Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

उत्तर 24 परगना में चापापुकुर के पास ट्रेन से वृद्ध की मौत, रेलवे पुलिस जांच में जुटी

BBBimal Basu
Nov 11, 2025 07:03:33
Basirhat, West Bengal
आज सुबहTrener katā paṛe ek vr̥ddher mṛtyu niye chā nchaly. Terāṇi rail polise. Uttor 24 porɡona, Bosirhaṭ mahakuma, Shiẏaldah hasnabād laine, chāmpāpukur rel stesiōn sòngglagn rell lāinē lip dā/ lāp diye ātmhattā ekan vr̥ddher. Sthāniyō tr̥nẏa jānā kāyā ābul hosēn, 62, bāṛī baduriyār jagannāthpur ēlāyē. Sakalē chāśhēra jamitē jādōr nām kara bērilēśī ēkabār uṭhēra mān sārē, tāpar down train aṭṭhā ḍēsē chānchpapukur rel gēt sòngglagn rel līnēra ūpar jhāp diẏē ātmhattā karēn.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Nov 11, 2025 08:17:04
Mal Bazar, West Bengal:ঘিস বস্তীর দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। তার মধ্যে প্রচন্ড কষ্টে চলছে পড়াশোনা ... ২০ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া টিনের ছাউনি দেওয়া একচিলতে ঘর। বাইরে তিন ফুট চওড়া বারান্দা। ভেতরে এক কোণে মাটির উনুনে কাঠ জ্বেলে ডিম সেদ্ধ করা হচ্ছে। outside প্রচণ্ড রোদ, কিন্তু টিনের ছাউনির তাপে ঘামছে তারা। একই কলোনির ৩৪৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তুলনায় কিছুটা ভালো। এখানে জলের ব্যবস্থা থাকলেও ঘরের প্রায় ভগ্নদশা। দুই কেন্দ্র মিলিয়ে নথিভুক্ত শিশুর সংখ্যা ৭০ থেকে ৭৫ জন হলেও প্রতিদিন গড়ে ৫০-৫৫ জন শিশু উপস্থিত থাকে বলে জানিয়েছেন ৭৭৪ নম্বর কেন্দ্রের সহায়িকা রঞ্জনুয়ারা বেগম ও ৩৪৪ নম্বর কেন্দ্রের কর্মী লাভলি ঘোষ। স্থানীয় অভিভাবক রীনা খাতুন, অভিজিৎ রায়, ও লক্ষ্মী ছেত্রী-র অভিযোগ, বহুবার গ্রাম পঞ্চায়েত সদস্যদের কাছে কেন্দ্র দু’টির পরিকাঠামো সংস্কারের আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাছিরুল হক জানিয়েছেন, “এই মুহূর্তে তহবিলের অভাব রয়েছে। ফান্ড পাওয়া গেলেই সংস্কারের কাজ শুরু হবে।” অন্যদিকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার কাজ অগ্রাধিকার তালিকায় রয়েছে। সেই তালিকায় ঘিস বস্তীর এই দুই কেন্দ্রও অন্তর্ভুক্ত। ফান্ড অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। বাইট: ১. লাভলি ঘোষ, ৩৪৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ২. আমিরা খাতুন, শিশুর মা ৩. রঞ্জিনা বেগম, অভিভাবক ৪. সাহিনা বেগম, স্থানীয় বাসিন্দা ৫. অভিজিৎ রায়, স্থানীয় যুবক 1111ZG_MAL_ICDS_R
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 11, 2025 08:16:45
Kolkata, West Bengal:দিল্লির বিস্ফোরণ, সুপ্রিম কোর্টের শোক প্রকাশ। ভারতের প্রধান বিচারপতি বিিআর গাভাই দিল্লিতে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং "বিধ্বংসী ট্র্যাজেডি" হিসেবে বর্ণনা করেছেন। ভারতের সুপ্রিম কোর্ট এবং সমগ্র বিচার ব্যবস্থাের পক্ষ থেকে, প্রধান বিচারপতি যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধান বিচারপতি বি আর গাভায়াই :-- ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমরা সকলেই গভীরভাবে শোকাহত।ভারতের সুপ্রিম কোর্ট এবং দেশের বিচার বিভাগীয় এবং আইনজীবি সমাজের পক্ষ থেকে, এই ভয়াবহ ট্র্যাজাডিতে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। সেই সাথে যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও আমার সমবেদনা । এই ক্ষতি- যন্ত্রণার প্রতি আমরা বাকরুদ্ধ। তবুও আমরা আশা করি যে সম্মিলিত সহানুভূতি এবং সংহতি এই দুঃখের সময়ে কিছুটা সান্ত্বনা দেবে।এই শোকের মুহૂરতে, আমরা শোকাহতদের সাথে একাত্মতা প্রকাশ করছি। আইনের শাসন বজায় রাখা, ন্যায়বিচার নিশ্চিত করার এবং প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করার জন্য আমরা আমাদের দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়াত আত্মাদের চির শান্তি কামনা করি । শোকাহত পরিবার এবং এই অপূরণীয় ক্ষতির জন্য শোকাহত সকলের প্রতি আমরা সহমর্মি.
