Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

बुद्धगया दर्शन के लिए जा रही बस हादसे में 23 घायल, कंटेनर से टक्कर

ALArup Laha
Nov 01, 2025 09:19:49
Belna, West Bengal
জাতীয় সড়কে দুর্ঘটনা পূর্ণার্থী বোঝাই বাসের। বাংলাদেশের চট্টগ্রাম থেকে পবিত্র ভূমি বৌদ্ধগিয়া দর্শনের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীদের একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার গভীররাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুসুণ্ড এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, দুর্গাপুর অভিমুখি পুণ্যার্থীদের বাসটির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি কন্টেনার। এতে কন্টেনারের চালকসহ মোট ২৩ জন আহত হন। দুর্ঘটনার পর জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের সকলের অবস্থাই আপাতত স্থিতিশীল। একজন পুণ্যার্থী জানান, বাংলাদেশের চট্টগ্রাম থেকে গত ২৯ অক্টোবর বুদ্ধগয়া দর্শনের উদ্দেশ্যে মোট ১১৭ জন পুণ্যার্থী দুইটি ট্যুরিস্ট বাসে রওনা দেন। বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর তাঁরা ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বুদ্ধগয়ার পথে ছিলেন। মুসুণ্ডা এলাকায় পৌঁছনোর সময় তাঁদের একটি বাসের পিছনে থাকা কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। পুলিশের প্রাথমিক অনুমান, কন্টেনারের চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Nov 01, 2025 11:33:54
Kaji Chak, West Bengal:দাসপুরের চাইপাট এলাকায় pistol নিয়ে ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার ৭, আটক করা হয়েছে একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক। দাসপুর পুলিশের বড় সাফল্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর 2 নম্বর ব্লকের চাইপাট এলাকায় সরকারি পাইপ ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী, সেই খবর পুলিশ পাওয়ার পরেই দাসপুর পুলিশ পুরো টিম আকারে দুষ্কৃতকারীদেরকে ঘিরে নেই, ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেফতার করে পুলিশ, দুষ্কৃতিকারীদের কাছ থেকে উদ্ধার হয় একটি শর্ট গান ও একাধিক গুলি ও একাধিক অস্ত্র, চাইপাট এলাকায় স্কুল মাঠের পাশে জল প্রকল্পের সরকারি পাইপ মজুদ করা আছে আর সেই পাইপি ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে আসে এই দুষ্কৃতীরা, একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক আটক করেছে দাসপুর থানার পুলিশ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও দাসপুর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে অনেকেই। দুষ্কৃতকারীর নাম, ইসরাফিল হক বাড়ি মুর্শিদাবাদ, মতিন শেখ বাড়ি মুর্শিদাবাদ, মোহাম্মদ গুড্ড বাড়ি বিহার, কার্তিক বাছার বাড়ি ডানকুনি, বাচ্চু সিং বাড়ি হুগলি, শরিফুল শেখ বাড়ি মুর্শিদাবাদ, মাসাদুল হক, বাড়ি মুর্শিদাবাদ।
0
comment0
Report
PDPradyut Das
Nov 01, 2025 11:33:37
Jalpaiguri, West Bengal:জেলার বিস্তীর্ণ এলাকার কৃষকরা চিন্তায়। মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে অসময়ে বৃষ্টি, চিন্তিত ধানচাষীরা। ধানের পাশাপাশি বিভিন্ন শাকসবজি ফলনেও ক্ষতির আশঙ্কা। জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জানান, গতকালের তুলনায় আজ আবহাওয়ার কিছুটা হলে উন্নতি। বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে, কৃষি দপ্তরের কর্মী, আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর রিপোর্ট এলেই বিস্তারিত বলা সম্ভব হবে। তবে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের আশ্বাস জেলা শাসকের। ভারতের প্রধান খাদ্য ফসল ধান। ধানের পাশাপাশি বিভিন্ন শাকসবজি চাষেও ক্ষতির আশঙ্কা। আমন ধান আর কিছুদিন পরেই ঘরে তুলবেন প্রান্তিক কৃষকরা। কেননা ইতিমধ্যে ধান পাকতে শুরু করেছে। কিন্তু মন্থার প্রভাবে অসময়ে শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ক্ষেত। যেকারনে ধানের ফলন নিয়ে চিন্তিত ধানচাষীরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, মেটেলি, নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লক সর্বত্র একই পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত বৃহস্পতিবার সকালে থেকে কোথাও মেঘলা আকাশ ও কোথাও হালকা থেকে মাঝারি, অতি ভারী বিক্ষিপ্তভাবে জেলা জুড়েই বৃষ্টি। কিন্তু শুক্রবার সকাল থেকে জেলাজুড়ে শুরু হয়েছে মুষুলধারে বৃষ্টি।