায় করবে তার শাস্তি হবে শুধুমাত্র এখান থেকে সঠিক খবরটা যাচ্ছেনা যে কি হচ্ছে এখানে।
সাফাই কর্মী ইউনিয়নের সম্পাদক তপন মুখার্জি বলেন, গত ১২ই নভেম্বর আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছিলাম কারণ উৎসবের মরশুমে এই সাফাই কর্মীরা এবং অন্যান্য পরিষেবা দানকারী শ্রমিকেরা শহরটাকে অনেক উন্নত অবস্থায় নিয়ে গিয়েছিল। সবাই আনন্দের সাথে উৎসব পালন করতে পেরেছিলেন। কিন্তু এরা বেতন পায়নি বোনাস পায়নি তারা অধিকারগুলো পায়নি। বেতন পাওয়া এবং বেতন বৃদ্ধির দাবিতে সেই সময় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছিলাম। সেটা সমাধান হয় ১৭ ই নভেম্বর চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন অবিলম্বে বোর্ড মিটিং ডাকা হবে সেখানে বেতন বৃদ্ধি করা হবে এবং এবং আমাদের সংগঠনের নেতৃত্ব কেও ডাকা হবে। উনারা বোর্ড মিটিং করেছেন আমাদের শত শত কর্মচারীদের কে আড়ালে রেখে করেছেন। আমরা সেই কারণে গত তিনদিন ধরে আবার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি কারণ চেয়ারম্যান প্রতিশ্রুতি রক্ষা করেননি। শুক্রবার বিকেলেও পৌর বোর্ডের বৈঠক হয়েছে কিন্তু সেখানেও কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি সেই কারনের জন্যই আমরা ধর্মঘট অব্যাহত রেখেছি। যতক্ষণ না বেতন বৃদ্ধি হচ্ছে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ এই আন্দোলন আমাদের চলবে। পরিষেবা আপাতত বন্ধ থাকবে। বোর্ডকে প্রশাসনের সহযোগিতা সরকারের সহযোগিতা নিয়ে এই সমস্যার সমাধান না করলে পরিষেবা অব্যাহত রাখা খুবই মুশকিল ব্যাপার বলেই তিনি মনে করেন।
মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান, সমস্যা হয় এবং সমাধানও করতে হয়। সমস্যা হয়েছে তা অল্পদিনের মধ্যেই মিটে যাবে। বিরোধীরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজেরই বিরোধিতা করে। এটা নতুন নয়। আমরা পুরস্কृत হয়েছি। ভালো কাজ সাফল্যের সাথে কাজ করতে গেলে কিছু লোক নিয়োগ করতে হয়। বিভিন্ন স্কিম জেগুলো চলছে সেই স্কিমেই লোক নিয়োগ করা হয়েছে। তবে তিনি মানছেন মেদিনীপুর শহরে প্রচুর ট্যাক্স বাকি রয়েছে। সেই বকেয়া ট্যাক্স আদায় শুরু হয়ে গিয়েছে। আমাদের এই কাজ এবং অগ্রগতি দেখে বিরোধীরা ঈর্ষান্বিত হচ্ছে, সেই জন্যেই বিরোধীরা এইরকম মন্তব্য করে আমাদের পৌরসভা এবং আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের গতিকে শ্লথ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে।
মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, আমি একজন শহরের নাগরিক হিসেবে এটুকু বলতে পারি যে দ্রুততার সাথে কোথায় সমস্যা হচ্ছে পুরসভার পৌর পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য এবং অগ্রণী ভূমিকা নেয় সেই কর্মচারীদের সাথে বসে দ্রুততার সাথে যারা পৌর আধিকারিক রয়েছেন এবং যারা পৌরসভার বোর্ড পরিচালনা করছেন তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে এই সমস্যাগুলো দ্রুততার সাথে নিরশন করে যাতে কাজের পরিবেশ ফিরে আসে পৌরসভার পৌর পরিষেবা ২লক্ষ ২০ হাজার মানুষ পায় সেটা গুরুত্ব দিয়ে দেখা। অতিরিক্ত কর্মচারী নিয়োগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কাউন্সিলর ইতিমধ্যেই আমার কাছে অভিযোগ পত্র জমা They've been making decisions without consulting anyone. The text is long; cleaned enough.
ছবি বাইট 2c তে
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KAKAYESH ANSARI
FollowDec 21, 2025 06:02:060
Report
DGDebabrata Ghosh
FollowDec 21, 2025 06:01:500
Report
CDChampak Dutta
FollowDec 21, 2025 06:01:340
Report
ASAyan Sharma
FollowDec 21, 2025 05:48:090
Report
ASAyan Sharma
FollowDec 21, 2025 05:47:540
Report
AGAyan Ghosal
FollowDec 21, 2025 05:46:050
Report
AMArkodeepto Mukherjee
FollowDec 21, 2025 05:34:25Kolkata, West Bengal:Bhaichung Bhutia speaks exclusively on Messi massacre
0
Report
BCBasudeb Chatterjee
FollowDec 21, 2025 05:34:130
Report
BSBarun Sengupta
FollowDec 21, 2025 05:33:480
Report
NRNarayan Roy
FollowDec 21, 2025 05:32:380
Report
AMArkodeepto Mukherjee
FollowDec 21, 2025 05:02:070
Report
BSBidhan Sarkar
FollowDec 21, 2025 05:01:560
Report
PDPradyut Das
FollowDec 21, 2025 04:55:020
Report
PSPrasenjit Sardar
FollowDec 21, 2025 04:54:450
Report