Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

दार्जीलिंग क्रिसमस-न्यू ईयर पर रोशनी से जगमगा उठा; चर्च भी जगमग

KAKAYESH ANSARI
Dec 21, 2025 06:02:06
Darjeeling, West Bengal
Darjeeling town and church were decorated with lights by the state government as Darjeeling remained in festival mood with tourists enjoying. This year the state government decorated Darjeeling with lights, especially around Mall (Chowrastha), the main attraction for tourists, and along the main road from the Railway Station to the Bus Station during the festival season of Christmas and New Year. Like every year, churches were decorated with lights; this year the attraction is St Andrews Church near Mall, where tourists and locals are clicking photos. Since yesterday, all the churches have started lighting, making Darjeeling look very nice. Tourists are enjoying the morning view of Kanchenjunga and the evening the colorful lights around the town. Byte of Tourist: 'We are enjoying the lights and we think the festival season has started in Darjeeling and we feel lucky to be here.' Byte of Local: 'I came after 2 years to my home and I feel very happy that this year the whole town is decorated with lights and I am enjoying it and clicking photos.'
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Dec 21, 2025 07:49:11
Chinsurah, West Bengal:বেআইনি ভাবে ভারতে বসবাস,বাংলাদেশী যুবক গ্রেফতার হুগলির পান্ডুয়ায়। ওপার বাংলায় অস্থির পরিস্থিতি এপার বাংলায় এসআইআর আবহে পান্ডুয়ার তিন্না দক্ষিণপাড়া এলাকা থেকে এক বাংলাদেশী অনুপ্রবেশকারী কে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ。 পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ধৃত যুবকের দাবী, বছর তিনেক আগে দালাল মারফত Kolkataতে এসেছিলেন। কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকতেন। বেশ কিছুদিন হল পান্ডুয়ার তিন্না এলাকায় এসেছিলেন।স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে। তার কাছে ভিসা বা পাসপোর্ট کچھ ছিল না বলে জানা গেছে। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানান,বাংলাদেশের বাসিন্দা এখানে অবৈধ ভাবে ছিলেন।तাকে ग्रেফতার করা হয়েছে।কি কারনে পান্ডুয়ায় এসেছিলেন তা দেখা হচ্ছে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 21, 2025 06:50:56
Baruipur, West Bengal:গোসাবায় নদীবাঁধ ভেঙে প্লাবিত চাষের ক্ষেত ক্যানিং - অমাবস্যার কোটালে নদীবাঁধ ভেঙে প্লাবিত হল একাধিক চাষের ক্ষেত। গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের ছোট মোল্লাখালি পঞ্চায়েতের ৮ ও ৯ নম্বর কালিদাসপুর সংযোগস্থলে।ক্ষতি হয়েছে একাধিক ধানর ক্ষেত ও সবজি ক্ষেত। স্থানীয় সুত্রে জানা_gয়েছে সুন্দরবন এলাকার কাপুরা নদী।কালিদাপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে।শনিবার গভীর রাত। নদীতে তখন জোয়ার শুরু হয়েছিল। অপরদিকে অমাবস্যার কোটাল। নদীতে জলস্তর বাড়ছিল। গভীর রাতে আচমকা কালিদাসপুর ৮ ও ৯ গ্রামের সংযোগস্থলের কাপুরা নদীবাঁধে ধস নামে। মুহূর্তে প্রায় ২০০ ফুট নদীবাঁধ ভেঙে গ্রামের মধ্যে নদীর লবণাক্ত জল ঢুকে পড়ে। সাধারণ মানুষজন জানতে পেরে রাতে খবর দেয় সেচ দফতরের আধিকারিদের। ঘটনাস্থলে হাজীর হয় সেচ দফতরের আধিকারিক ও গ্রামবাসীরা।