Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

बारासात में डॉ यूनूस के चित्र जलाकर वकीलों ने प्रदर्शन किया

MMManoj Mondal
Dec 23, 2025 10:34:50
Kolkata, West Bengal
দিপু দাস কে পাশবিকভাবে হত্যা এবং অশান্ত বাংলাদেশ পরিস্থিতি কে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব দেশবাসী। এবার তারই প্রতিবাদে বারাসাতে সরব হলেন আইনজীবীরা। মঙ্গলবার বারাসাত জেলা আদালত চত্বরে মিছিল করে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ড: ইউনূসের কুশ পুষ্পত্তলিকা দাহ করে আইনজীবীরা। মিছিলে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন ছিলো বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Dec 23, 2025 12:08:27
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে অভিযানে নামলো পুরুলিয়া পৌরসভা । ফুটপাত দখল করে বসে থাকা অস্থায়ী দোকান এবং ব্যবসায়ীদের উচ্ছেদ করার কাজ শুরু হলো পুরুলিয়ায় । ফুটপাত দখল করে থাকা দোকানগুলিকে আগাম নোটিশ জানিয়ে জেসিবি মেশিন দিয়ে ভেঙ্গে ফেলা হলো । সম্প্রতি পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙ্গে প্রশাসক বসানো হয়েছে । বর্তমানে পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ পুরুলিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন । এরপরই পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে পদক্ষেপ নিল পুরুলিয়া পৌরসভা । পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বা ব্যবসা চালাচ্ছেন বহু মানুষ । এরফলে নিত্যদিন যানজট সহ নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । অবৈধ ভাবে ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানপাট গুলির মালিকদের বার বার হুঁশিয়ারি দিয়েও সমস্যার সমাধান হয়নি । এবার অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কড়া পদক্ষেপ নিয়ে জেসিবি মেশিন দিয়ে দোকানগুলো ভেঙ্গে ফেলার কাজ শুরু হলো । যদিও এই অভিযানে অখুশি দোকানের মালিকেরা । তারা জানান, দোকানগুলো ভাঙার ফলে তারা আর্থিক সমস্যায় পড়বেন। বাইট: ১) অনুপ মণ্ডল (ফাস্ট ফুড দোকানের মালিক) ২) মহম্মদ আব্বাস (দোকান মালিক)
0
comment0
Report
PDPradyut Das
Dec 23, 2025 12:05:29
Jalpaiguri, West Bengal:পাহাড়ে ৩১৩ জন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ হল আজ। মামলার রায় ঘোষণা করা আগামীকাল। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আজ এই মামলার শুনানি শেষ হয়েছে। জিটিএ-র মাধ্যমে পাহাড়ে ৩১৩ জন শিক্ষককে নিয়োগ করা হয়। যদিও সেই নিয়োগে দুর্নীতি করার অভিযোগ ওঠে। এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হলে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে জিটিএ। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আজ সেই মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ আগামীকাল মামলার রায় ঘোষণা করবে। আজ দীর্ঘ সময় ধরে শুনানি হয়। বিচারপতিরা উভয়পক্ষের সওয়াল জবাব শুনে আগামীকাল রায় ঘোষণা করবেন বলে জানান।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 23, 2025 12:01:20