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 11, 2025 08:16:35
Kolkata, West Bengal:যাদবপুর विश्वविद्यालय सुरक्षा সম্পর্কিত মামলা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠক করে রিপোর্ট জমা দিল রাজ্য ও বিশ্ববিদ্যালয়। যাদবপুরের নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টের রাজ্যের রিপোর্ট .... ১. আদালতের নির্দেশে ১৫ অক্টোবর বেলা দুটোয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর বৈঠক হয়। ১.যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং সল্টলেক ক্যাম্পাস এর জন্য সিসিটিভি বাবদ খরচ এর পরিমাণ ৬৮ লক্ষ ৬২ হাজার ৬৬৩ টাকা বরাদ্দ হয়েছে। ৩.নতুন করে ৩২ জন নিরাপত্তা রক্ষী কে নিয়োগ করা হবে (রাজ্য সৈনিক বোর্ড থেকে নেয়া হবে এদের)। যাদবপুর এরই নিরাপত্তা রক্ষী দের নিয়োগ করবে যাদবপুর এক্সিকিউটিভ কাউন্সিল। যার টাকা বরাদ্দ করবে রাজ্য। ৪.কলকাতা পুলিশ (সাউথ সাবার্বান ডিভিশন)যাদবপুর ও সল্টলেক এর কলেজ ও হোস্টেল এর নিরাপত্তা পর্যবেক্ষণে রাখবে। এই দায়িত্বে থাকবে Kolkata Police South Suburban Division এর ডেপুটি কমিশনার। ৫. বিশ্ববিদ্যালয় এর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় এর জন্য রাজ্যে প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সঙ্গে সামঞ্জস্য বজায় করে চলবে ।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 11, 2025 08:05:26
Barrackpore, Kolkata, West Bengal:দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন জুড়ে কড়া নিরাপত্তা, নামল রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও দক্ষিণেশ্বর থানার পুলিশ দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে হাই এলার্ট জারি করা হয়েছে। আর সেই হাই এলার্ট জারি হওয়ার পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। বারাকপুর পুলিশ কমিশনারেটের সশস্ত্র বাহিনী ও দক্ষিণেশ্বর থানার পুলিশ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এর ভেতরে এবং বাইরে তল্লাশি চালানোর পাশাপাশি দক্ষিণেশ্বর রেল স্টেশনেও নজরদারি চালাচ্ছে। গোটা দক্ষিণেশ্বর মন্দির, মেট্রো স্টেশন ও রেল স্টেশন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে
0
comment0
Report
CDChampak Dutta
Nov 11, 2025 07:37:24
Kaji Chak, West Bengal:মেদিনীপুর স্টেশনে চালানো হচ্ছে তল্লাশি। গতকাল দিল্লী তে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়েও হাই এলার্ট। এই ঘটনার জেরে গতকাল রাতেই দেখা গিয়েছিল মেদিনীপুর স্টেশনের আরপিএফ এবং জিআরপি কর্মীরা মেটাল ডিটেক্টর নিয়ে স্টেশনের মধ্যে থাকা ডাস্টবিন, রেল যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ এবং স্টেশনের বাইরে পার্কিং করে রাখা গাড়িগুলিতে চেকিং সহ তল্লাশি অভিযান চালাতে। আজ সকাল থেকেও স্টেশনে চলল তল্লাশি অভিযান। যাত্রীদের ব্যাগ খুলে তল্লাশি চালাতে দেখা যায়। রেল আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কাছে ডিজির নির্দেশ সেইমত তারা স্টেশনে চেকিং চালাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত উপর থেকে নতুন কোনো নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত চলবে এই চেকিং প্রক্রিয়া।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 11, 2025 07:03:51
Chinsurah, West Bengal:ভাইপো নওশাদের হয়ে ব্যাট ধরলেন ত্বহা সিদ্দিকী।এক হাত নিলেন সওকত মোল্লাকে। ভাঙ্গরের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আলো পতাকা দেখার এবং হেনস্তার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার লোকজনের বিরুদ্ধে। এই প্রসঙ্গে ত্বহা সিদ্দিকী বলেন,যে মহিলারা ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছিল তাদের যে দাবি সেই দাবিত নাওশাদও করেছে।মদ গাঁজা তোলাবাজির পক্ষে তো নাওশাদ নয়। ভাঙ্গর ক্যানिंगয়ে যা কিছু অসামাজিক কাজ হচ্ছে তোলাবাজি হচ্ছে সবের মূলে রয়েছে সওকত মোল্লা। এই ধরনের লোককে যদি ২০২৬ টিকিট দেয় তৃণমূল তাহলে মানুষ তার জবাব দিয়ে দেবে। এসআইআর প্রসঙ্গে ফুরফুরা পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন,এস আই আর হোক আমরাও চাই যারা প্রকৃত ভোটার তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এস আই আর হতে দেব না এখন তিনি কি করেন সে দিকেই আমরা তাকিয়ে আছি কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেই রাজ্যের মানুষ মানে।
0
comment0
Report
NRNarayan Roy
Nov 11, 2025 07:03:10