আর একনাগাড়ে বৃষ্টির কারণে কোথাও ধানক্ষেতে জমেছে জল। আবার কোথাও ধানক্ষেত মাটির সাথে মিশে গেছে। যেকারনে ধানের ফলন কম হবে তা বলাই যায়। অমল রায় নামে ধূপগুড়ির এক কৃষক বলেন," যেভাবে অসময়ে বৃষ্টি হলো তাতে ধানের ফলন আর ভালো হবে না। কেননা আর কয়েকটা দিন গেলেই ধান ঘরে তুলতাম। কিন্তু এই বৃষ্টির কারণে কোথাও ধান ক্ষেত ডুবে গেছে আবার কোথাও ধান মাটিতে পড়ে গেছে। দাঁড়িয়ে থাকা ধানেও অসময়ে বৃষ্টির কারণে ফলন ভালো হবে না। " পাশাপাশি সবজি চাষীদের অভিযোগ একনাগাড়ে এই বৃষ্টি সে কারণে জমিতে জল জমে ফসলের ক্ষতি সম্মুখীন। প্রশাসন এবং কৃষি দপ্তরের সহযোগিতার দিকেই তাকিয়ে এই মানুষগুলো। তবে শুক্রবার এরপর শনিবার আজ বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও দুর্যোগের মেঘ দেখতে পাচ্ছেন কৃষকরাও চিন্তায় জেলার বিস্তীর্ণ এলাকার চাষীরা। धान पाकতে शुरू হয়েছে সবুজ রং পরিবর্তিত হয়ে ক্রমশে সোনালী রং ধারণ করছে মাঠের পাকা ধান। আর বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। ধান চাষ নিয়ে চিন্তিত চাষিরা।এবং ভারী বৃষ্টিপাত হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন ধানচাশীরা। এরকমটাই জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের চাষী রূপচাঁদ মন্ডল।তিনি বলেন যেভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। একনাগারে আবারোভারী বৃষ্টিপাত হলে প্রবল ক্ষতি হবে ধান চাষে বলে অভিযোগ। তিনি আরও বলেন মাঠের ধান পাকতে শুরু করেছে। আর এমত অবস্থায় প্রবল বৃষ্টি হলে সর্বনাশ হয়ে যাবে আমাদের। রিপোর্ট :- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবৰ্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Nov 01, 2025 11:33:23
Jalpaiguri, West Bengal:পাহাড় এবং সমতলে বৃষ্টি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে কালিয়ঝোরা ব্যারেজ এবং জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে। আজ সকালেও ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় ৮০০ কিউমেক। উত্তর্যে দুর্যদ।সকাল থেকে মেঘলা আকাশ। জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত।শীতে আমেজ। গত ৫ই অক্টোবর জলপাইগুড়ি ময়নাগুড়ি নাগরাকাটা ধুপগুড়ি বানারহাটের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিছুটা স্বাভাবিক হতেই ফের ঘূর্ণিঝড় মন্থার প্রভাব উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই জেলা প্রশাসন ব্লক প্রশাসনিক তরফ থেকে ধুপগুড়ি, ময়নাগুড়ি, নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় পুলিশ এবং প্রশাসনের কর্তারা মানুষজনকে বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেকোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সর্বতোভাবেই সচেতন। বিভিন্ন জায়গায় পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে সচেতনতায় মাইকিং প্রচার শুরু করেছেন। বেশ কয়েকটি স্কুলে বহু মানুষজনকে প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। সমস্ত ভাবেই পুলিশ প্রশাসন পাশে রয়েছেন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ, ধুপগুড়ি জেলা বিভিন্ন area's বিধায়করা এবং বিডিও, এসডি ও সহ বহু মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। একদিকে ত্রিপল বিতরণ অপরদিকে শুকনো খাবার সহ রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে দুস্ত মানুষদের পাশে। জলপাইগুড়ি পুরসভা সহ বিভিন্ন পৌরসভা এবং মহকুমা শাসক ও ব্লক প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম, চালু করা হয়েছে হেল্প লাইন নাম্বার। জেলা জুড়ে ২৫০ জন সিভিল ডিফেন্স কর্মীদের নিয়োগ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জলপাইগুড়ি সেচ দপ্তরের পক্ষ থেকে খোলা রয়েছে ফ্লাড কন্ট্রোল রুম। জেলা নদী গুলোর বিভিন্ন তথ্য এই কন্ট্রোল রুম থেকেই সরবরাহ করা হচ্ছে।