Durgapur, West Bengal:অন্ডাল মোড় থেকে অন্ডাল স্টেশন যাওয়ার راستায় জমা জলে মানুষের যাতায়াতের অসুবিধা, বিক্ষোভ এলাকাবাসীদের। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার দীর্ঘ নালা গ্রামের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার উপরে জমে থাকছে অনেকক্ষণ , তার ফলে রাস্তায় পথচারীদের অসুবিধা হচ্ছে। ওই রাস্তাতে বড় বড় গাড়ি যাওয়ায় অসুবিধা হচ্ছে পথচারীদের । এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে জমা জল নালার নোঙা জল আর ওইখানে কিছু পাইপ লাইনের জল ওর সঙ্গে মিশে গিয়ে রাস্তায় জমা হচ্ছে । আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে । এলাকাবাসীদের আরও অভিযোগ, ওই রাস্তার পাশে নিকাশি নালা যেটা বানানো হয়েছে ভালোভাবে জল পারাপার না হওয়ার কারণে ওখানে সব জল রাস্তার উপর উঠে যাচ্ছে। যেতে আসতে অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। অন্ডাল গ্রাম পঞ্চায়েত প্রধান কাছে এই অভিযোগ নিয়ে গেছিলাম, প্রধানের বক্তব্য, রাস্তা PWD র আন্ডারে। উনারাই ভুল করে এই রাস্তার ড্রেন তৈরি করেছে । এই ব্যাপারে আমরা কিছু বলতে পারব না । অন্ডাল ব্লকের বিজেপি তরফ থেকে আধঘন্টা বিক্ষোভ দেখানো হয়। এই ড্রেন তাড়াতাড়ি ঠিক তৈরি করা হোক, না হলে এরপর আরও বড় আন্দোলনে কথা জানালেন বিজেপির অন্ডাল ব্লক সভাপতি রাখাল চন্দ্র দাস। অন্ডাল বিডিও দীপাঞ্জন দত্তের বক্তব্য, "রাস্তা তৈরি করছিল PWD, আমরা পরে যুক্ত ই। একটু সমস্যা আছে। ঠিক করে দেওয়া হবে।"
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 23, 2025 11:50:45
Kalna, West Bengal:পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে হন্নে হয়ে ঘুরেছিলেন,করোনা কালে কাজ হারিয়ে ছিলেন বাবা, সেই সময় চরম অভাব দিন কাটিয়েছিলেন পরিবার,তাই আর চাকরির ভরসায় না থেকে লকডাউনের ধাক্কা থেকে স্বপ্নের উত্থান, কেক বানিয়ে কর্মসংস্থান গড়ে তোলেন কালনার পূর্বস্থলীর কবিতা পাল। পূর্বস্থলী পলাশপুলি এলাকার কবিতা পালের জীবনে লকডাউন ছিল এক কঠিন অধ্যায়। করোনাকালে বাবার কাজ চলে যাওয়া এবং পড়াশোনা শেষ করেও চাকরি না পাওয়ার হতাশা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে। তবে ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার এবং অন্যদের কাজ দেওয়ার যে সুপ্ত বাসনা ছিল, সেই সুপ্ত বাসনাকে বাস্তবে রূপ দিলেন তিনি। লকডাউনের সময় থেকেই কবিতা নিজে হাতে কেক তৈরি করা শুরু করেন। ধীরে ধীরে সেই কেক তৈরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে প্রচার চালান। মানুষের ভালোবাসা ও আগ্রহই তাঁকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আজ তিনি গড়ে তুলেছেন নিজের ব্র্যান্ডের একটি কেকের সংস্থা। শুধু তাই নয়, অফলাইন ও অনলাইন—দু’ভাবেই কেক তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন বহু ছাত্রছাত্রীকে।কবিতা এদিন তিনি জানান, লকডাউনে মানুষের অসুবিধা এবং বাবার কাজ চলে যাওয়ার ঘটনাই তাঁকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। তাঁর সংস্থার মাধ্যমে ইতিমধ্যেই কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কিছুটা সহযোগিতা পাওয়া যায়, তাহলে আগামী দিনে আরও বেশি মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা সম্ভব। সামনেই ২৫ ডিসেম্বর, বড়দিন। ফলে এখন নাওয়া-খাওয়ার সময় নেই কবিতার। তাঁর কাছে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা এবং সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা সকলেই ব্যস্ত কেক তৈরির কাজে। ব্যস্ততার মধ্যেও কবিতার চোখে ভবিষ্যতের স্বপ্ন—নিজের উদ্যোগকে আরও বড় করে তোলা এবং আরও মানুষের মুখে হাসি ফোটানো।লকডাউনরের অন্ধকার সময়ে দাঁড়িয়ে সাহস ও পরিশ্রমের যে উদাহরণ কবিতা পাল তৈরি করেছেন, তা আজ অনেক তরুণ-তরুণীর কাছেই।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 23, 2025 11:50:09
