Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

दुर्गापुर समेत पश्चिम बंगाल के उद्योगों में पारा 13°C, ठंड से लोग बेहाल

CDChittaranjan Das
Dec 08, 2025 04:50:15
Durgapur, West Bengal
গত পরশু থেকে টানা শীত জাঁকিয়ে পড়েছে শিল্পাঞ্চলে। সর্বনিম্ন তাপমাত্রা আজ 13 ডিগ্রি। সকাল নটার পর সূর্যের তাপ বাড়লেও সন্ধ্যা নামার আগে শীতে কাঁপছে শিল্পাঞ্চল দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলা। শিল্পাঞ্চলের মানুষকে সকাল থেকেই বিভিন্ন কাজে বেরোতে হচ্ছে এই ঠান্ডায়। পড়ুয়াদের যেতে হচ্ছে স্কুলে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তবে শীতের প্রভাব দেরী করে পড়লেও এই ঠান্ডা অনুভব করছে শিল্পাঞ্চলের মানুষ। ঠান্ডার জন্য কিনে রাখা শীতবস্ত্র বের করতে হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Dec 10, 2025 15:03:49
Siliguri, West Bengal:ফের এস আই আর ফর্ম বা এনুমারেশান ফর্ম ফিলাপ নিয়ে বিতর্কে সদ্য তৃণমূল থেকে যাওয়া বিজেপি নেতা। মাটিগাড়া দুই ব্লকের দীর্ঘদিন দিনের ব্লক সভাপতির দ্বায়িত্ব সামলেছেন খগেশ্বর রায়। ১৩ নভেম্বর হঠাৎই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন খগেশ্বর রায় । অভিযোগ , প্রতিবেশীকে ঠাকুরদা দেখিয়ে গণনা পত্র জমা দিয়েছেন তিনি । মাটিগাড়ার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের বানিয়াখারীর বাসিন্দা খগেশ্বর রায় । ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম নেই । পড়শী তারক বন্ধু রায়কে ঠাকুরদা দেখিয়ে গণনা পত্র জমা দিয়েছিলেন । এখানেই তৈরি হয়েছে বিতর্ক । তারক বন্ধু রায়ের ছেলে নরেশ রায় জানান , খগেশ্বর রায়ের সাথে তার কোন রক্তের সম্পর্ক নেই। তার বাবার একমাত্র সন্তান তিনি । পারিবারিক বন্ধুত্ব হিসাবে তার সাথে আমার একমাত্র সম্পর্ক রয়েছে । বিষয়টির চটজলদি মিটিয়ে নেওয়ার আর্জি জানাব । যদিও বা খগেশ্বর রায় এই মন্তব্যকে একেবারেই উড়িয়ে দিয়েছেন । তিনি চ্যালেঞ্জ করে জানাচ্ছেন এই ধরনের কোনো घटना নেই। তার বক্তব্য , "এক নামে একाधिक ব্যক্তি থাকতে পারেন । অনলাইনে এপিক নাম্বারের সাথে তারক বন্ধু নামের এপিক নাম্বারের মিল নেই । গোটা বিষয়টি নির্বাচন কমিশন দেখবে ।" ভোটার তালিকা অনুযায়ী খোগেশ্বর রায় যে এপিক নম্বর ব্যবহার করছে তা নরেশ রায়ের বাবা তারক বন্ধু রায়ের । ভোটার কার্ডের হিসেব অনুসারে খগেশ্বর এর বয়স ৫৬ কিন্তু তারক বন্ধুর বয়স ৪৫ । অন্যদিকে ২০০২ সালের যে ভোটার তালিকাকে খগেশ্বর রায় চ্যালেঞ্জ করছেন সেই তালিকার সাথেও মিল নেই তার ঠাকুদার। তৃণমূল বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার দাবি তুলছে । পাথরঘাটা অঞ্চল সভাপতি ভূপেন্দ্রনাথ সিংহ জানান। , "অন্যের বাবাকে ঠাকুরদাস সাজিয়ে ফরম ফিলাপের অভিযোগ উঠছে । এটা ঠিক নয় । এই কারণেই হয়তো তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিষয়টি নির্বাচনнің কমিশনের নজরে আনার অনুরোধ জানাচ্ছি ।"
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 10, 2025 14:52:46
Chinsurah, West Bengal:আবাসনের দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধের দেহ,একা থাকতেন চুঁচুড়ার ফ্ল্যাটে。 স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মনিকোঠার একটি আবাসনে একাই থাকতেন বছর ৭৫ এর বৃদ্ধ অমল চক্রবর্তী।তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন।তার স্ত্রী প্রয়াত হয়েছে কয়েক বছর আগে।নিঃসন্তান ছিলেন বৃদ্ধ।তার কয়েকজন আত্মীয় চুঁচুড়াতেই থাকেন。 