0
comment0
Report
PDPradyut Das
Nov 01, 2025 11:33:09
Jalpaiguri, West Bengal:মন্থা ঘূর্ণিঝড়ের জেরে জলপাইগুড়ি জেলায় বৃষ্টি। ফসলের ক্ষতি নিয়ে চিন্তায় কৃষকরা। এখন ধান কাটার মরশুম। কিছু জমিতে ধান কাটা হলেও অনেক জমিতে পাকা ধান রয়ে গিয়েছে। বৃষ্টির জেরে ওই ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ। বহু জায়গায় ধানের জমিতে জল জমে গিয়েছে। ধানের পাশাপাশি সবজি চাষেরও ক্ষতির আশঙ্কা। জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন জানান, গতকালের তুলনায় আজ আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে; কৃষিদপ্তরের কর্মী, আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর রিপোর্ট এলেই ফসলের ক্ষতি নিয়ে বিস্তারিত বলা যাবে। তবে সরকারি নিয়ম মেনে ফসলের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলাশাসক। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, মেটেলি, নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লক সর্বত্র কৃষিতে কম বেশি ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। গত বৃহস্পতিবার সকাল থেকে কোথাও মেঘলা আকাশ ও কোথাও হালকা থেকে মাঝারি, ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। শুক্রবার সকাল থেকে জেলাজুড়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এক টানা বৃষ্টির কারণে কোথাও ধানখেতে জল জমেছে। আবার কোথাও পাকা ধান মাটির সঙ্গে মিশে গিয়েছে। স্বাভাবিকভাবে ধানের ফলন নিয়ে চিন্তিত কৃষকরা। অমল রায় নামে ধূপগুড়ির এক কৃষক বলেছেন, যেভাবে অসময়ে বৃষ্টি হয়েছে তাতে ধানের ফলন আর ভালো হবে না। আর কয়েকটা দিন গেলেই ধান ঘরে তুলতাম, কিন্তু এই বৃষ্টির কারণে কোথাও ধানখেত ডুবে গিয়েছে। অনেক ধান গাছ মাটিতে পড়ে গিয়েছে। দাঁড়িয়ে থাকা ধানেও অসময়ে বৃষ্টির কারণে ফলন ভালো হবে না। পাশাপাশি সবজি চাষিদের অভিযোগ, একনাগাড়ে বৃষ্টির কারণে জমিতে জল জমে ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসন এবং কৃষিদপ্তর now কীভাবে তাঁদের পাশে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে কৃষকরা। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের চাষি রূপচাঁদ মণ্ডল বলেন, বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হয়েছে ফসলের। সামনেই নবান্ন। কীভাবে নবান্ন করব বুঝতে পারছি না।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 01, 2025 11:32:44
Dihierench, West Bengal:*শুভেন্দু অধিকারী* পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধানসভার মির্জাপুরে সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা ও ১২ প্রহর অখন্ড তারক ব্রহ্মনাথ সংকীর্তনে অংশ নেন শুভেন্দু অধিকারী। _____ *সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বি-এল-ও দের জেলে পাঠানোর হুমকি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ,এই প্রসঙ্গে বললেন____* আমি যে কথা বলেছি বিহারের রেফারেন্সের কথা বলেছি। আবার বলব। আমি আমতলা তে দাঁড়িয়ে ভাইপো চিটিংবাজটা ওর লোকসভায় দাঁড়িয়ে জগদ্ধাত্রী পুজোয় গেছিলাম সেখানে বলেছি। বি-এল-ও রা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না। কমিশনের কথা শুনবেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই,বিহারে ৫২ জন বি-এল-ও অবৈধ কাজের জন্য তারা জেলে গেছেন, এই অবস্থা আপনাদের জন্য না হয়। আর কমিশনে অভিযোগ করতে দেন। বোঝা যাচ্ছে তো! পায়ে কাঁটা ফুটছে ঘেউ ঘেউ করছে。 *ব্রাত্য বসু বলেছেন যে রাস্তা দিয়ে রোহিঙ্গারা আসছে সে রাস্তা একটা সময় আজাদ হিন্দ বাহিনী ব্যবহার করতেন। এটা নেতাজি এবং ফৌজিদের অপমান____* এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন ব্রাত্য বসু অরিজিনালি কমিউনিস্ট, হেডকোয়ার্টার চীন, এর নাম হয়েছে এখন ভৃত্ত্য বসু। ব্রাত্য বসু নয়। ও এখন পিসি ভাইপোর কাছে নাম্বার বাড়ানোর জন্য এ ধরনের কথা বলছেন। *হিঙ্গলগঞ্জ의 বাংলাদেশী ধরা পড়া নিয়ে বললেন__* বাংলাদেশী মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও, এর আগে নিউমার্কেটে ফাঁকা করে দিয়েছিলাম, হাজার হাজার পালিয়েছে, যে জায়গায় কাঁটাতার নেই ফাঁকা পথ দিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে পালাও। নইলে অমিত শাহ যা বলেছেন তাই হবে-" ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট।" *বাঁকুড়াতে ত্রিণমূল সংখ্যালঘুরা এস আই আর যা হয়েছে ভালো হয়েছে বলছেন। এই নিয়ে মিষ্ট বিতরণ করছেন__* বললেন ভারতীয় মুসলিমদের তো কোন সমস্যা নেই। এস আই আর- এই একবার নয় ! বারবার হয়েছে। ২৬ লক্ষ নাম গেছে। মৃত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। হিন্দু মুসলিম শিখ জৈন এ সমস্ত ভারতীয়দের কোন সমস্যা নেই। *বি এল ও দের ট্রেনিং আজ থেকে শুরু হচ্ছে। আশঙ্কা সুরক্ষা নিয়ে__* বললেন ওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের। আর সুরক্ষা দিতে না পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন। আমিও যোগাযোগ করে নেব। পূর্ণ সহযোগিতা করব। বললেন শুভেন্দু অধিকারী। বাইট শুভেন্দু অধিকারী।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 01, 2025 10:34:36
Kolkata, West Bengal:पहले दिन के प्रशिक्षण में BLO के समस्याओं के हल अभी बाकी रहने के संकेत मिले। शनिवार Nazrul मंच पर निर्वाचन आयोग के द्वारा BLO को लेकर प्रशिक्षण का आयोजन किया गया। यहां आकर BLO ने प्रदर्शन किया। प्रशिक्षण शुरू होने से पहले BLO ने मंच पर निर्वाचन आयोग के अधिकारीयों को घेर लिया। इस दिन निर्वाचन आयोग के सामने BLO ने तीन लिखित आश्वासन मांगे: 1. ऑन ड्यूटी देना होगा 2. सुरक्षा सुनिश्चित करनी होगी 3. अतिरिक्त BLO देना होगा। यदि लिखित आश्वासन नहीं मिला तो BLO स्पष्ट रूप से कह रहे हैं कि वे कार्य पर नहीं जुड़ेंगे और 4 तारीख को फॉर्म लेने के बारे में जो प्रक्रिया होगी उसे वे नहीं करेंगे।Nazrul मंच पर इस दिन पहली चरण में 1000 BLO का प्रशिक्षण हुआ। दूसरी चरण में 800 BLO का प्रशिक्षण हुआ।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 01, 2025 10:34:29
Dinajpur, Rangpur Division:সরকারি ঘোষণ মতের আগামী ৩ তারিখে শেষ হয়ে যাবে পাড়ায় সমাধানের ক্যাম্প। তার আগে বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের পাড়ায় সমাধান পরিদর্শনে গেলেন জেলাশাসক বালাসুব্রামানিয়ান টি। জেলাশাসন জানিয়েছেন দুটি বুথেই সন্তোষজনক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন তাদের সমস্যা নিয়ে কথা বলছেন। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। যত মানুষ আসবেন তাদের সকলের সমস্যার কথা বলবেন সমস্ত সমস্যা নথিবদ্ধ করা হবে। প্রাথমিকভাবে বুথ স্তরে যে ১০ লক্ষ টাকার কাজ হবে তার বাইরেও যদি কোন প্রকল্প থাকে সেই প্রকল্পকে গ্রহণ করবে জেলা প্রশাসন। জেলা শাসক নিজে বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা নথিবদ্ধ করেন।
0
comment0
Report
MMManoj Mondal
Nov 01, 2025 10:33:55
Kolkata, West Bengal:SIR ইস্যুতে এবার সাংবাদিক বৈঠক করলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। শনিবার ঠাকুরনগরে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, “SIR চালু হলে রাজ্যের প্রায় দুই কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যার মধ্যে প্রায় ৯৫ শতাংশই মতুয়া সমাজের মানুষ।” তিনি জানান, নির্বাচন কমিশনের তরফে SIR ঘোষণার পর থেকেই উদ্বাস্তু ও মতুয়া সমাজের একাংশ সিএএ (CAA)-এর ফর্ম পূরণের জন্য বিভিন্ন কেন্দ্রে ছুটছেন। ঠাকুরবাড়ি এলাকায় প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই অস্পষ্টতা এবং আশঙ্কা তৈরি হচ্ছে সমাজের বৃহৎ অংশে। মমতা ঠাকুরের অভিযোগ, “SIR নামের এই পরিকল্পনা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার আরেকটা ফাঁদ। যারা সিএএ-র নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা পুরোপুরি একটা ‘ইনকামের রাস্তা’। এই টাকা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছেও যাচ্ছে।”
