Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

Raniganj में Fortune तेल के 102 टिनों में नकली तेल, पुलिस ने छापा

BCBasudeb Chatterjee
Nov 01, 2025 04:49:17
Asansol, West Bengal
*রানীগঞ্জে তেল মিলে ফরচুন তেলের টিনে ভেজাল! পুলিশ ও কোম্পানির যৌথ অভিযানে বাজেয়াপ্ত ১০২ টিন তেল* আসানসোলের রানীগঞ্জে ফের ভেজাল তেল কাণ্ডে চাঞ্চল্য। শুক্রবার গভীর রাতে রানীগঞ্জের গির্জা পাড়ায় অবস্থিত এক তেল মিলে অভিযানে নেমে ১০২ টিন ফরচুন কোম্পানির নামে ভেজাল ভোজ্য তেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিল ফরচুনের মূল সংস্থা আদানি উইলমার গ্রুপের লিগ্যাল সেল ও রানীগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার পর থেকে মিল মালিক পলাতক। জানা গিয়েছে, ফরচুন (আদানি উইলমার গ্রুপ) সংস্থার লিগ্যাল সেল শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশের সহায়তায় গির্জা পাড়ার মোদী ওয়েল মিল নামে একটি কারখানায় হানা দেয়। সেখানে কোম্পানির ফরচুন ব্র্যান্ডের নামাঙ্কিত টিনে স্থানীয় তেল ভরে বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযানের সময় মিলে বিপুল পরিমাণে তেল ভর্তি টিন উদ্ধার হয়। মোট ১০২ টিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে অভিযানের আগেই মিল মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফরচুন কোম্পানির লিগ্যাল সেলের আধিকারিকদের দাবি — “দুটি আলাদা ফরচুন ব্র্যান্ডের টিন ব্যবহার করে তার মধ্যেই ভেজাল তেল ভরে বাজারে বিক্রি করা হচ্ছিল। অনেকেই তা আসল ফরচুন তেল ভেবে ক্রয় করছিলেন। এটি সম্পূর্ণ বেআইনি ও গ্রাহক প্রতারণার শামিল।” স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ থানা এলাকায় এর আগেও ভেজাল তেল সহ একাধিক কারবার ধরা পড়েছে, কিন্তু কয়েকদিন পরই আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ফলে সাধারণ মানুষ এখনো এই ধরনের নকল ও ক্ষতিকর তেল খেতে বাধ্য হচ্ছেন। সাধারণ মানুষের দাবি পুলিশ ও প্রশাসন এই সব বিষয়ে নজর না দিলে আখেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই ঘটনার তদন্তে নামানো হয়েছে ফরেনসিক টিম। উদ্ধারকৃত তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয় পর্যায়ে একটি সংঘবদ্ধ চক্র এই কাজে জড়িত থাকতে পারে। পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে তেল মিল থেকে প্রচুর পরিমাণে ভেজাল তেল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। রানীগঞ্জের গির্জা পাড়ায় ধৃত এই ঘটনার পর ফের উঠে এসেছে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন। প্রশাসনের কড়া নজরদারি না বাড়ালে সাধারণ মানুষকে নকল ও বিষাক্ত তেলের ঝুঁকির মুখে পড়তে হবে বলেই মনে করছে স্থানীয়রা。 0111ZG_ASN_BHEJAL_OIL BYTES
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Nov 01, 2025 09:45:40
Kharagpur, West Bengal:ভરদুপুরে ব্যস্ততম জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। মাল বোঝাই কন্টেনার ও পণ্যবাহী লরির সংঘর্ষে মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সংঘর্ষের জেরে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়, রাস্তায় ছিটকে পড়ে লোহার অংশ ও পণ্য। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বসন্তপুর এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মালবোঝাই কন্টেনার ১৬ নং জাতীয় সড়ক ধরে কলকাতার দিক থেকে মেদিনীপুর যাচ্ছিল। হঠাৎই একটি চাকা বস্ট হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় দুটি গাড়ি। রক্তাক্ত অবস্থায় দুটি গাড়ি থেকে ছিটকে পড়ে চালকসহ খালাসী। তড়িঘড়ি স্থানীয়রা চারজনকে আশঙ্কাজনক অবস্থায় জখম অবস্থায় হাসপাতালে পাঠায়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। দুর্ঘটনায় জাতীয় সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ক্রেনের সাহায্যে গাড়ি দুটি সরিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের মধ্যে চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে.
