Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

रेयगंज में बड़ी मात्रा में বাংলাদেশी मुद्रा बरामद, राजनीतिक अशांति के बीच रहस्य बना

BSBhabananda Singha
Dec 23, 2025 11:34:48
Dinajpur, Rangpur Division
বাংলাদেশের বর্তমান উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রায়গঞ্জ ও হেমতাবাদ থানার লাগোয়া ঠাকুরবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি কারেন্সি নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রায়গঞ্জ কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে কাস্টমসের একটি বিশেষ দল ঠাকুরবাড়ি এলাকায় গোপনে ওঁত পেতে ছিল। সেই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবককে দাঁড়াতে বলা হলে তারা দাঁড়ানোর ভ pretend করে দ্রুত পালিয়ে যায়। কাস্টমসের গাড়ি দিয়ে ধাওয়া করা হলে পালানোর সময় যুবকরা রাস্তায় বাংলাদেশি কারেন্সি নোটের বান্ডিল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার হয় ২ টাকার বাংলাদেশি নোটের ৬০ হাজারটি নোট, যার মোট মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া নোটগুলি একেবারেই নতুন এবং ব্যবহার করা হয়নি বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। রায়গঞ্জ কাস্টমসের সুপারিন্টেনডেন্ট অনুজ কুমার দাস জানান, পলাতক দুই যুবকের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের পোশাক পরিহিত ছিল। রায়গঞ্জ কাস্টমসের অধীনে অতীতে এত বড় পরিমাণ বাংলাদেশি নোট উদ্ধারের নজির নেই বলেও তিনি জানান। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে এই বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা কোথায় ও কী উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে কাস্টমস.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPrabir Chakraborty
Dec 23, 2025 13:16:41
Kolkata, West Bengal:হাই কমিশনের সামনে হিন্দু সংগঠনের বিক্ষোভ : বিদেশ মন্ত্রকের বিষয় ।দিল্লি তে বিক্ষোভ না দেখিয়ে এখানে কি ? এই সিন ক্রিয়েট করার মানে কি ? কেন্দ্র দায়িত্ব পালন করছে কি করছে না , এটা থেকে নজর ঘোরাতেই এসব করা হচ্ছে । প্ররোচনা মূলক দৃশ্য পট তৈরির জন্য বিজেপি এখানে এসব করছে । ধর্মীয় মেরুকরণের জন্য করা পুলিশের লাঠি চার্জ প্রসঙ্গে শুভেন্দু র মন্তব্য হাই কমিশনে হামলা করার জন্য গেছিল । ওখানে আসল সাধু কজন আর কটা নকল , তাই পুলিশ কঠোর হাতে দমন করেছেন । উপ দূতাবাস ক্ষতিগ্রস্থ হলে কি হতো উপদূতাবাদ ক্ষতি গ্রস্থ করতে কারা গেছিল ভিডিও দেখে দেখে ব্যবস্থা নেওয়া উচিত । উগ্র হিন্দুত্বের নামে ভারত বর্ষের আত্মা কে ধ্বংস করা হচ্ছে । যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করা যাবে না ? বিজেপি সব ধ্বংস করছে । 26 তারিখ আবার যাবে শুভেন্দু অধিকারী । এখানে না গিয়ে দিল্লিতে যান। আপনারা তো কার্যত কেন্দ্রের প্রতি অনাস্থা ই জানাচ্ছেন । কেন্দ্র নীরব হুমায়ূন কবীর প্রার্থী প্রত্যাহার : এই করেন এই ঘেঁটে দেন । ইয়ার্কি হচ্ছে । রাজনৈতিক কমেডি তে পরিণত হয়েছে sামশেরগঞ্জ হর গোবিন্দ দাস প্রসঙ্গ শান্তনু ঠাকুর কত বড় দায়িত্ব জ্ঞান হীন বিবৃতি । মতুয়া মানুষ দেখুন কাদের নিয়ে আপনারা মাতামাতি করেছেন দিপু দাসের পরিবার কে আর্থিক সাহায্য করার আশ্বাস শুভেন্দু হুমায়ূন কবীর ও মমতা একই টিম : শুভেন্দু র দাবি প্রসঙ্গে