রাতের অন্ধকারে জেসিবি গাড়ি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজ শুরু হয়। বর্তমানে নদীবাঁধ মেরামতি হলেও শঙ্কায় রয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় ছোটমোল্লাখালি গ্রাম পঞ্চায়েত উপ প্রধান তারক ঘরামী জানিয়েছে,কাপুর নদীর ২০০ ফুট বাঁধ ভেঙে গ্রামের মধ্যে লবণাক্ত জল ঢুকে পড়ে। ক্ষতি হয় একাধিক ধানক্ষেত ও সবজি ক্ষেত। স্থানীয় মানুষজন ও সেচ তফতরের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধের মেরামতির কাজ শুরু হয় রাতেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 21, 2025 06:48:36
Jalpaiguri, West Bengal:কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। জলপাইগুড়িতে এক মহিলা পরীক্ষার্থীকে পিষে দিল দশ চাকার ট্রাক। আজ সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে জলপাইগুড়িতে পরীক্ষা দিতে আসছিলেন ঘুঘুডাঙার সাহাপাড়ার বাসিন্দা মাধবী সরকার (২৪)। বাইকে তাঁদের চার বছরের শিশুকন্যাও ছিল সঙ্গে। কুয়াশার জেরে সামনে কিছু দেখা যাচ্ছিল না। এই অবস্থায় সরদারপাড়ার কাছে আচমকা পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে ট্রাক। স্বামী ও সন্তান রক্ষা পেলেও ছিটকে পড়ে যান মাধবী সরকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে। গ্রেপ্তার চালক। ঘটনার স্থানেই জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 21, 2025 06:45:37
Siliguri, West Bengal:শীতের মরসুম শুরু হতেই চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গির পাদুরভাব! জমা জলে এডিস মশার লাভা! ভয় বাড়াচ্ছে শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ির অর্ড চা বাগানে। গত ৫,৬ দিনে ৫ জন শ্রমিক ডেঙ্গিতে আক্রান্ত, যা আতঙ্কের পরিবেশ তৈরি করছে নক্সালবাড়ির অর্ড চা বাগানের শ্রমিকদের মধ্যে। ডেঙ্গি রুখতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর ব্লক ও স্থানীয় প্রশাসন বাড়িতে বাড়িতে জমা জল না রাখার একদিকে যেমন পরামর্শ দিচ্ছেন, তেমনি সন্ধ্যার পর মশারি ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছে। একাধিক বাড়িতে মিলছে ডেঙ্গির লাভা। অসচেতনতার ওভাবেই রোগের বিস্তার বাড়ছে বলে ধারণা চা শ্রমিকদের মধ্যে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জমা জল সরিয়ে ফেলার পাশাপাশি ফগিং স্পের কাজ চলছে জোর কদমে। ডেঙ্গি রোগ ঠেকাতে বাগানে নানাজায়গায় লিফলেট বিলি করতে দেখা যাচ্ছে স্বাস্থ্য দফতরের ভিআরপি টিমকে। তারবিরেও আতঙ্ক পিছু ছাড়ছে না বাগান শ্রমিকদের। ইতিমধ্যেই ৫ জন আক্রান্তের মধ্যে ৪ জনকে ঘরে quarantine করা হয়েছে এবং আরেক চা শ্রমিক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডেঙ্গি খবর পাওয়া পরেই আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। চা বাগানে শ্রমিকদের সচেতনতার জন্য গ্ৰাম পঞ্চায়েতের ভিআরপি টিমসহ স্বাস্থ্য কর্মীরা ঘরে ঘরে পরিদর্শন করছেন। সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতরের দল এলাকায় ঘুরে দেখে কীভাবে ডেঙ্গি থেকে অর্ড চা বাগানকে মুক্ত করা যায় তার জন্যে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান আপার বাগডোগরা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 21, 2025 06:01:50