0
comment0
Report
PDPradyut Das
Nov 01, 2025 10:21:02
Jalpaiguri, West Bengal:মন্থা ঘূর্ণিঝড়ের জেরে জলপাইগুড়ি জেলায় বৃষ্টি। ফসলের ক্ষতি নিয়ে চিন্তায় কৃষকরা। এখন ধান কাটার মরশুম। কিছু জমিতে ধান কাটা হলেও অনেক জমিতে পাকা ধান রয়ে গিয়েছে। বৃষ্টির জেরে ওই ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ। অনেক জায়গায় ধানের জমিতে জল জমে গিয়েছে। ধানের পাশাপাশি সবজি চাষেরও ক্ষতির আশঙ্কা। জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন জানান, গতকালের তুলনায় আজ আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে, কৃষিদপ্তরের কর্মী, আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর রিপোর্ট এলেই ফসলের ক্ষতি নিয়ে বিস্তারিত বলা যাবে। তবে সরকারি নিয়ম মেনে ফসলের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলাশাসক। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, মেটেলি, নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লক সর্বত্র কৃষিতে কম বেশি ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। গত বৃহস্পতিবার সকাল থেকে কোথাও মেঘলা আকাশ ও কোথাও হালকা থেকে মাঝারি, ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে।শুক্রবার সকাল থেকে জেলাজুড়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এক টানা বৃষ্টির কারণে কোথাও ধানখেতে জল জমেছে। আবার কোথাও পাকা ধান মাটির সঙ্গে মিশে গিয়েছে। স্বাভাবিকভাবে ধানের ফলন নিয়ে চিন্তিত কৃষকরা। অমল রায় নামে ধূপগুড়ির এক কৃষক বলেন, যেভাবে অসময়ে বৃষ্টি হল তাতে ধানের ফলন আর ভালো হবে না। আর কয়েকটা দিন গেলেই ধান ঘরে তুলতাম। কিন্তু এই বৃষ্টির কারণে কোথাও ধানখেত ডুবে গিয়েছে। অনেক ধান গাছ মাটিতে পড়ে গিয়েছে। দাঁড়িয়ে থাকা ধানেও অসময়ে বৃষ্টির কারণে ফলন ভালো হবে না। পাশে সবজি চাষিদের অভিযোগ, একনাগাড়ে বৃষ্টির কারণে জমিতে জল জমে ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসন এবং কৃষিদপ্তর এখন কীভাবে তাঁদের পাশে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে কৃষকরা। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের চাষি রূপচাঁদ মণ্ডল বলেন, বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হল ফসলের। সামনেই নবান্ন। কীভাবে নবান্ন করব বুঝতে পারছি না।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 01, 2025 10:15:13
Kolkata, West Bengal:manoj tigya reaction
0
comment0
Report
EGE GOPI
Nov 01, 2025 09:45:40
Kharagpur, West Bengal:ভરদুপুরে ব্যস্ততম জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। মাল বোঝাই কন্টেনার ও পণ্যবাহী লরির সংঘর্ষে মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সংঘর্ষের জেরে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়, রাস্তায় ছিটকে পড়ে লোহার অংশ ও পণ্য। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বসন্তপুর এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মালবোঝাই কন্টেনার ১৬ নং জাতীয় সড়ক ধরে কলকাতার দিক থেকে মেদিনীপুর যাচ্ছিল। হঠাৎই একটি চাকা বস্ট হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় দুটি গাড়ি। রক্তাক্ত অবস্থায় দুটি গাড়ি থেকে ছিটকে পড়ে চালকসহ খালাসী। তড়িঘড়ি স্থানীয়রা চারজনকে আশঙ্কাজনক অবস্থায় জখম অবস্থায় হাসপাতালে পাঠায়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। দুর্ঘটনায় জাতীয় সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ক্রেনের সাহায্যে গাড়ি দুটি সরিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের মধ্যে চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে.