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 23, 2025 13:16:11
Kolkata, West Bengal:*চন্দ্রিমা ভট্টাচার্য্য* আমাদের দলের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলাম。 বাংলার মানুষ কিছু জিনিস নিয়ে চিন্তা করছেন, সেই সমস্যাগুলোর নিরসন প্রয়োজন। কয়েকটি লজিক্যাল সমস্যা রয়েছে, যেমন, নামের বানান সহ এই জাতীয়, জেগুলো দেখলেই বোঝা যায়, কিন্তু তাতেও হিয়ারিং এ ডাকা হয়েছে। এছাড়া বাবা মা বা দাদু দিদার যা ডিটেইলের কথা বলা হয়েছিল, পড়ে তাও ডকুমেন্ট চাওয়া হচ্ছে। 11 টা ডকুমেন্ট নেওয়া হলেও 12 তম ডকুমেন্ট হিসেবে আধার নিতে হবে। গ্রামীণ এলাকায় 35-40 কিমি দূরে হিয়ারিং সেন্টার কেন? 85 বছরের বয়স্কদের জন্য বাড়িতে গিয়ে হিয়ারিং এর কথা হলেও, সেটাও নির্দেশ স্পষ্ট নয়। কেনো সব সিনিয়র সিটিজেনদের জন্য নয়。
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 23, 2025 12:50:38
Katwa, West Bengal:ভিন্ন বিধানসভার ভোটারের নাম সহ স্বামীর নাম মিলে যাওয়ায় শুনানির নোটিশ পেলেন কাটোয়া বিধানসভার ৯৬ বুথের টাউনহল পাড়ার বাসিন্দা দোলা বন্দ্যোপাধ্যায়। কাটোয়ার ৯৬ নম্বর বুথের বি এল ও পারমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, বনগাঁ বিধানসভার এক ভোটারের সঙ্গে নাম মিলে যাওয়ায় বিপত্তি হয়েছে। শুনানির নোটিশ দিলাম। বি এল ও - এর কাছ থেকে নির্বাচন কমিশনের শুনানির নোটিশ পেয়ে দোলা বন্দ্যোপাধ্যায় বলেন,আমার বাড়ির সবার ভোটার তালিকায় নাম উঠেছে সেজন্য আতঙ্ক লাগছে। বনগাঁ বিধানসভায় আমার নামে এবং আমার স্বামী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে একজন ভোটার আছেন। নামের ম্যাচিং হয়ে যাওয়ায় এখন আমি পড়েছি ঝামেলায়।আমি গত ২০ বছর ধরে কাটোয়ায় ভোট দিচ্ছি। ২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম আছে। প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হতে হবে জানিয়ে नোটিশ দিয়ে গেল। বি এল ও জানায় কাটোয়া বিধানসভার ৯৬ বুথে ২২৬ ক্রমিক নম্বরের দোলা ব্যানার্জি নামে এক ভোটারের সঙ্গে দক্ষিণচব্বিশ পরগণার বনগাঁ বিধানসভার ভোটারের নাম স্বামীর নাম মিলে গিয়ে কমিশনের নথিতে 'ডাউট' ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন । অদ্ভুত ভাবে কাটোয়ার দোলা বন্দ্যোপাধ্যায়র স্বামীর নামে বনগাঁ বিধানসভার স্বামীর নাম উল্লেখ করা আছে। কমিশনের নির্দেশে কাটোয়া দোলা বন্দ্যোপাধ্যাকে শুনানিতে ডাকা হয়েছে। সোমবার থেকে কাটোয়া মহকুমা এলাকার ভোটারদের বাড়িতে এস আই আর-এর শুনানির নোটিস দেওয়া শুরু হয়েছে। ভোটারদের পূরণ করা এনুমারেশন ফর্মে লজিক্যাল এরর দেখে কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটারদের চিহিত করা হয়েছে।ননম্যাপড ভোটাররা শুনানিতে বেশি ডাক পাচ্ছে। এছাড়াও ম্যাপিং হয়েছে কিন্তু দুই বিধানসভায় নাম পাওয়া গেছে সেরকম ঘটনায় ভোটারদের শুনানিতে ডাকা হয়েছে। কাটোয়া মহকুমার তিন বিধানসভা এলাকায় ১৪৩৬০ জন ভোটারকে শুনানির জন্য নোটিশ দিয়ে ডাকা হচ্ছে।