Howrah, West Bengal:মর্মান্তিক দুর্ঘটনা।লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর।দুর্ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভিতে। হাওড়ার জগৎবল্লভপুরে লরির চাকায় ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর।গতরাতে ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বড়গাছিয়া লেভেল ক্রসিংয়ের কাছে।।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পণ্যবাহী লরি দ্রুত গতিতে বড়গাছিয়ার দিক থেকে জগৎবল্লভপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বড়গাছিয়া লেবেল ক্রসিংয়ের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শেখ আনোয়ার আলী। তিনি মুন্সিরহাট কৃষ্ণ নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা।ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে আটক করেছে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।ঘাতক লরিটিকে আটক করা সম্ভব হলেও চালক পলাতক।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 21, 2025 06:01:34
Kaji Chak, West Bengal:জেলায় দেড় কোটির প্রস্তাব পাঠিয়েও মিলেনি অনুমোদন।বন্যায় ভেঙে যাওয়া কংক্রিটের কালভার্ট নিজস্ব তহবিল থেকে মেরামত করলো ঘাটাল পঞ্চায়েত সমিতি।ছমাস আগে বন্যায় ভেঙ্গেছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার সাথে সংযোগকারী প্রায় ২০০ ফুটের কংক্রিটের কালভার্ট।সেসময় রাজ্য ও জেলা প্রশাসনের যৌথ টিম ওই ভাঙা কালভার্ট পরিদর্শন করেছিল।জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে যাওয়া কালভার্টের জায়গায় নতুন করে ফুটব্রীজ তৈরির জন্য ঘাটাল মহকুমাশাসকের মাধ্যমে দেড় কোটি টাকার প্রস্তাবও পাঠানো হয়।সেই প্রস্তাবে অনুমোদন না মেলায় সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ মেটাতে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে অস্থায়ীভাবে কালভার্ট মেরামতের কাজ করা হল।ঘাটাল ব্লকের অজবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাদহ পান্না এলাকায় গড়খাই খালের উপর ভেঙ্কে যাওয়া কালভার্টটি কয়েকদিন আগে মেরামতের কাজ সম্পন্ন করে ঘাটাল পঞ্চায়েত সমিতি।পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর জানান,'আমরা অত্যন্ত কষ্টের মধ্যেই আছি কারণ এবার ঘাটাল ব্লক ৬ -৭ বার বন্যায় সম্মুখীন হয়েছে।প্রায় সমস্ত রাস্তা ঘাট ভেঙে গিয়েছে।সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে পথশ্রী,আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে সারাইয়ের।তবে আমাদের কাছে খুবই সংকটপূর্ণ সমস্যা Guarded wording'।১০ কোটি টাকার প্রপোজাল পাঠিয়েছি আমাদের ঘাটাল ব্লকের ১২ টি অঞ্চলের ড্যামেজ রাস্তা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।এই প্রপোজালে একনম্বর রয়েছে এই গড়খাই ব্রীজ,আশাকরি ফান্ডিং হবে স্থায়ী সমাধান হবে।বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় কালভার্টটি ভেঙে যাওয়ার পর তার উপর কাঠের পাটাতন বিছিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছিল।ঘাটাল ব্লকের অজবনগর ১ গ্রাম পঞ্চায়েত ছাড়াও,দেওয়ানচক-১, দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েত ও দাসপুর-১ ব্লকের বেশকিছু গ্রাম সহ ৭-৮ টি গ্রামের মানুষের নিত্যযাতায়াত ভাঙ্গাদহ পান্না এলাকার এই কালভার্টের উপর।২০১৯ সালে অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাড়ে সাত লক্ষ টাকা ব্যায়ে গড়খাই খালের উপর কংক্রিটের কালভার্ট নির্মাণ করে গ্রাম সড়ক যোজনার রাস্তার সাথে সংযোগ গড়ে তোলা হয়েছিল।চলতি বছরের বন্যায় সেই কালভার্ট ভেঙে গিয়ে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আশাপাশের ৭-৮ টি গ্রামের।ঘাটাল মহকুমাশাসকের মাধ্যমে ১১ ই আগষ্ট ২০২৫ তারিখে মেমো নম্বর ৯৮৯,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে ভাঙ্গাদহ পান্নায় একটি ফুট ব্রীজ তৈরির প্রস্তাব সম্বলিত একটি চিঠি পাঠানো হয়।চলতি মাসের ২ তারিখ সেই চিঠি উল্লেখ করে পুনরায় রিমাইন্ডার চিঠিও পাঠানো হয়।তার কোনো উত্তর না মেলায় অবশেষে ঘাটাল পঞ্চায়েত সমিতি তার নিজস্ব তহবিল থেকে কালভার্টের উপর মোরাম,বোল্ডার বিছিয়ে অস্থায়ীভাবে কালভার্ট মেরামতের কাজ শুরু করে যা ক'দিন আগেই কাজ সম্পন্ন হয়েছে।স্থানীয় এক বাসিন্দারা বলছেন,'বন্যার পর থেকে এদিকে যাতায়াতের খুব সমস্যা হচ্ছিল।আপাতত কালভার্টটা মেরামত হওয়ায় যাতায়াতের সুবিধা হবে।স্কুল,কলেজ পোস্ট অফিস সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে এই কালভার্ট পেরিয়ে যেতে হয়।তবে একটা নতুন ব্রীজ হলে ভালো হয়।'পঞ্চায়েত সমিতির পাঠানো প্রপোজাল অনুমান কবে হয় আর স্থায়ী সমাধান কবে সেদিকে তাকিয়ে সকলেই।ছবি বাইট 2c তে SLUG- 2112ZG_WMID_CULVERT_R বাইট ১)স্থানীয় ২)স্থানীয় ৩)বিকাশ কর(সহ সভাপতি,ঘাটাল পঞ্চায়েত সমিতি)
0
comment0
Report
ASAyan Sharma
Dec 21, 2025 05:48:09
Kolkata, West Bengal:প্রেসক্রিপশন অডিটে গুরুতর ত্রুটি ধরা পড়ল, রাজ্যজুড়ে কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত ও কার্যকর প্রেসক্রিপশন অডিট নিশ্চিত করার লক্ষ্যে পূর্বে জারি করা একাধিক সার্কুলার ও নির্দেশনার পরিপ্রেক্ষিতে, গত ছয় মাসে বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত অডিট রিপোর্ট পর্যালোচনা করে একাধিক গুরুতর ও পুনরাবৃত্ত ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের মতে, এই ত্রুটিগুলি রোগীর নিরাপত্তা, চিকিৎসার কার্যকারিতা এবং যুক্তিসংগত ওষুধ ব্যবহারের নীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে。 অডিট রিপোর্টে যে প্রধান অনিয়মগুলি ধারাবাহিকভাবে উঠে এসেছে, সেগুলি হল— 1. চিকিৎসকের প্রেসক্রিপশনে অস্পষ্ট ও অপাঠ্য হাতের লেখা। 2. জেনেরিক নামের পরিবর্তে ব্র্যান্ড নাম ব্যবহার—BHT এবং OPD উভয় ক্ষেত্রেই। 3. প্রেসক্রিপশনে প্রোভিশনাল বা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের অনুপস্থিতি। 4. প্রেসক্রাইবারের পূর্ণ পরিচয়ের অভাব—স্বাক্ষর, নাম, তারিখ ও সময় উল্লেখ না থাকা। 5. রোগীর প্রাসঙ্গিক ক্লিনিক্যাল তথ্য ও ভিটাল প্যারামিটার উল্লেখ না করা। 6. ওষুধ ব্যবহারের অসম্পূর্ণ নির্দেশ—ডোজ, সময়, পথ (Route), সময়কাল ও নির্দিষ্ট নির্দেশ স্পষ্ট না থাকা। 7. ক্লিনিক্যাল মূল্যায়ন ছাড়াই “Continue All” জাতীয় অস্পষ্ট নির্দেশের ব্যবহার। 