Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028

मंगलवार दोपहर दिल्ली से कोलकाता लौटे केंद्रीय मंत्री सुकांत मजूमदार

SBSoumen Bhattachrya
Nov 11, 2025 08:05:40
Kolkata, West Bengal
মঙ্গলবার দুপুরের বিমানে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Nov 11, 2025 09:15:13
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 11, 2025 09:15:02
Kalna, West Bengal:জেঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড। আবার নিজের পিতা দিয়ে আরেকটি ভোটার কার্ড। তিনি সাতগেছিয়া পঞ্চায়েতের শ্বাসপুর রামকৃষ্ণপল্লীর বিজেপির সদস্য। পঞ্চায়েত সদস্যের ভোটার লিস্টে একই ব্যক্তি দুবার নাম দেখে এলাকায় চাঞ্চল্য। গোপাল বাড়ৈ কালনা দু'নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য , একটি ভোটার কার্ডে তার নিজের জ্যাঠা দুলাল বাড়ৈ কে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেন। পরবর্তীকালে তিনি আরেকটি ভোটার কার্ড করেন নিজের বাবা অনিল বাড়ৈ এর নাম দিয়ে। গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তার এই দুটি ভোটার কার্ড ছিল , এখন ভোটার তালিকা তারেই দুটি নাম থাকায়, উঠছে প্রশ্ন কি করে জেঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং পরবর্তীকালে নিজের বাবা নাম দিয়ে আরেকটি ভোটার কার্ড সম্ভব হল । এ বিষয়ে গোপাল বাড়ৈয়ের সাফাই তিনি_kn জানান sir এ একটি নাম বাতিল হয়ে যাবে। তিনি আরো জানান তখন নির্বাচন কমিশনারের সাইট বন্ধ হয়ে গেছিল সংশোধনের ক্ষেত্রে। অবশ্যই এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল জানান বি ডিও কে বিষয়টি জানানো হবে,
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 11, 2025 09:10:42
Chinsurah, West Bengal:দাদাগিরির পাল্টা হবে, রেললাইনে পাথর আছে। আরপিএফ কে হুশিয়ারী বিধায়কের। রেলের জায়গায় বসবাসকারীদের উচ্ছেদ করছে রেল। সেই মর্মে হুগলি স্টেশন রেললাইন সংলগ্ন কালিতলা এলাকায় ১৪ দিনের নোটিশ দিয়ে জায়গা খালি করে দিতে বলা হয়। মঙ্গলবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেই এলাকা পরিদর্শনে যান। তিনি অভিযোগ করেন ওই এলাকা রবীন্দ্রনগর ফাঁড়ি এবং চুঁচুড়া থানার অধীনে। কিন্তু থানা বাঁ ফাঁড়ির কাউকে না জানিয়ে আরপিএফ ওই এলাকায় ঢুকছে। আরফিএফ দাদাগিরি করছে বলেও অভিযোগ করেন তিনি। এরপরই বিধায়ক বলেন, থানাকে না জানিয়ে আরপিএফ এসে দাদাগিরি করছে। দাদাগিরির পাল্টা হবে। রেলাইনে পাথর আছে।প্রতিরোধ হবে।দরকারে আইন তুলে নেবে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 11, 2025 08:54:19
Jhargram, West Bengal:লালকেল্লা বিস্ফোরণের পর নড়েচড়ে বসলো প্রশাসন, ঝাড়গ্রাম স্টেশনে জোরদার তল্লাশি অভিযান দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই সতর্ক অবস্থায় রাজ্যের পুলিশ প্রশাসন। সোমবার রাত থেকেই শুরু হয়েছে দফায় দফায় নাকা চেকিং ও তল্লাশি অভিযান। ঝাড়গ্রাম রেল স্টেশনে মঙ্গলবার সকালে জিআরপি ও আরপিএফ-এর যৌথ উদ্যোগে স্নিপার ডগ নিয়ে চলছে জোর কদমে তল্লাশি। সরকারি ও বেসরকারি বাস, ব্যক্তিগত গাড়ি— কোনো যানই বাদ যাচ্ছে না পুলিশের চোখ থেকে। স্টেশনের ভেতরে ও বাইরের প্রতিটি কোণে চলছে চিরুনি তল্লাশি। সন্দেহজনক সামগ্রী বা কোনও বিস্ফোরক দ্রব্য পাচার হচ্ছে কিনা, তা খতিয়ে দেখছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 11, 2025 08:53:52