প্রতিদিনের মতো আজ সকালেও নির্দিষ্ট সময়ে তাঁর ফ্ল্যাটে খবরের কাগজ দিতে আসেন সংবাদপত্র বিক্রেতা। অন্যান্য দিন বেল বাজালে অমল বাবু দরজা খুলে কাগজ নিতেন। কিন্তু আজ একাধিকবার বেল বাজানোর পরও কোনো সাড়া না পাওয়ায় সংবাদপত্র বিক্রেতা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকেন এবং ঘটনাটি জানান। প্রতিবেশীরাও একাধিকবার ডাকাডাকি করায় বৃদ্ধের কোন সারা শব্দ পাননি। অবশেষে তাঁরা পুলিশকে খবর দেন। অমল বাবুর একমাত্র ভাইপো তাকেও ফোন করে পুরো ঘটনার কথা জানানো হয়。 ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে বৃদ্ধ বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। পুলিশের সহায়তায় তৎক্ষণাৎ তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে。 কি ভাবে মৃত্যু জানতে দেহের ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ。)
0
comment0
Report
PMProsenjit Malakar
Dec 10, 2025 14:52:13
Nijuri, West Bengal:লাভপুরে অর্ধদেহ উদ্ধার, পুলিশকে ঘিরে ক্ষোভ পরিবারের বীরভূমের লাভপুরে ময়ূরাক্ষী নদীর লাঘোসা বালি ঘাট থেকে এক মহিলার অর্ধদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃতার নাম ওলিমা বিবি (২৫)। বাড়ি সাঁইথিয়া থানার মহিষাদল গ্রামে। প্রায় দশ বছর আগে লাভপুরের মীরবান্ড গ্রামের শেখ ডালিমের সঙ্গে বিয়ে হয় তার। দম্পতির ছয় বছরের এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শারীরিক অত্যাচারের শিকার হচ্ছিলেন ওলিমা। দু’বার বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টাও করা হয়েছিল বলে দাবি তাদের। গত সাত দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। শ্বশুরবাড়ির পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় লাভপুর থানায়। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নদীর বালিঘাট থেকে তার কোমরের উপরের অংশ উদ্ধার করে পুলিশ। নিচের অংশ সম্পূর্ণ অনুপস্থিত। ক্ষতবিক্ষত অবস্থায় দেহ পাওয়া যাওয়ায় পরিবারের দাবি—ওলিমাকে খুন করে বালিঘাটে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে মৃতার বাপের বাড়ির সদস্যরা থানায় এসে ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে। তাদের অভিযোগ, দেহ উদ্ধারের পরও পরিবারকে যথাযথভাবে জানানো হয়নি ওলিমার দেহ কোথায় রয়েছে। সূত্র অনুযায়ী, দেহটি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ভয়াবহ এই ঘটনারinvestigation শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের রহস্য উদ্ঘাটনে নেমেছে তদন্তকারী দল।
0
comment0
Report
PMProsenjit Malakar
Dec 10, 2025 14:51:55
Nijuri, West Bengal:সিউড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু, ময়নাতদন্ত ঘিরে দুই পক্ষের সংঘর্ষ বীরভূমের সিউড়িতে শ্বশুরবাড়িতে মারধরের পর এক ১৯ বছরের গৃহবধূর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। মৃতার নাম চম্পা দাস। বাড়ি বোলপুরের বল্লভপুরে। বছর দুয়েক আগে মহম্মদ বাজার থানার শালুকা গ্রামের মাছ ব্যবসায়ী আনন্দ দাসের সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই চম্পার উপর নানান অজুহাতে শারীরিক নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন। গতকাল রাত দশটা নাগাদ বাবার বাড়িতে ফোন করে চম্পা জানায়—স্বামী তাকে বেধড়ক মারধর করছে। এরপর আজ সকালে পরিবারের কাছে খবর আসে, চম্পা আর বেঁচে নেই। দেহ সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তে আনা হলে দুই পক্ষের মধ্যে তীব্র অশান্তি ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ—স্বামীই চরম শারীরিক নির্যাতনের ফলে চম্পাকে খুন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী আনন্দ দাস বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। চম্পার রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা।