কাটোয়ার মহকুমা শासক জানান কাটোয়া বিধানসভায় ৭১৯৭ জন,কেতুগ্রাম বিধানসভার ৫২৯০ জন এবং মঙ্গলচোট বিধানসভায় ১৮৭৩ জন ভোটারকে শুনানিতে হাজির হয়ে কমিশন উল্লেখিত প্রয়োজনীয় নথি দেখাতে হবে। কাটোয়া পুর এলাকার ভোটারদের শুনানি হবে কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ে অন্যান্য ভোটারদের শউনানি হবে সংশ্লিষ্ট বি ডিও- র নিজস্ব কার্যালয়ে।
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 23, 2025 12:50:19
Dinajpur, Rangpur Division:কালিয়াচকের চার যুবককে পাকিস্তান যোগের অভিযোগে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী, চাঞ্চল্য রায়গঞ্জে বাংলদেশে চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবহে মালদহের কালিয়াচক এলাকার চার যুবককে পাকিস্তানের সঙ্গে যোগ থাকার অভিযোগে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় গ্রামবাসীরা। মঙ্গলবার রায়গঞ্জ শহর লাগোয়া গৈতর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চার যুবক কাঠাল গাছের পাতা কেনার উদ্দেশ্যে গৈতর গ্রামে আসে। অভিযোগ, সেই সময় এলাকার একটি কাঠের মিলে কর্মরত ধর্মেন্দ্র সরকার নামে এক বাসিন্দার কাছে এক যুবক পাঁচ হাজার টাকা নগদ চায় এবং জানায়, অনলাইনে কালিয়াচক থেকে টাকা পাঠিয়ে দেওয়া হবে। অভিযোগ অনুযায়ী, টাকা পাঠানোর জন্য যে মোবাইল নম্বরে কিউআর কোড পাঠাতে বলা হয়, তার শুরুতে ছিল +৯২। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ধর্মেন্দ্র সরকার নম্বরটি খতিয়ে দেখেন এবং জানতে পারেন সেটি পাকিস্তানের কান্ট্রি কোড। এরপর তিনি বিষয়টি গ্রামবাসীদের জানান। গ্রামবাসীরা ওই চার যুবককে আটক করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় বাসিন্দা দুলাল সরকার বলেন, “বাংলাদেশে এখন অস্থিরতা চলছে। 최근 দীপু দাস নামে এক হিন্দু যুবকের নৃশংস হত্যার ঘটনা আমাদের আতঙ্কিত করেছে। অভিযুক্তদের মোবাইলে পাকিস্তান যোগের একাধিক সূত্র আমরা পেয়েছি। পুলিশ যেন গোটা বিষয়টি গভীরভাবে তদন্ত করে।” ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত들의 জিজ্ঞাসাবাদ করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা_gi_Eিহ।
0
comment0
Report
PDPradyut Das
Dec 23, 2025 12:49:27
Jalpaiguri, West Bengal:ফের হাতির হানায় মৃত্যু。 *জঙ্গলে ঘাস কাটতে গিয়ে দাঁতাল হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার অন্তর্গত মোরাঘাট রেঞ্জের সোনাখালি বিট এলাকায় চরম আতঙ্ক। ঘটনাস্থলে বনদপ্তরের টিম。 জলপাইগুড়ি বন বিভাগের ধুপগুড়ি থানার অন্তর্গত মোরাঘাট রেঞ্জের সোনাখালি বিট এলাকায় মর্মান্তিক ঘটনায় হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রামকিশোর রায়, বাড়ি ঝাড় আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই এদিনও রামকিশোর রায় জঙ্গলে গিয়েছিলেন ঘাস কাটতে। সেই সময় আচমকাই একটি বুনো দাঁতাল হাতির মুখোমুখি হয়ে পড়েন তিনি বলে বনদপ্তর সূত্রে জানা যায়। মুহূর্তের মধ্যেই