Chinsurah, West Bengal:খেলতে খেলতে পা পিছলে খালে পরেগিয়েছিল এক শিশু,দুদিন পর আজ তার মৃতদেহ উদ্ধার হল।শোকের ছায়া এলাকায়। মৃতের নাম ঋষি জয়সারা(৪)。 উত্তরপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের খালপারে কিছু ঝুপরি রয়েছে।সেখানেই বসবাস পেশায় ইলেকট্রিক মিস্ত্রী রবি জয়সারার।তার চারের শিশু পুত্র কয়েকজনের সঙ্গে খেলা করছিল গত রবিবার বিকালে।খেলতে খেলতে হঠাৎ করে পা পিছলে খালের জলে পরে যায় শিশুটি।সে সময় স্রোত থাকায় ভেসে চলে যায় ২০ নম্বর ওয়ার্ড মাখলার দিকে।অনেক খোঁজাখুঁজিতেও তার সন্ধান পাওয়া যায়না।আজ সকাল দশটা নাগাদ কিছুটা দূরে কচুরি পানার মধ্যে মৃতদেহ দেখতে পাওয়া যায়。 দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় উত্তরপাড়া থানার পুলিশ。 খালের পারে ঝুপরির শিশুদের ঝুঁকি থাকে।কখন খালে পরে যায়।এলাকার বাসিন্দারা এবং ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত চক্রবর্তী বলেন,খালের পারে পাকাপাকিভাবে রেলিং দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি চিঠি করবো পুরসভা কে।যাতে আর কোন এই ধরনের বিপদ না হয়।আপাতত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হবে জায়গাটি。
0
comment0
Report
ABArup Basak
Nov 11, 2025 08:17:04
Mal Bazar, West Bengal:ঘিস বস্তীর দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। তার মধ্যে প্রচন্ড কষ্টে চলছে পড়াশোনা ... ২০ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া টিনের ছাউনি দেওয়া একচিলতে ঘর। বাইরে তিন ফুট চওড়া বারান্দা। ভেতরে এক কোণে মাটির উনুনে কাঠ জ্বেলে ডিম সেদ্ধ করা হচ্ছে। outside প্রচণ্ড রোদ, কিন্তু টিনের ছাউনির তাপে ঘামছে তারা। একই কলোনির ৩৪৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তুলনায় কিছুটা ভালো। এখানে জলের ব্যবস্থা থাকলেও ঘরের প্রায় ভগ্নদশা। দুই কেন্দ্র মিলিয়ে নথিভুক্ত শিশুর সংখ্যা ৭০ থেকে ৭৫ জন হলেও প্রতিদিন গড়ে ৫০-৫৫ জন শিশু উপস্থিত থাকে বলে জানিয়েছেন ৭৭৪ নম্বর কেন্দ্রের সহায়িকা রঞ্জনুয়ারা বেগম ও ৩৪৪ নম্বর কেন্দ্রের কর্মী লাভলি ঘোষ। স্থানীয় অভিভাবক রীনা খাতুন, অভিজিৎ রায়, ও লক্ষ্মী ছেত্রী-র অভিযোগ, বহুবার গ্রাম পঞ্চায়েত সদস্যদের কাছে কেন্দ্র দু’টির পরিকাঠামো সংস্কারের আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাছিরুল হক জানিয়েছেন, “এই মুহূর্তে তহবিলের অভাব রয়েছে। ফান্ড পাওয়া গেলেই সংস্কারের কাজ শুরু হবে।” অন্যদিকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার কাজ অগ্রাধিকার তালিকায় রয়েছে। সেই তালিকায় ঘিস বস্তীর এই দুই কেন্দ্রও অন্তর্ভুক্ত। ফান্ড অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। বাইট: ১. লাভলি ঘোষ, ৩৪৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ২. আমিরা খাতুন, শিশুর মা ৩. রঞ্জিনা বেগম, অভিভাবক ৪. সাহিনা বেগম, স্থানীয় বাসিন্দা ৫. অভিজিৎ রায়, স্থানীয় যুবক 1111ZG_MAL_ICDS_R
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 11, 2025 08:16:45
Kolkata, West Bengal:দিল্লির বিস্ফোরণ, সুপ্রিম কোর্টের শোক প্রকাশ। ভারতের প্রধান বিচারপতি বিিআর গাভাই দিল্লিতে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং "বিধ্বংসী ট্র্যাজেডি" হিসেবে বর্ণনা করেছেন। ভারতের সুপ্রিম কোর্ট এবং সমগ্র বিচার ব্যবস্থাের পক্ষ থেকে, প্রধান বিচারপতি যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধান বিচারপতি বি আর গাভায়াই :-- ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমরা সকলেই গভীরভাবে শোকাহত।ভারতের সুপ্রিম কোর্ট এবং দেশের বিচার বিভাগীয় এবং আইনজীবি সমাজের পক্ষ থেকে, এই ভয়াবহ ট্র্যাজাডিতে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। সেই সাথে যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও আমার সমবেদনা । এই ক্ষতি- যন্ত্রণার প্রতি আমরা বাকরুদ্ধ। তবুও আমরা আশা করি যে সম্মিলিত সহানুভূতি এবং সংহতি এই দুঃখের সময়ে কিছুটা সান্ত্বনা দেবে।এই শোকের মুহૂરতে, আমরা শোকাহতদের সাথে একাত্মতা প্রকাশ করছি। আইনের শাসন বজায় রাখা, ন্যায়বিচার নিশ্চিত করার এবং প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করার জন্য আমরা আমাদের দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়াত আত্মাদের চির শান্তি কামনা করি । শোকাহত পরিবার এবং এই অপূরণীয় ক্ষতির জন্য শোকাহত সকলের প্রতি আমরা সহমর্মি.