0
comment0
Report
PMPiyali Mitra
Nov 01, 2025 09:45:25
Kolkata, West Bengal:This is to submit that the instant case was registered on the basis of written letter of complaint of Mr Dutta, age- 67 Years, PS- Manicktala, Kolkata- 700067, treating the same as FIR of the case. The brief fact of the case is that sometimes on and before 05/10/2025, the accused person(s) entered into a criminal conspiracy and in pursuant to that dishonestly and fraudulently called the complainant , posed as a Blue Dart Courier representative. He falsely alleged that a parcel in the complainant’s name contained illegal stuff and the matter was under CBI and ED investigation. Soon after, another caller identifying himself as Amit Kumar (CBI Officer) made a video call, showing forged IDs and threatening arrest. Under fear, the complainant and his wife were made to keep their phones and laptops on video for “CBI surveillance.” Later, two more persons impersonated themselves as an IPS officer of Cyber Crime Head and FATF (Financial Action Task Force) officer joined the calls. They sent forged documents bearing logos of CBI, RBI, ED, and the Supreme Court, and demanded that the complainant transfer money for fund verification. Being afraid by such accusation of offence, the complainant transferred a total amount of Rs. 3.01 Crore to the aforesaid bank accounts to get relief from such cases and thus he has been extorted and defrauded. Thus the accused persons have committed offence punishable u/s 66C/66D Information Technology Act, 2000 r.w. sec. 61(2)/204/308(2)/319(2)/318(4)/336(2)/336(3)/338/340(2) BNS Act, 2023.
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 01, 2025 09:33:33
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ, শাসক–বিরোধী রাজনৈতিক তরজায় উত্তপ্ত হচ্ছে পরিবেশ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হয়েছে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকারি স্তরে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি—বিএলও (বুথ লেভেল অফিসার) নিয়োগ, তাদের প্রশিক্ষণ ও এলাকা ভিত্তিক কাজের সময়সূচি—শেষ হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই পূর্ণোদ্যমে জেলাজুড়ে এই কাজ শুরু হবে। এদিকে ভোটার তালিকা সংশোধন ও সম্ভাব্য এসআইআর (Special Intensive Revision) কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে তরজার। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভয়-ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাদের অভিযোগ, তৃণমূল অতীতেও বিভিন্ন ইস্যুতে মিথ্যা অপপ্রচর চালিয়েছে—কখনও “বাংগালী খেদাও” ইস্যু, কখনও “করনার টিকাকে মোদি টিকা” বলে প্রচার—যেগুলি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এবারও একই কৌশল নেওয়া হচ্ছে বলে দাবি বিজেপির। দলটির অভিযোগ অনুযায়ী, জেলায় প্রায় ১৪ শতাংশ আধার কার্ড “অতিরিক্ত” রয়েছে, যা প্রমাণ করে অনেক অবৈধ অনুপ্রবেশকারী ভারতে বসবাস করছে। বিজেপির মতে, এসআইআর শুরু হলে এইসব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এসআইআর শুরু হলে তৃণমূলের