0
comment0
Report
PMProsenjit Malakar
Dec 10, 2025 14:51:36
Nijuri, West Bengal:বেঙ্গল সুপার লিগের থিম সং উদ্বোধনে অনুব্রত মণ্ডলের হুংকার গোটা রাজ্য জুড়ে শুরু হচ্ছে বেঙ্গাল সুপার লিগ। রাজ্যের আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে, যার মধ্যে রয়েছে বীরভূমের একটি দলও। আর সেই দলের থিম সং উদ্বোধন করতে বোলপুর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের শীর্ষ নেতা অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। অনুষ্ঠানের মঞ্চ থেকেই ফের রাজনৈতিক মন্তব্যে হুংকার অনুব্রতর। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রথমে বলেন—১৭ তারিখ থেকে খেলা শুরু, আর ইলেকশনের পর সেই খেলা শেষ হবে। এরপর অনুব্রত মণ্ডলও একই সুরে বার্তা দেন— “এবার খেলা শুরু হল, ভয়ংকর খেলা হবে… আর নির্বাচন শেষে তার ফল সবাই দেখবে।” তবে ধর্মীয় বিষয়ক প্রশ্ন এড়িয়ে অনুব্রত স্পষ্ট জানান—ধর্ম নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। খেলাকে কেন্দ্র করে উত্তেজনার মাঝেই অনুব্রতর বার্তা—রাজনৈতিক ময়দানেও আবার শুরু হতে চলেছে ‘খেলা’।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 10, 2025 14:51:11
Sandeshkhali, West Bengal:সাত সকালে বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই পথ দুর্ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে রহস্য তদন্তে পুলিশ সন্দেশখালির বয়ারমারি এলাকায় বাসন্তী রোডের উপরে মর্মান্তיק দুর্ঘটনা, মৃত দুই, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন এক! উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার বয়ারমারি এলাকার ঘটনা। একটি চার চাকা গাড়ি বাসন্তী রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক দিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের । আরো একজন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে মিনাখাঁ হাসপাতাল তারপরে কলকাতায় স্থানান্তরিত করেছে । ঘটনাস্থলে ন্যাজাট থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। সূত্রের খবর ২০২২ সালে শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়ী ভোলা ঘোষের মাছের ব্যাবসা নিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার চেক দিয়েছিল শেখ শাহাজান। ভোলা ঘোষের चेक বাউন্স হয়ে যাওয়ার পরে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী ভোলা, পাল্টা শেখ সাহাজানও মামলা করেন সেই মামলায় আজ বসিরহাট মহকুমা আদালতে হাজির হওয়ার কথাছিল, ভোলা ঘোষ তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং ওর চালক শাহানুর মোল্লা। বসিরহাট মহকুমা আদালতের দিকে রওনা দিয়েছিলেন সেই সময় বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকায় মালঞ্চ থেকে ধামাখালীর দিকে খালি ট্রাক যাচ্ছিল সেই সময় তাঁদের চার চাকা গাড়িতে মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ ও সাহানুর মোল্লা। মূল ব্যবসায়ী ভোলা ঘোষ এর অবস্থা আশঙ্কজনক প্রথমে তাকে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর থাকায় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে অর্থাৎ শেখ শাহজাহানের সাক্ষীকে পরিকল্পনা করে খুনের চেষ্টা নয় তো? বাড়ছে রহস্য ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তশুরু করেছে ন্যাজাট থানার পুলিশ, পাশাপাশি ঘাতক ট্রাক চালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ.