ক্ষিপ্ত হাতির হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই হাতি তাকে পিষে মারে এবং পরে শরীরে দাঁত ঢুকিয়ে শুঁড়ে পেঁচিয়ে তুলে নিয়ে যায় গভীর জঙ্গলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মোরাঘাট रেঞ্জের বনকর্মীরা। গভীর জঙ্গলের মধ্যে থেকে দেহ উদ্ধারের চেষ্টা চলছে বনদপ্তরের পক্ষ থেকে। এই ঘটনার পর আরো তৎপরতা বাড়ানো হবে বলে বনগাঁও তোর সাথে খবর। তবে সামনেই বড়দিনের উৎসব। সে কারণেই যেকোনো অপ্রীতিকর ঘটনায় এরাতে বনদপ্তরের তরফ থেকে এলাকার সচেতনতা মাইকিং প্রচার চালানো হচ্ছে। সরকারি নিয়ম মেনে পরিবারের পাশে পাশে থাকার আশ্বাস বনদপ্তরের।
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 23, 2025 12:49:00
Ranaghat, West Bengal:হাসখালীতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দোষী 9 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন ও 2 জনকে শর্ত সাপেক্ষে জামিন ও বাকিদের 5 ও 3 বছরের সাজা শোনালো রানাঘাট আদালত। সূত্রের খবর, 2022 সালে এপ্রিল মাসে হাসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণ ধর্ষণের শিকার হন এক নাবালিকা। পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরে সেই তদন্তভার আদালতের নির্দেশে যায় সিবিআই এর কাছে। আর সেই মামলেই সোমবার অভিযুক্তদের মধ্যে 9 অভিযুক্তকে দোষী সাবস্ত করতে রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার সেই দোষীদের সাজা শোনাতে গিয়ে বিচারক সৌমেন গুপ্তা 9 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারা দণ্ডের সাজা শোনান। পাশাপাশি এই ঘটনায় দোষী সাব্যস্ত 1 নাবলক সহ দুই জনকে 50 হাজার টাকার বন্ডে শর্ত সাপেক্ষে 1 বছরের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি বাকি 3 জনকে 5 বছরে ও 1 জনকে 3 বছরের সশ্রম কারা দণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। প্রসঙ্গত গত 3 বছর আগে হাসখালি থানার বগুলায় ঘটা এই নৃশংস হত্যাকান্ড এর ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। আর মঙ্গলবার সেই আলোড়ন সৃষ্টি কারী মামলার রায়দান হলো। মঙ্গলবার এই প্রসঙ্গে আনুমানিক বেলা
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 23, 2025 12:08:27
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে অভিযানে নামলো পুরুলিয়া পৌরসভা । ফুটপাত দখল করে বসে থাকা অস্থায়ী দোকান এবং ব্যবসায়ীদের উচ্ছেদ করার কাজ শুরু হলো পুরুলিয়ায় । ফুটপাত দখল করে থাকা দোকানগুলিকে আগাম নোটিশ জানিয়ে জেসিবি মেশিন দিয়ে ভেঙ্গে ফেলা হলো । সম্প্রতি পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙ্গে প্রশাসক বসানো হয়েছে । বর্তমানে পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ পুরুলিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন । এরপরই পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে পদক্ষেপ নিল পুরুলিয়া পৌরসভা । পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বা ব্যবসা চালাচ্ছেন বহু মানুষ । এরফলে নিত্যদিন যানজট সহ নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । অবৈধ ভাবে ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানপাট গুলির মালিকদের বার বার হুঁশিয়ারি দিয়েও সমস্যার সমাধান হয়নি । এবার অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কড়া পদক্ষেপ নিয়ে জেসিবি মেশিন দিয়ে দোকানগুলো ভেঙ্গে ফেলার কাজ শুরু হলো । যদিও এই অভিযানে অখুশি দোকানের মালিকেরা । তারা জানান, দোকানগুলো ভাঙার ফলে তারা আর্থিক সমস্যায় পড়বেন। বাইট: ১) অনুপ মণ্ডল (ফাস্ট ফুড দোকানের মালিক) ২) মহম্মদ আব্বাস (দোকান মালিক)
0
comment0
Report
PDPradyut Das
Dec 23, 2025 12:05:29
Jalpaiguri, West Bengal:পাহাড়ে ৩১৩ জন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ হল আজ। মামলার রায় ঘোষণা করা আগামীকাল। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আজ এই মামলার শুনানি শেষ হয়েছে। জিটিএ-র মাধ্যমে পাহাড়ে ৩১৩ জন শিক্ষককে নিয়োগ করা হয়। যদিও সেই নিয়োগে দুর্নীতি করার অভিযোগ ওঠে। এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হলে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে জিটিএ। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আজ সেই মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ আগামীকাল মামলার রায় ঘোষণা করবে। আজ দীর্ঘ সময় ধরে শুনানি হয়। বিচারপতিরা উভয়পক্ষের সওয়াল জবাব শুনে আগামীকাল রায় ঘোষণা করবেন বলে জানান।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 23, 2025 12:01:20
Durgapur, West Bengal:অন্ডাল মোড় থেকে অন্ডাল স্টেশন যাওয়ার راستায় জমা জলে মানুষের যাতায়াতের অসুবিধা, বিক্ষোভ এলাকাবাসীদের। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার দীর্ঘ নালা গ্রামের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার উপরে জমে থাকছে অনেকক্ষণ , তার ফলে রাস্তায় পথচারীদের অসুবিধা হচ্ছে। ওই রাস্তাতে বড় বড় গাড়ি যাওয়ায় অসুবিধা হচ্ছে পথচারীদের । এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে জমা জল নালার নোঙা জল আর ওইখানে কিছু পাইপ লাইনের জল ওর সঙ্গে মিশে গিয়ে রাস্তায় জমা হচ্ছে । আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে । এলাকাবাসীদের আরও অভিযোগ, ওই রাস্তার পাশে নিকাশি নালা যেটা বানানো হয়েছে ভালোভাবে জল পারাপার না হওয়ার কারণে ওখানে সব জল রাস্তার উপর উঠে যাচ্ছে। যেতে আসতে অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। অন্ডাল গ্রাম পঞ্চায়েত প্রধান কাছে এই অভিযোগ নিয়ে গেছিলাম, প্রধানের বক্তব্য, রাস্তা PWD র আন্ডারে। উনারাই ভুল করে এই রাস্তার ড্রেন তৈরি করেছে । এই ব্যাপারে আমরা কিছু বলতে পারব না । অন্ডাল ব্লকের বিজেপি তরফ থেকে আধঘন্টা বিক্ষোভ দেখানো হয়। এই ড্রেন তাড়াতাড়ি ঠিক তৈরি করা হোক, না হলে এরপর আরও বড় আন্দোলনে কথা জানালেন বিজেপির অন্ডাল ব্লক সভাপতি রাখাল চন্দ্র দাস। অন্ডাল বিডিও দীপাঞ্জন দত্তের বক্তব্য, "রাস্তা তৈরি করছিল PWD, আমরা পরে যুক্ত ই। একটু সমস্যা আছে। ঠিক করে দেওয়া হবে।"
0
comment0
Report
christmas
Advertisement
Back to top