8. নির্দেশ থাকা sত্ত্বেও ওষুধের নাম CAPITAL LETTER-এ না লেখা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এ ধরনের চর্চা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অবিলম্বে সংশোধন করা আবশ্যক। কড়া নির্দেশিকা জারি এই পরিস্থিতিতে, রাজ্যের সমস্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিম্নলিখিত নির্দেশগুলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে— প্রেসক্রিপশন অবশ্যই স্পষ্ট ও পাঠযোগ্য হতে হবে, সম্ভব হলে ব্লক/প্রিন্টেড অক্ষরে। শুধুমাত্র জেনেরিক নামেই ওষুধ লিখতে হবে; ব্র্যান্ড নাম সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি প্রেসক্রিপশনে প্রোভিশনাল/ক্লিনিক্যাল ডায়াগনোসিস উল্লেখ করা বাধ্যতামুলক। চিকিৎসকের পূর্ণ স্বাক্ষর, নাম, তারিখ ও সময় লিখতে হবে। রোগীর প্রাসঙ্গিক ভিটাল ও ক্লিনিক্যাল তথ্য নথিভুক্ত করতে হবে। প্রতিটি ওষুধের ক্ষেত্রে ডোজ, ফ্রিকোয়েন্সি, রুট, সময়কাল ও নির্দিষ্ট নির্দেশ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। “Continue All” ধরনের নির্দেশ সম্পূর্ণ নিষিদ্ধ; চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিস্তারিত মূল্যায়ন ও নথিভুক্তকরণ আবশ্যক। সমস্ত ওষুধের নাম CAPITAL LETTER-এ লিখতে হবে। প্রশাসনিক দায়িত্ব ও রিপোর্ট জমা সমস্ত CMOH, MSVP, সুপারিনটেনডেন্ট ও BMOH-দের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই নির্দেশিকা তাঁদের অধীনস্থ সমস্ত চিকিৎসকের কাছে—মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, SG হাসপাতাল, সুপারস্পেশালিটি হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, BPHC ও PHC-তে—ব্যापकভাবে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি, অভ্যন্তরীণ প্রেসক্রিপশন অডিট আরও জোরদার করতে হবে এবং নির্দেশ অমান্য করলে যথাযথ সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশ কার্যকর হওয়ার পরবর্তী অডিটের ফলাফলসহ একটি কমপ্লায়েন্স রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাস্থ্য দপ্তরে জমা দেওয়া বাধ্যতামOptional বলে জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, এই নির্দেশাবলি অমান্য করা হলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 21, 2025 05:47:54
Kolkata, West Bengal:আজব কান্ড, কলকাতার জোড়াসাঁকো বিধানসভায় এলাকায়। দীর্ঘ ৩০ থেকে ৩২ বছর ধরে, কলকাতার এই বিধানসভা ভোটার। অথচ এস আই আর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায়। পরিবারের বাকি পাঁচজনের নাম থাকলেও, নাম নেই বিশেষভাবে সক্ষম গৌতম পাত্র এবং তার স্ত্রী শিবাণী পাত্রের।কলকাতা মেডিকেল কলেজে টেলিফোন বুথ চালান তিনি। খসড়া তালিকায় নিজের নাম উঠেছে কিনা, দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ। দেখেন,তাদের কে স্থায়ীভাবে স্থানান্তরিত দেখিয়ে,নাম বাদ পড়েছে জোড়াসাঁকো বিধানসভা থেকে। এই ঘটনা জানতেই মানসিকভাবে ভেঙে পড়েন বিশেষভাবে সক্ষম গৌতম পাত্র এবং তার পরিবার। তিনি তার বি এল ও এর সাথে যোগাযোগ করলে ,তিনি জানান,তার তরফ থেকে সমস্ত তথ্য সঠিক ভাবে জমা করেছিলেন,কিন্তু কেন এমন হল বুঝতে পারছেন না। তিনি সিইও দফতরে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। হিয়ারিং এর নোটিশ পাননি এখনো।আদৌও কি চূড়ান্ত তালিকায় সঠিক ভাবে নাম থাকবে তার।এমনই প্রশ্নে চিন্তায় জেরবার তিনি।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 21, 2025 05:34:13