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 10, 2025 14:50:52
Kolkata, West Bengal:রাতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল সোনারপুরের যুবকের বাইক দুর্ঘটনায় মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা অলোকেশ হালদার (২৫)-এর। একটি পানীয় প্রস্তুতকারী সংস্থার কারখানায় কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে বাইক নিয়ে বাড়ি থেকে বের হন অলোকেশ。 পরিবারের অভিযোগ, রাত প্রায় ২টো নাগাদ সার্ভে পার্ক থানার পক্ষ থেকে দুর্ঘটনার খবর আসে তাদের কাছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা Gিয়েছে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে জোরালো ধাক্কা মারে বেপরোয়া গতির বাইকটি। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অলোকেশের。 পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 10, 2025 14:50:39
Bankura, West Bengal:রাজনৈতিক প্রতিক্রিয়া ১)শাহাজাহানের মামলায় সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনায় কবলে। মৃত ভোলানাথের ছেলে সহ চালক। এর আগেও খুনের হুমকি পেয়েছেন সাক্ষী ভোলা ঘোষ। দুর্ঘটনা নাকি খুনের যড়যন্ত্র? ২)ফের আক্রান্ত BLO। খড়দায় BLO-র বাড়িতে গভীর রাতে ইট-পাটকেল দুষ্কৃতীদের। ভাঙল জানালার কাচ।দরজায় লাথি। আতঙ্কে BLO মানব চন্দ্র ও তাঁর পরিবার। ৩)ভোটের দিন বা ভোটের আগে নয়, এবার SIR করতেও কেন্দ্রীয় বাহিনী? BLO-দের বাঁচাতে এবার ইঙ্গিত কমিশনের। যা করার করুন, বলল সুপ্রিম কোর্ট। ৪) ফের রাজ্যে কমিশনের ৫ পর্যবেক্ষক। SIR আবহে নজিরবিহীন ভাবে দু দফায় ১৮ জন পর্যবেক্ষক রাজ্যে। ১২ রাজ্যের SIR এর মধ্যে কেন শুধু পশ্চিমবঙ্গে এতো পর্যবেক্ষক? ৫) মৃত তালিকা নিয়ে বিশেষ সতর্ক কমিশন। সিইওদের নির্দেশ জ্ঞানেশ কুমারের।প্রত্যেক বি এল ও কে আবার মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ। কেন বার বার মৃতদের তালিকা নিয়ে পদক্ষেপ কমিশনের? বেআইনি ভাবে তালিকায় মৃতদের রাখার চেষ্টা কেন? ৬)SIR হেয়ারিং প্রক্রিয়া গ্রাম পঞ্চায়েতের অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে হিয়ারিং করা যাবে না। এই হেয়ারিং প্রক্রিয়া করতে হবে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিসেই। একেবারে প্রান্তিক অঞ্চলের মানুষ তারা সব কাজ কর্ম কামাই করে sdo-bdo-dm অফিসে ছুটবেন কি করে? ৭)মতুয়া সমাজকে সি এ এর আওতায় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের ভোট পকেটে পুরেছিল বিজেপি। গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দিল নাগরিকত্ব পেলে তবেই ভোট। জাদের এখনো নাগরিকত্বই দেওয়া হয়নি তারা কি করে ভোটারের মর্যাদা পাবে? মতুয়া ভোটে বিপাকে পদ্ম? ৮)বরাদ্দ বকেয়ার কথা কেন্দ্রের স্বীকারোক্তির পরই সংসদে শ্বেতপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ তৃণমূলের। বকেয়া নিয়ে শাসক দলের বহুমুখী আক্রমণ কি আসন্ন ভোটে বিজেপির সমস্যায় ফেলবে? ৯)নির্দেশিকা না মানায় ২০২২-এর পর থেকে ১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানালো কেন্দ্র। বাংলা ছাড়া সব রাজ্যের বরাদ্দ মিটিয়েছে কেন্দ্রীয় সরকার।