বুথস্তরের কর্মীরা সজাগভাবে প্রতিটি বাড়িতে পৌঁছে বিএলওদের সঙ্গে কাজ করবেন, যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। যদি এমন ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে সরাসরি আধিকারিকদের সঙ্গে দেখা করা হবে। বিজেপির ১৪ শতাংশ “অতিরিক্ত আধার” সংক্রান্ত অভিযোগের জবাবে কটাক্ষ করে তিনি বলেন, “যে কেন্দ্রীয় এজেন্সি আধার কার্ড তৈরি করে, সেই এজেন্সির তত্ত্বাবধানেই তো এই কাজ হয়েছে। লোকসভা নির্বাচনের আগে তাদের কিছু মনে পড়েনি, এখন হঠাৎ করে এই ইস্যু তুলছে বিজেপি—এর দায় তাদেরই নিতে হবে।” রাজনৈতিক মহলের মতে, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেলার রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা এখনই স্পষ্ট। বাইট ১/ স্বরূপ চৌধুরী বিজেপি জেলা সভাপতি ২/ সুভাষ ভাওয়াল তৃণমূল জেলা সভাপতি ৩/ শ্রীকান্ত ঠাকুর PTC
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 01, 2025 09:33:20
Dihierench, West Bengal:আপডেট সরকারি মিটিং হলে তৃণমূল কংগ্রেসের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি মিটিং করা নিয়ে বিক্ষোভ ডেপুটেশন দেখালেন বিজেপি নেতাকর্মীরা। পাঁশকুড়া ব্লকের বিডিওর কাছে এই সংক্রান্ত বিষয়ে বিক্ষোভ ডেপুটেশন দেন। গতকাল ই ভাইরাল হয়েছে ব্লকের মিটিং হলে তৃণমূল কংগ্রেসের নেতাদের মিটিং করার ভিডিও। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সদস্য উত্তম সেনা তিনি জানিয়েছেন সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস বানিয়ে ফেলেছে। গতকাল মিটিং এ প্রধানদেরও আমন্ত্রণ ছিল।বিজেপির প্রধানরা গেলে তাদেরকে বের করে দেওয়া হয় কৌশল করে। আমরা ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানালাম ভিডিও নতুন এসেছেন তিনি বললেন আগামী দিনে এরকম যাতে না হয় তিনি নজরে রাখবেন। উত্তম সেনা, বিজেপি নেতা। সুষমা সেনা, প্রধান কেশাপাট গ্রাম পঞ্চায়েত।
0
comment0
Report
NRNarayan Roy
Nov 01, 2025 09:33:08
Siliguri, West Bengal:নকশালবাড়ির মেরিভিউ চাবাগানে হস্তি শাবকের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। চাবাগানে এক হাতির শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নকশালবাড়ির মেরিবিউ চাবাগানে। এদিন সকালে চা বাগান ম্যানেজারের নজরে আসতেই খবর দেওয়া হয় বাগডোগরা রেঞ্জের বনদফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চা শ্রমিকরাও। পরে বাগডোগরা বন দফতরের টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। বনদফতর সূত্রে অনুমান, দুই হাতির লড়াইয়ে মাঝে পড়েই এই মৃত্যু বলে অনুমান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ পরিস্কার হবে বলে জানান বাগডোগরা বনদফতরের রেঞ্জার সমব্রত সাধু। মৃত হস্তিশাবকের আনুমানিক বয়স দুই থেকে তিন মাস বলে মনে করছেন বনবিভাগ।
0
comment0
Report
PDPradyut Das
Nov 01, 2025 09:32:58
Jalpaiguri, West Bengal:মন্থা ঘূর্ণিঝড়ের জেরে জলপাইগুড়ি জেলায় বৃষ্টি। ফসলের ক্ষতি নিয়ে চিন্তায় কৃষকরা। এখন ধান কাটার মরশুম। कुछ জমিতে ধান কাটা হলেও অনেক জমিতে পাকা ধান রয়ে গিয়েছে। বৃষ্টির জেরে ওই ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ। অনেক জায়গায় ধানের জমিতে জল জমে গিয়েছে। ধানের পাশাপাশি সবজি চাষেরও ক্ষতির আশঙ্কা। জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন জানান, গতকালের তুলনায় আজ আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে, কৃষিদপ্তরের কর্মী, আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর রিপোর্ট এলেই ফসলের ক্ষতি নিয়ে বিস্তারিত বলা যাবে। তবে সরকারি নিয়ম মেনে ফসলের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলাশাসক। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধুপগুড়ি, মাল, মেটেলি, নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লক সর্বত্র কৃষিতে কম বেশি ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। গত বৃহস্পতিবার সকাল থেকে কোথাও মেঘলা আকাশ ও কোথাও হালকা থেকে মাঝারি, ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। শুক্রবার সকাল থেকে জেলাজুড়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এক টানা বৃষ্টির কারণে কোথাও ধানখেতে জল জমেছে। আবার কোথাও পাকা ধান মাটির সঙ্গে মিশে গিয়েছে। স্বাভাবিকভাবে ধানের ফলন নিয়ে চিন্তিত কৃষকরা। অমল রায় নামে ধূপগুড়ির এক কৃষক বললেন, যেভাবে অসময়ে বৃষ্টি হল তাতে ধানের ফলন আর ভালো হবে না। আর কয়েকটা দিন গেলেই ধান ঘরে তুলতাম, কিন্তু এই বৃষ্টির কারণে কোথাও ধানখেত ডুবে গিয়েছে। অনেক ধান গাছ মাটিতে পড়ে গিয়েছে। দাঁড়িয়ে থাকা ধানেও অসময়ে বৃষ্টির কারণে ফলন ভালো হবে না। পাশাপাশি সবজি চাষিদের অভিযোগ, একনাগাড়ে বৃষ্টির কারণে জমিতে জল জমে ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসন এবং কৃষিদপ্তর এখন কীভাবে তাঁদের পাশে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে কৃষকরা। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের চাষি রূপচাঁদ মণ্ডল বলেন, বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হল ফসলের। সামনেই নবান্ন। কীভাবে নবান্ন করব বুঝতে পারছি না।
0
comment0
Report
KAKAYESH ANSARI
Nov 01, 2025 09:24:07
0
comment0
Report
BBBimal Basu
Nov 01, 2025 09:20:25
Basirhat, West Bengal:এস আই আর আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট ও তালালী সীমান্ত থেকে সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ল ৪৫ জন বাংলাদেশী। গতকাল ধরা পড়ে ছিল ১২ জন আজ ধরা পড়ল ৪৫ জন গত দুদিনে মোট ধরা পড়ল ৫৭ জন বাংলাদেশী। পুলিস সূত্রে জানা যায়, আজ ভোরে স্বরূপনগর থানার হাকিমপুর ও তারালী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশী যাওয়ার চেষ্টা করছিল বেশ কয়েক জন বাংলাদেশী ওই সময় বি এস এফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশী। তারা ভারতের কলকাতা, রাজারহাট নিউটাউন দিল্লি, মুম্বাই এবং গুজরাট সহ বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে বসবাস করতেন। এ দিন তারা দালালের হাত ধরে অবৈধ ভাবে এদেশে থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছিল। এন দিন ধৃতরা দাবি করে, এস আই আর ঘোষনার পর থেকে ভারতে বাস করা বাংলাদেশীরা আতঙ্কিত হয়ে পড়েছে। যে সব বাংলাদেশীদের নথি পত্র ঠিক নেই তারা পড়ে রীতিমত বেকায়দায়। তাই তারা এখন নিজেদের ভিটে বাংলাদেশে ফিরতে চাইছে। পুলিস জানায়, আজ সীমান্তে ধরা পড়া বাংলাদেশীদের সংখ্যা ৪৫ জন। আজ ধৃত বাংলাদেশীদের বসিরহাট আদালতে তোলা হবে।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 01, 2025 09:20:11