Kolkata, West Bengal:বাংলাদেশে দিপু দাস কে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ। সংখ্যালঘুদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসেছে, প্রতিবাদে এবার পথে নামল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। শিয়ালদহ স্টেশন থেকে পার্ক সাকার্স বেক বাগান মোড় পর্যন্ত মিছিল। হিন্দু জাগরণ মঞ্চে মিছিল এসে পৌঁছাতে, পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ শুরু হয়। এদিকে বাংলাদেশ ডিপুটি হাইকমিশনের রাস্তায় পরপর ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে কলকাতা পুলিশ। প্রথম এবং দ্বিতীয় ব্যারিকেড টপকে তৃতীয় অর্থাৎ শেষ ব্যারিকেড এর কাছে পৌঁছে যায় আন্দোলনকারী হিন্দু জাগরণ মঞ্চের সদস্য ও সদস্যরা। ঈদের মধ্যে ছিলেন বেশ কিছু সাধু সন্তরা। তারা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদেরকে হঠাৎ এ পুলিশের তরফ থেকে প্রথমত হাত ধরে তুলে দেওয়া হয়। তখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অবশেষে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জ করে তাড়িয়ে গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হয়। বেশ কয়েকজন সাধুসন্ত এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্য এবং সদস্যরা আক্রান্ত হন। রক্তাক্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কয়েকজন পুলিশের লাঠিচার্জের ফলে জখম হয়েছে। এদের মধ্যে একজন এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি কয়েকজনকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ছবি দেখা যায়, এক একজন মানুষকে various জিনিসের বস্তার মতো ছুড়ে ছুড়ে ফেলা হচ্ছে পুলিশের গাড়িতে। শেষ পর্যন্ত লাঠিচার্ট করে এলাকা খালি করে দেয় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের ডিপুটি হাইকমিশনের দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা এবং বেক বাগান মোড় থেকে পাকসারকাসমুখী কানেক্টর।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 23, 2025 11:49:49
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 23, 2025 11:34:48
Dinajpur, Rangpur Division:বাংলাদেশের বর্তমান উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রায়গঞ্জ ও হেমতাবাদ থানার লাগোয়া ঠাকুরবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি কারেন্সি নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রায়গঞ্জ কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে কাস্টমসের একটি বিশেষ দল ঠাকুরবাড়ি এলাকায় গোপনে ওঁত পেতে ছিল। সেই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবককে দাঁড়াতে বলা হলে তারা দাঁড়ানোর ভ pretend করে দ্রুত পালিয়ে যায়। কাস্টমসের গাড়ি দিয়ে ধাওয়া করা হলে পালানোর সময় যুবকরা রাস্তায় বাংলাদেশি কারেন্সি নোটের বান্ডিল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার হয় ২ টাকার বাংলাদেশি নোটের ৬০ হাজারটি নোট, যার মোট মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া নোটগুলি একেবারেই নতুন এবং ব্যবহার করা হয়নি বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। রায়গঞ্জ কাস্টমসের সুপারিন্টেনডেন্ট অনুজ কুমার দাস জানান, পলাতক দুই যুবকের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের পোশাক পরিহিত ছিল। রায়গঞ্জ কাস্টমসের অধীনে অতীতে এত বড় পরিমাণ বাংলাদেশি নোট উদ্ধারের নজির নেই বলেও তিনি জানান। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে এই বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা কোথায় ও কী উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে কাস্টমস.