কি कारणে বন্ধ বাংলার বরাদ্দ? ১০)লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব বলেন, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা না করায় রাজ্যে বহু রেল প্রকল্প আটকে আছে। তিনি বাংলার এমন সব অমীমাণসিত/ঝুলে থাকা প্রকল্পের তালিকাও পাঠ করে শোনান। ১১) হুমায়ুন কবীর নিরাপত্তারক্ষী চেয়েছিল হায়দ্রাবাদের এক সংস্থার কাছে, কিন্তু এখান থেকেই কেউ চক্রান্ত করে সব লোকাল নিরাপত্তা রক্ষী দেয়া হয়েছে। জানা মাত্র বুঝতে পারা মাত্রই বিদায় করে দিয়েছে।সিদ্দিকুল্লা চৌধুরীর সংগঠনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। ১২) তৃণমূলের তরফ থেকে হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ও যা দাবি রয়েছে সব মেনে নেয়া হবে। ১৩)২৬ এর নির্বাচনে মমতা - শুভেন্দু দুজনের বিরুদ্ধেই প্রার্থী দেবেন হুমায়ুন। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ দলগুলিকে একসাথে লড়ার আহ্বান হুমায়ূনের। এই আদর্শে কতটা ২৬ এর ভোটে আঁচড় কাটতে পারবে হুমায়ুন? ১৪) ফের বিতর্কে হুমায়ুন কবীর, এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, সৌদি আরবের নাম করে রাজ্যেরই দুই ইমাম মৌলানাকে দিয়ে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে দোয়া এবং মোনাজাত করানোর। যা ধর্মীয় প্রতারণার শামিল বলে মনে করছেন অনেকে সংখ্যালঘু ১৫)বঞ্চনার সুর আরো এক হুমায়ণের মুখে। আবেগ ও বঞ্চনার জন্য বাবরির দরবারে সখালঘুদের ভিড়, মনে করেন ডেবরার হুমায়ুন। সংখ্যালঘু নেতা হওয়ার হির্দিক তৃণমূলের মধ্যে? সংখ্যালঘু বঞ্চনা কি ভোট বাক্সে প্রতিফলিত হবে? ১৬)ফের BLO, BLA-দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের। মিনিটস অফ মিটিংয়ের ছবি আপলোড করতে হবে অ্যাপে। মৃত, স্থানান্তরিতদের ক্ষেত্রে ডিক্লারেশন আপলোডেরও নির্দেশ। ১৭)নবদ্বীপ, বারাসাতের পর নদিয়ার ফুলিয়া। ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড। জাতীয় সড়কের ধারে বস্তাভর্তি এপিক ঘিরে চাঞ্চল্য। বেশিরভাগই উত্তর ২৪ পরগনার。 ১৮)ইন্ডিগো বিপর্যয়ে এখনও যাত্রী ভোগান্তি। আজও দেশ জুড়ে বাতিল প্রায় ৩০০ উড়ান। স্বাভাবिक না হওয়া পর্যন্ত ইন্ডিগোকে ১০ শতাংশ উড়ান কমানোর নির্দেশ ডিজিসিএ-র ১৯)কলকাতার বাতাসে বিষ। দিল্লিকে টেক্কা কলকাতার।ময়দানের এলাকায়ই AQI লেভেল ৩৪২ এর আশেপাশে। দিল্লির সরকার বদলে একটা বড়ো ভূমিকা ছিল দূষণের। রাজ্য এখনই পদক্ষেপ না নিলে কতটা রাজনীতির রং নিতে পারে এই দূষণ বিতর্ক? ২০) রাজ্যে প্রায় ১ কোটি ভোটারকে হিয়ারিং বা শুনানিতে ডাকতে পারে কমিশন, দাবি বিজেপির (রাহুল সিনহার)। কেন বার বার এই ১ কোটির সংখ্যা তত্ত্ব নিয়ে খুব আগ্রহী বিরোধীদল? এই সংখ্যা কতটা বেকায়দায় ফেলতে পারে শাসক দলকে。 ২১)পশ্চিমবঙ্গে কি অপরাধীরা এনকাউন্টার করায়? আর পুলিশ দেহ সংগ্রহ করে পোস্ট মর্টেমের জন্যে মর্গে নিয়ে যায়?