Kalna, West Bengal:একটি গাছ একটি প্রাণ, প্রকাশ্যে দিনের বেলায় সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টা কালনার নাদনঘাটে, প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টায় চাঞ্চল্য ছড়ায় নাদন ঘাট থানার অন্তর্গত নাদন ঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এই এলাকায় রয়েছে প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো শিরিস গাছ এবং একটি অশ्वত্থ গাছ। এই গাছগুলি সকালবেলা কেটে পাচার করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ । কোনরকম বৈধ অনুমতি ছাড়াই এই গাছগুলি কেটে পাচার করা হচ্ছিল। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতি এবং ব্লকের জনপ্রতিনিধিরা। সেই সঙ্গে খবর দেওয়া হয় নাদনঘাট থানায় এবং বনদপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়.nadugnath থানার আধিকারিকরা এবং বন দপ্তরের কর্মীরা। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষের বিরুদ্ধে। তিনি নাকি দাঁড়িয়ে থেকে গাছগুলি কাটাচ্ছিলেন। এই গাছ কাটা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
0
comment0
Report
ALArup Laha
Nov 01, 2025 09:19:59
Belna, West Bengal:জাতীয় সড়কে দুর্ঘটনা পূর্ণার্থী বোঝাই বাসের। বাংলাদেশের চট্টগ্রাম থেকে পবিত্র ভূমি বুদ্ধগয়া দর্শনের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীদের একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দু্র্ঘটনাটি ঘটে শুক্রবার গভীররাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুসুন্ড এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, দুর্গাপুর অভিমুখি পুণ্যার্থীদের বাসটির পিছনে নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি কন্টেনার। এতে কন্টেনারের চালকসহ মোট ২৩ জন আহত হন। দুর্ঘটনার পর জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের সকলের অবস্থাই আপাতত স্থিতিশীল। একজন পুণ্যার্থী জানান, বাংলাদেশের চট্টগ্রাম থেকে গত ২৯ অক্টোবর বুদ্ধগয়া দর্শনের উদ্দেশ্যে মোট ১১৭ জন পুণ্যার্থী দুটি ট্যুরিস্ট বাসে রওনা দেন। বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর তাঁদের ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বুদ্ধগয়ার পথে ছিলেন। মুসুণ্ডা এলাকায় পৌঁছনোর সময় তাঁদের একটি বাসের পিছনে থাকা কন্টেনারটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে। পুলিশের প্রাথমিক অনুমান, কন্টেনারের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলেছে।
0
comment0
Report
ALArup Laha
Nov 01, 2025 09:19:49
Belna, West Bengal:জাতীয় সড়কে দুর্ঘটনা পূর্ণার্থী বোঝাই বাসের। বাংলাদেশের চট্টগ্রাম থেকে পবিত্র ভূমি বৌদ্ধগিয়া দর্শনের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীদের একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার গভীররাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুসুণ্ড এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, দুর্গাপুর অভিমুখি পুণ্যার্থীদের বাসটির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি কন্টেনার। এতে কন্টেনারের চালকসহ মোট ২৩ জন আহত হন। দুর্ঘটনার পর জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের সকলের অবস্থাই আপাতত স্থিতিশীল। একজন পুণ্যার্থী জানান, বাংলাদেশের চট্টগ্রাম থেকে গত ২৯ অক্টোবর বুদ্ধগয়া দর্শনের উদ্দেশ্যে মোট ১১৭ জন পুণ্যার্থী দুইটি ট্যুরিস্ট বাসে রওনা দেন। বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর তাঁরা ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বুদ্ধগয়ার পথে ছিলেন। মুসুণ্ডা এলাকায় পৌঁছনোর সময় তাঁদের একটি বাসের পিছনে থাকা কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। পুলিশের প্রাথমিক অনুমান, কন্টেনারের চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।
0
comment0
Report
PCPartha Chowdhury
Nov 01, 2025 09:19:33
Bardhaman, West Bengal:রাজ্যে সম্ভবত প্রথম! প্রবীণ,দু:স্থ ও আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের বিনামূল্যে দুপুর ও রাতের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। শনিবার দুপুরে বর্ধমানের কাঞ্চননগরে অন্নজ্যোতি প্রকল্প নামে এই উদ্যোগের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ। এই প্রকল্পের ভুয়সী প্রসংশা করে জেলাশাসক জানান, এটা সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম। এর ফলে প্রবীন দু:স্থ ও আর্থিকভাবে অসচ্ছল নাগরিকরা ভীষণ ভাবে উপকৃত হবে। বিধায়ক খোকন দাস বলেন, সকলের সাহায্য নিয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। পরে খোঁজখবর নিয়ে দেখা হবে। এই খাবার পৌঁছে দেবার জন্য দুটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে তিনদিন আমিশ ও চার দিন নিরামিশ খাবার থাকবে। বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে গাড়ির মাধ্যমে খাবার পৌঁছানো হবে। আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এই সংখ্যাটা পরবর্তীতে আরো বাড়বে বলে জানান বিধায়ক খোকন দাস।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 01, 2025 09:19:19
Kolkata, West Bengal:শংকর ঘোষ এর বক্তব্য তৃণমূল এর মিছিল আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। মিটিং মিছিল ঘেরাও এসব করে কোনো লাভ হবে না। তৃণমূল এর বক্তব্য caa ক্যাম্প যারা প্রশ্ন তুলছে তারা উদ্বাস্তু ভারতীয় হিন্দু বিরোধী। হিন্দু উদ্বাস্তু যাতে নাগরিকত্ব না পায় সেটার চেষ্টা করছে তৃণমূল। আর অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে এই সরকার। মনোজ টিগ্গা এর ভিডিও এক ধরনের আমলা যাদের কাজ তৃণমূল এর তোষামোদ করা। ক্ষোভের বহিঃপ্রকাশ। বিডিও এর গায়ে হাত দেননি টেবিল ভাঙেনি। ভবিষ্যতে তৃণমূল এর চামচাগিরি করা সরকারি আমলাদের উপর আক্রমণ আসবে সাধারণ মানুষের দ্বারা। সফট কর্নার সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের নিরাপত্তা দেওয়া সরকারের কাজ। যখন তারা দলদাস এ পরিনত হয় তখনই এধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তৃণমূল এর পাল্টা বিজেপির কর্মসূচি কি এসআইআর বা CAA এর জন্য সঠিক তথ্য নিয়ে সাধারণ মানুষের পাশে থাকবে বিজেপি। ঢাক ঢোল পিটিয়ে নয় রাস্তায় থেকে মানুষের সঙ্গে থেকে পাশে আছে বিজেপির কর্মীরা। ক্যাম্প এ প্রতিবাদ হলে শাসক দলের পাল্টা যারা রিলিফ দিতে গেলে মারধর করে তাদের পাল্টা স্ট্রেটিজি বিজেপির কাছে আছে। প্রতিবাদ হলে প্রতিরোধ করবে বিজেপি। বিএলও দের বিক্ষোভ নজরুল মঞ্চে স্কুলের ক্ষেত্রে বছরের শেষ দিকে দায়িত্ব থাকে অনেক। আবার এসআই আর এর জন্য দায়িত্ব আছে। দুটো দিক ভেবে নিশ্চয় নির্বাচন কমিশন নেবে নিশ্চয় পদক্ষেপ। মনোজ টিজংর ভিডিও নিয়ে তৃণমূলের পোস্ট তৃণমূল কংগ্রেস দলের তো কোনো সম্মান নেই। মানুষ তো জাতীয় চোরের দল হিসেবে মানে। বাংলার মানুষ আগামী নির্বাচনে ইঞ্চিতে ইঞ্চিতে এদের বুঝিয়ে দেবে।
0
comment0
Report
Advertisement
Back to top