Asansol, West Bengal:ঘন কুয়াশাচ্ছন রাস্তাঘাট। দৃশ্যমান্যতা একেবারেই কম । কনকনে শীতের আমেজ আসানসোল শিল্পাঞ্চলজুড়ে。 বড় দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা!উত্তুরে হাওয়ায় শীতের অনুভূতি।গতকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। যদিও বড় দিনের আগেই তাপমাত্রা নিম্নমুখি হওয়ায় ভালো রকম শীত পড়েছে。 সূর্যের দেখা নেই সকাল থেকে।রবিবার ছুটির দিন হলেও জাদের কাজে বেরোতে হয় বেরিয়েছেন।তবে রাস্তাঘাটে লোকজন কম। দল বেঁধে আগুন পোহাতেও দেখা গেলো বিভিন্ন যায়গায়。 জেলার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রীর নিচে। ঠাণ্ডা থেকে রেহাই পেতে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন সাধারণ মানুষ । বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ সাধারণ মানুষজন । যারা নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বেরোচ্ছেন তারা গরম কাপড় গায়ে জড়িয়ে বাইরে বেরো করছেন । দৃশ্যমান্যতা কম থাকায় ধীর গতিতে যানবাহন চালাচ্ছেন চালকরা।।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 21, 2025 05:33:48
Barrackpore, Kolkata, West Bengal:স্কুল ছাত্রী কে শ্লীলতাহানীর অভিযোগে খড়দহের বন্দিপুর থেকে গ্রেপ্তার এক যুবক। স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ- দীর্ঘদিন ধরে এই জয় দাস স্কুল ছাত্রীকে কু ইঙ্গিত করছিলেন, গতকাল যখন সেই স্কুল ছাত্রী একা বাড়ি ফিরছিলেন সেই সময় জয় মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ。 এর আগেও এই জয় দীর্ঘদিন ধরে বাড়ির লোককে হুমকি দিত কিডন্যাপিং এর। আর এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রহড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল ছাত্রীর পরিবারের লোকেরা。 সেই অভিযোগের ভিত্তিতে রহড়া থানার পুলিশ বন্দিপুর থেকে বিজেপি নেতা জয় দাসকে গ্রেফতার করে。 পরিবারের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস বন্দিপুর পঞ্চায়েতের সদস্য মাসুদ লস্করের。
0
comment0
Report
NRNarayan Roy
Dec 21, 2025 05:32:38
Siliguri, West Bengal:থেকে শিলিগুড়িতে পাচারের নেপালসময় হাতির দাঁত সহ দুজনকে গ্রেপ্তার করলো বনদপ্তর。 গোপন সূত্রে খবরের ভিত্তিতে হাতির দাঁত সহ দুজনকে গ্রেপ্তার করলো বনদপ্তর। জানা যায়, নেপাল থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে একটি চার চাকা বিলাশবহুল গাড়ি করে এই হাতির দাঁত পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর বনদপ্তরে আধিকারিক সহ বেশ কয়েকজন কর্মী আগে থেকেই বাগডোগরা বিহার মোড় এলাকায় উৎপেতে বসেছিল। সন্দেহভাজন গাড়িটি সেখানে এলেই আটক করে তল্লাশি করতেই গাড়ির ভিতর থেকে একটি ব্যাগের মধ্যে রাখা হাতির দাঁত দেখতে পায়। গাড়িতে থাকা দুজন কে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে বৈধ নথি না থাকায় দুজনকেই গ্রেফতার করে বনদফতর। "হাতির দত্টি প্রায় ১ ফিট লম্বা । ১ কেজির ওপর তার ওজন। ধৃতদের নাম গনেশ বাসফোর(21) নেপালের ধারান জেলার বাসিন্দা,অন্যজন কমল আগরওয়াল (50)তিনি শিলিগুড়ি খালপাড়ার বাসিন্দা বলে জানাগেছে। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে এই হাতির দাঁত পাচারে পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে বনদপ্তরের আধিকারিকরা।
0
comment0
Report
Advertisement
Back to top