0
comment0
Report
PMProsenjit Malakar
Dec 10, 2025 14:49:34
Nijuri, West Bengal:বাংলাদেশে স্বামী-পরিজন আটক, শেষমেশ বাড়ি ফিরলেন সুনালী বিবি গত শনিবার বীরভূমে পা রেখেছিলেন সুনালী বিবি। অবশেষে সোমবার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মুরারইয়ের পাইকর এলাকার বাসিন্দা সুনালী বিবি। হাসপাতাল থেকে ছাড়পত্রের সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। তবে স্বস্তির সঙ্গে রয়ে গেল উদ্বেগও। কারণ এখনও বাংলাদেশে আটকে রয়েছেন তাঁর স্বামী-সহ আরও অনেকে। দীর্ঘ আইনি লড়াই ও নানা বাধা অতিক্রম করে আদালতের নির্দেশেই দেশে ফিরেছেন সুনালী বিবি। zaterdag বাড়ি ফিরলেও ভিড়ের চাপে তিনি বাড়িতে প্রবেশ করতে পারেননি। এলাকাকার মানুষ তাঁকে এক ঝলক দেখতেই ভিড় জমিয়ে দেন। এরপরই চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই সম্পূর্ণ শারীরিক পরীক্ষা হয়। হাসপাতালের অ্যাডিশনাল সুপার ঈশ্বর চ্যাটার্জি জানান, “সুনালী বিবির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বিশ্বাস করা যায়, তাই তাঁকে বাড়ি ফেরানো হয়েছে। জানুয়ারি মাসে তাঁর বাচ্চা জন্মানোর সম্ভাবনা রয়েছে।” পাশাপাশি কোনও অসুবিধা হলে তৎক্ষণাৎ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সুনালী বিবির বাড়ি ফেরা ঘিরে খুশির আবহ তৈরি হয়েছে এলাকায়। তবে পরিবারের দুশ্চিন্তা কাটছে না—কবে ফিরবেন বাংলাদেশে আটক থাকা তাঁর স্বামী ও অন্যান্য সঙ্গীরা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 10, 2025 14:49:22
Chinsurah, West Bengal:৯৯.৯৯ শতাংশ ডিজাটাইজেশান এর কাজ শেষ,৩৭১ টি ফর্ম এখনো জমা পড়েনি,সর্বদলীয় বৈঠকে হুগলি জেলায় এসআইআর চিত্র তুলে ধরল জেলা প্রশাসন。 রাত পোহালেই এস আই আর এর গণনা পত্র জমা দেবার সময়সীমা শেষ।হুগলিতে এখনো ৩৭১ টি ফর্ম জমা পড়েনি। সর্বদলীয় বৈঠকে জানাল জেলা প্রশাসন, ৪ঠা নভেম্বর থেকে এস আই আর এর ফর্ম বিলি কাজ শুরু হয়েছিল প্রথমে চৌঠা ডিসেম্বর এর মধ্যে ফর্ম জমা দেওয়ার সময়সীম থাকলেও পরে তা সাত দিন বাড়ায় নির্বাচন কমিশন সেই সময় শেষ হচ্ছে আগামীকাল। রাজনৈতিক দলগুলিকে নিয়ে আজ সর্বਦলীয় বৈঠক করেন হুগলির অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুণ ভট্টাচার্য। জেলা প্রশাসন সূত্রে খবর ৪৭ লক্ষ ৭৫ হাজার ৯৯জন ভোটারের মধ্যে ৯৯.৯% ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে। আজ বৈঠক শেষে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে জানানো হয়। যে অল্প কয়েকটি বাকি রয়েছে সেই ফর্মগুলিও যাতে বৃহস্পতিবারের মধ্যে জমা পড়ে যায় সেই দিকেও দেখতে বলা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন এখনো একদিন সময় আছে তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই বাকি ফর্ম গুলি জমা পড়ে যাবে সেই মতো বিএল ওদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ ই ডিসেম্বর এস আই আর এর খসড়া তালিকা প্রকাশ হবার কথা তারপরেই বিভিন্ন ব্লকে শিবির করা হবে শুনানির জন্য তার আগে অবশ্যই সর্বদলীয় বৈঠক করে জানিয়ে দেওয়া হবে সময় ও স্থান।।。
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 10, 2025 14:32:10