0
comment0
Report
PMPiyali Mitra
Nov 01, 2025 09:45:25
Kolkata, West Bengal:This is to submit that the instant case was registered on the basis of written letter of complaint of Mr Dutta, age- 67 Years, PS- Manicktala, Kolkata- 700067, treating the same as FIR of the case. The brief fact of the case is that sometimes on and before 05/10/2025, the accused person(s) entered into a criminal conspiracy and in pursuant to that dishonestly and fraudulently called the complainant , posed as a Blue Dart Courier representative. He falsely alleged that a parcel in the complainant’s name contained illegal stuff and the matter was under CBI and ED investigation. Soon after, another caller identifying himself as Amit Kumar (CBI Officer) made a video call, showing forged IDs and threatening arrest. Under fear, the complainant and his wife were made to keep their phones and laptops on video for “CBI surveillance.” Later, two more persons impersonated themselves as an IPS officer of Cyber Crime Head and FATF (Financial Action Task Force) officer joined the calls. They sent forged documents bearing logos of CBI, RBI, ED, and the Supreme Court, and demanded that the complainant transfer money for fund verification. Being afraid by such accusation of offence, the complainant transferred a total amount of Rs. 3.01 Crore to the aforesaid bank accounts to get relief from such cases and thus he has been extorted and defrauded. Thus the accused persons have committed offence punishable u/s 66C/66D Information Technology Act, 2000 r.w. sec. 61(2)/204/308(2)/319(2)/318(4)/336(2)/336(3)/338/340(2) BNS Act, 2023.
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 01, 2025 09:33:33
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ, শাসক–বিরোধী রাজনৈতিক তরজায় উত্তপ্ত হচ্ছে পরিবেশ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হয়েছে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকারি স্তরে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি—বিএলও (বুথ লেভেল অফিসার) নিয়োগ, তাদের প্রশিক্ষণ ও এলাকা ভিত্তিক কাজের সময়সূচি—শেষ হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই পূর্ণোদ্যমে জেলাজুড়ে এই কাজ শুরু হবে। এদিকে ভোটার তালিকা সংশোধন ও সম্ভাব্য এসআইআর (Special Intensive Revision) কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে তরজার। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভয়-ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাদের অভিযোগ, তৃণমূল অতীতেও বিভিন্ন ইস্যুতে মিথ্যা অপপ্রচর চালিয়েছে—কখনও “বাংগালী খেদাও” ইস্যু, কখনও “করনার টিকাকে মোদি টিকা” বলে প্রচার—যেগুলি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এবারও একই কৌশল নেওয়া হচ্ছে বলে দাবি বিজেপির। দলটির অভিযোগ অনুযায়ী, জেলায় প্রায় ১৪ শতাংশ আধার কার্ড “অতিরিক্ত” রয়েছে, যা প্রমাণ করে অনেক অবৈধ অনুপ্রবেশকারী ভারতে বসবাস করছে। বিজেপির মতে, এসআইআর শুরু হলে এইসব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এসআইআর শুরু হলে তৃণমূলের বুথস্তরের কর্মীরা সজাগভাবে প্রতিটি বাড়িতে পৌঁছে বিএলওদের সঙ্গে কাজ করবেন, যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। যদি এমন ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে সরাসরি আধিকারিকদের সঙ্গে দেখা করা হবে। বিজেপির ১৪ শতাংশ “অতিরিক্ত আধার” সংক্রান্ত অভিযোগের জবাবে কটাক্ষ করে তিনি বলেন, “যে কেন্দ্রীয় এজেন্সি আধার কার্ড তৈরি করে, সেই এজেন্সির তত্ত্বাবধানেই তো এই কাজ হয়েছে। লোকসভা নির্বাচনের আগে তাদের কিছু মনে পড়েনি, এখন হঠাৎ করে এই ইস্যু তুলছে বিজেপি—এর দায় তাদেরই নিতে হবে।” রাজনৈতিক মহলের মতে, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেলার রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা এখনই স্পষ্ট। বাইট ১/ স্বরূপ চৌধুরী বিজেপি জেলা সভাপতি ২/ সুভাষ ভাওয়াল তৃণমূল জেলা সভাপতি ৩/ শ্রীকান্ত ঠাকুর PTC
0
comment0
Report
Advertisement
Back to top