Siliguri, West Bengal:উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চিতাবাঘের হামলায় আহত ১। বাথরুমে লুকিয়ে ছিল চিতাবাঘ, অভিষেক কুত্তা নামক এক যুবক বাথরুমে প্রবেশ করতেই হামলা চিতাবাঘের। ঘটনায় আহত হয়েছে অভিষেক। বেসরকারি হাসপাতালে his চিকিৎসা চলছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩ নং গেট সংলগ্ন এক বাড়িতে চিতাবাঘের হামলাকে ঘিরে ব্যাপক আতঙ্ক। ঘটনায় নিরাপত্তা চাইছেন স্থানীয়রা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছেন, সে ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো হোক বলে দাবি তাদের। ঘটনার বন বিভাগের কর্মীরা এসেছিলেন তবে ব্যবস্থা না নিয়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে খবর।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 11, 2025 06:23:16
Kolkata, West Bengal:দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌছালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ১) মুখ্যমন্ত্রীর মন্তব্য নোট বন্দির পর বিজেপি এস আই আর করে ভোট বন্দি করছে সেই প্রসঙ্গে বলেন, নোট বন্দি তো হয়েছিল এখন রোহিঙ্গা বন্দি বাংলাদেশী অনুপ্রবেশকারী বন্দি মৃত ভোটার বন্দি ভুয়ো ভোটার বন্দি হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই ছন্দবন্ধতার প্রতিদিন উত্তর দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এসে যার বন্দির কথা বলছেন তার নিজের পাপ দলের পাপ ঢেকে রাখার জন্য。 ২) হাইকোর্ট কংগ্রেসের করা মামলা এস আই আর নিয়ে তা খারিজ এবার সুপ্রিম কোর্ট যাচ্ছে সেই প্রসঙ্গে বলেন, কে যেখানে খুশি যেতে পারেন যারা হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আছে তারা নাগরিকত্ব পাবে। ভোটাধিকার পাবে। বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ভারতীয় মুসলমান ও বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবেনা。 ৩) মুখ্যমন্ত্রীর এস আই আর সি এ এ-কে ঢাল করে তার সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবেন না। ২০২৬ এর নির্বাচন তৃণমূলের বিসর্জন。 ৪) মুখ্যমন্ত্রীর এস আই আর সুপার এমার্জেন্সি, স্থগিত করে দেওয়া হোক মন্তব্য প্রসঙ্গে বলেন, আর জি করের কি হল, ৪০ হাজার চাকরি বিক্রি হয়েছে, তার কি হলো উত্তরবঙ্গে অবৈধ স্যান্ড মাইনিং, কাঠ কেটে নেওয়া তার জন্য তার জন্য প্রাকৃতিক বিপর্যয় তার উত্তর কে দেবে, কেন মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে থাকা শিল্পপতিরা ভিন রাজ্যে নিজের পুজি সরিয়ে নিয়ে যাচ্ছেন, কেন পশ্চিমবঙ্গের ছাত্ররা পরিযায়ী হয়ে যাচ্ছে তার উত্তর মুখ্যমন্ত্রী আগে দিন। ৫) পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি নিয়ে বলেন, পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি মানে তিনি অভিযুক্ত থেকে মুক্ত নন, মাছ খাবে সব পাখি কিন্তু মাছরাঙ্গায় কলঙ্কিনী তা তো হতে পারেন না। আমরা আশা করব পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত বিষয় জেলের বাইরে এসে বলবেন। এই পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয় তৃণমূল কংগ্রেসের, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। পুরো শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার করে দিয়েছিল সেটা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয় কালেক্টিভ ডিসিশন। সে কথা ফিরহাদ হাকিম বলেছিলেন。
0
comment0
Report
PDPradyut Das
Nov 11, 2025 06:22:44
Jalpaiguri, West Bengal:রেল পুলিশের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর সোমবার রাতভর জলপাইগুড়ি জেলা পুলিশের তল্লাশি অভিযান চলল জাতীয় সড়কে। নাকা চেকিং শুরু হয়েছে জলপাইগুড়ির গোশালা‌ মোড় সহ জাতীয় সড়কের বিভিন্ন এলাকায়। এছাড়া শহরের বিভিন্ন এলাকার পাশাপাশি রেল স্টেশন ও বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে‌ চলছে তল্লাশি অভিযান। দিল্লির ধারাবাহিক বিস্ফোরণের সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা বলয়ে মুড়ে фেলা হয়েছে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকাকে। রাজধানী বিস্ফোরণের ঘটনার পর কেন্দ্রীয় নির্দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। এজন্য সর্বত্র‌ই জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। এশিয়ান হাইওয়ে, জাতীয় সড়ক সহ সীমান্ত এলাকাগুলোতে‌ চলছে পুলিশ کی কড়া নজরদারি। জলপাইগুড়ি রোড় স্টেশন, টাউন স্টেশন সহ সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় যাত্রীদের লাগেজ‌ পরীক্ষা করে দেখা হচ্ছে।
0
comment0
Report
Advertisement
Back to top