Asansol, West Bengal:অগ্নিমিত্রা পাল গ্রামে যেতেই তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। তাকে কার্যত এলাকায় সেভাবে ঘুরতে বা কোন বৈঠক করতে দেয়নি বলে অভিযোগ। অগ্নিমিত্রাকে গাড়িতে বসে পিছন দিক দিয়ে পালাতে হয়েছে।। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত চেলোদ গ্রামের পাশে গড়্গড় ডাঙ্গায়। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন তিনি পাঁচ বছর এলাকায় আসেননি এলাকায় আসা মানুষের কাছে নানা দাবি-দাওয়া নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি কথা বলেননি। উল্টে তার কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীদেরকে শাসিয়েছে বলে অভিযোগ। এর পরে আসানসলে এসে জিটি রোড অবরোধ করবে বলে জানা গেছে।।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Dec 10, 2025 13:07:04
Kolkata, West Bengal:সকাল থেকেই BLO অ্যাপে এলো এক নতুন অপশন- 'BLO-BLA MOM'। এই 'MOM'-এর ফুল ফর্ম 'Minutes Of Meeting'। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে BLO ও BLA-দের জন্য একটি বিশেষ গাইডলাইন আনা হয়। নতুন সেই গাইডলাইনে বলা হয়, BLO ও BLA-দের ভোটার তালিকাকে স্বচ্ছ রাখার রেজ়োলিউশন নিতে হবে। সেই মর্মে নির্বাচন কমিশনের তরফে চারটি তালিকা দেওয়া হয়-মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ভুয়ো ভোটারদের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য। একই ফর্ম্যাটে তৈরি চারটি ফর্মের ক্ষেত্রেই ফর্মের নীচের দিকে BLO, BLA ও BLO SUPERVISOR-এর স্বাক্ষর করা বাধ্যতামূলক হিসেবে লেখা থাকে। BLO-দের সামনে যে ইন্টারফেস ওপেন হবে, সেখানে লেখা থাকবে 'UPLOAD IMAGE 1', 'UPLOAD IMAGE 2', 'UPLOAD IMAGE 3' ও 'UPLOAD IMAGE 4'। এই চারটি অপশনে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ভুয়ো ভোটারদের তালিকা BLO-দের কে জমা করতে হবে。
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 10, 2025 13:06:49
Kolkata, West Bengal:শুভেন্দুঃ মমতার মিথ্যাচার এবং বিভাজনের রাজনীতি রাজ্যকে রসাতলে পাঠিয়েছে। কখনও সিএএ এসআইআরকে এনআরসি বলা, কখনও ওয়াকফ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। কোচবিহারে দাঁড়িয়ে বলেছেন আমি কোনও ধর্মীয় সম্পত্তি বেহাত বা দখল হতে দেব না। উনি কতবড় সর্বনাশ করেছেন, দ্বিচারিতা করেছেন তথ্য সহ উল্লেখ করছি। ওয়াকফ ২টি বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা কোনো আপত্তি নথিভূক্ত করেননি। উম্মিদ পোর্টালে সমস্ত রাজ্য ওয়াকফ সম্মত্তি নথি ভুক্ত করছে। এরাজ্য নিশ্চুপ। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন এ রাজ্যে ওয়াকফ হবে না। চারমাস চলে গেছে। রুল তৈরি হয়ে যাওয়ার পরেও। ৬/১২ থেকে আনঅথরাইজ হয়ে যাবে। এখন তড়িঘড়ি ঘুম ভেঙেছে। ডেট এক্সটেনশন চেয়েছে। হয়নি এক্সটেনশন। যারা উম্মিদ পোর্টালে এলেন না, অপশন হল কোর্টে যাওয়া। ৬/১২র পর যাদের কোর্টে ছুটতে হবে তাদের জন্য দায় মুখ্যমন্ত্রীর। যিনি মুসলিমদের ব্যবহার করেন, উসকান তিনি আজকে রাজ্যের ওয়াকফ সম্প্ত্তীকে আনঅথরাইজ করে দিলেন। ওদের এবার ট্রাইবুনালে যেতে হবে। উনি গাড্ডায় ফেললেন। সিদ্দিকুল্লা, ববি হাকিম, রব্বানীরা আমার প্রেসকনফারেন্সের পর পাল্টা প্রেসকনফারেন্স করে জবাব দিন।
0
comment0
Report
Advertisement
Back to top