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 23, 2025 10:35:04
Dinajpur, Rangpur Division:নতুন বছরের শুরুতেই বালুরঘাটবাসীর জন্য নতুন ফুড প্লাজা প্রকল্প, মিশ্র প্রতিক্রিয়া শহরে।new year শুরুতেই Balurghat শহরবাসীর জন্য एक नया परियोजना की शुरुआत हुई। Balurghat Municipality ने शहर के बीचों-बीच, Museums के सामने Rabindrabharan سے 100 मीटर के सड़क के दोनों किनारे फूड प्लाजा बनाने का प्रस्ताव रखा है। एक तरफ बैठने का इंतज़ाम होगा, दूसरी ओर अलग-अलग खाने के दुकानों को रखा जाएगा। रोशनी से सजाया जाएगा पूरा क्षेत्र। शाम से रात तक ये खाने के स्टॉल खुलेंगे। शहर के लोगों को यहां आकर समय बिताने और मनपसंद खाना खाने का मौका मिलेगा। नगरपालिका ने तेजी से काम शुरू कर दिया है और अगले साल 2026 के शुरुआत में औपचारिक उद्घाटन का लक्ष्य रखा गया है। इस निर्णय पर शहर में मिश्रित प्रतिक्रिया है: कुछ दुकानदारों का कहना है कि शाम के बाद क्षेत्र में भीड़ कम है, इसलिए लाभ questionable है; वहीं अन्य व्यापारियों का मानना है कि सड़क किनारे छोटे स्ट्रीट फूड व्यवसाय को एक स्थायी, सुंदर जगह मिल जाएगी तो उनका व्यवसाय बढ़ेगा। राजनीति भी शुरू हो गई है; भाजपा ने आरोप लगाया कि यह “काट मानी खाने का रास्ता” है, जबकि नगरपालिका इसे खारिज करती है। कुल मिलाकर अगर यह प्रोजेक्ट सफल होता है, तो शहर की मनोरंजन और खाद्य संस्कृति में नया आयाम जुड़ सकता है।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 23, 2025 10:34:32
Howrah, West Bengal:পৌর স্বাস্থ্য কর্মীদের মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা, সরকারি স্বীকৃতি, বকেয়া ইনসেনটিভ মেটানো সহ বিভিন্ন দাবীতে লাগাতার কর্মবিরতি পৌর স্বাস্থ্য কর্মীদের। আজ হাওড়া কর্পোরেশনে অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের রাজ্য সভানেত্রী রুনা পুরকায়েত বলেন, তাঁদের দাবি নিয়ে ডেপুটেশন দিতে চেয়ে পৌর ও নগরায়ন দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবির সপক্ষে কথা বলতে চাইলেও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি মুখ্যমন্ত্রী বা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী। এমনকি তাঁদের দাবিও মানা হয়নি বলে অভিযোগ জানান তিনি।আরো বলেন এই স্বাস্থ্য কর্মীদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের দাবির প্রতি উদাসীন সরকার। একাধিকবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতিতে গেছেন। তাতে মা ও শিশু দের পরিষেবার ব্যাঘাত ঘটবে বলে তিনি মনে করেন। তবে তার দায় সরকারের।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 23, 2025 10:19:45
Kolkata, West Bengal:চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বনগাঁ থানার দুই জায়গা থেকে গ্রেফতার চার বাংলাদেশি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম লাভলী মন্ডল বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলায়। ধৃত এই মহিলা বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে ঢুকে বনগাঁ থানার পাঠ শিমুলিয়া মাঠপাড়া এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে তিন বাংলাদেশী যুবক মোহামদ ফারুক, আরিফ মহাম্মদ ও মোহাম্মদ মারুফ সকলের বাড়ি বাংলাদেশের মিরপুর জেলায়। মঙ্গলবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ রেল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে চোরাপথে ভারতে ঢুকে দীর্ঘদিন ধরে তারা থাকে বিভিন্ন রাজ্যে তারা কাজ করত। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 23, 2025 10:19:00
0
comment0
Report
Advertisement
Back to top