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 11, 2025 08:16:35
Kolkata, West Bengal:যাদবপুর विश्वविद्यालय सुरक्षा সম্পর্কিত মামলা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠক করে রিপোর্ট জমা দিল রাজ্য ও বিশ্ববিদ্যালয়। যাদবপুরের নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টের রাজ্যের রিপোর্ট .... ১. আদালতের নির্দেশে ১৫ অক্টোবর বেলা দুটোয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর বৈঠক হয়। ১.যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং সল্টলেক ক্যাম্পাস এর জন্য সিসিটিভি বাবদ খরচ এর পরিমাণ ৬৮ লক্ষ ৬২ হাজার ৬৬৩ টাকা বরাদ্দ হয়েছে। ৩.নতুন করে ৩২ জন নিরাপত্তা রক্ষী কে নিয়োগ করা হবে (রাজ্য সৈনিক বোর্ড থেকে নেয়া হবে এদের)। যাদবপুর এরই নিরাপত্তা রক্ষী দের নিয়োগ করবে যাদবপুর এক্সিকিউটিভ কাউন্সিল। যার টাকা বরাদ্দ করবে রাজ্য। ৪.কলকাতা পুলিশ (সাউথ সাবার্বান ডিভিশন)যাদবপুর ও সল্টলেক এর কলেজ ও হোস্টেল এর নিরাপত্তা পর্যবেক্ষণে রাখবে। এই দায়িত্বে থাকবে Kolkata Police South Suburban Division এর ডেপুটি কমিশনার। ৫. বিশ্ববিদ্যালয় এর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় এর জন্য রাজ্যে প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সঙ্গে সামঞ্জস্য বজায় করে চলবে ।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 11, 2025 08:05:26
Barrackpore, Kolkata, West Bengal:দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন জুড়ে কড়া নিরাপত্তা, নামল রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও দক্ষিণেশ্বর থানার পুলিশ দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে হাই এলার্ট জারি করা হয়েছে। আর সেই হাই এলার্ট জারি হওয়ার পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। বারাকপুর পুলিশ কমিশনারেটের সশস্ত্র বাহিনী ও দক্ষিণেশ্বর থানার পুলিশ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এর ভেতরে এবং বাইরে তল্লাশি চালানোর পাশাপাশি দক্ষিণেশ্বর রেল স্টেশনেও নজরদারি চালাচ্ছে। গোটা দক্ষিণেশ্বর মন্দির, মেট্রো স্টেশন ও রেল স্টেশন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে
0
comment0
Report
CDChampak Dutta
Nov 11, 2025 07:37:24
Kaji Chak, West Bengal:মেদিনীপুর স্টেশনে চালানো হচ্ছে তল্লাশি। গতকাল দিল্লী তে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়েও হাই এলার্ট। এই ঘটনার জেরে গতকাল রাতেই দেখা গিয়েছিল মেদিনীপুর স্টেশনের আরপিএফ এবং জিআরপি কর্মীরা মেটাল ডিটেক্টর নিয়ে স্টেশনের মধ্যে থাকা ডাস্টবিন, রেল যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ এবং স্টেশনের বাইরে পার্কিং করে রাখা গাড়িগুলিতে চেকিং সহ তল্লাশি অভিযান চালাতে। আজ সকাল থেকেও স্টেশনে চলল তল্লাশি অভিযান। যাত্রীদের ব্যাগ খুলে তল্লাশি চালাতে দেখা যায়। রেল আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কাছে ডিজির নির্দেশ সেইমত তারা স্টেশনে চেকিং চালাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত উপর থেকে নতুন কোনো নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত চলবে এই চেকিং প্রক্রিয়া।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 11, 2025 07:03:51
Chinsurah, West Bengal:ভাইপো নওশাদের হয়ে ব্যাট ধরলেন ত্বহা সিদ্দিকী।এক হাত নিলেন সওকত মোল্লাকে। ভাঙ্গরের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আলো পতাকা দেখার এবং হেনস্তার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার লোকজনের বিরুদ্ধে। এই প্রসঙ্গে ত্বহা সিদ্দিকী বলেন,যে মহিলারা ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছিল তাদের যে দাবি সেই দাবিত নাওশাদও করেছে।মদ গাঁজা তোলাবাজির পক্ষে তো নাওশাদ নয়। ভাঙ্গর ক্যানिंगয়ে যা কিছু অসামাজিক কাজ হচ্ছে তোলাবাজি হচ্ছে সবের মূলে রয়েছে সওকত মোল্লা। এই ধরনের লোককে যদি ২০২৬ টিকিট দেয় তৃণমূল তাহলে মানুষ তার জবাব দিয়ে দেবে। এসআইআর প্রসঙ্গে ফুরফুরা পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন,এস আই আর হোক আমরাও চাই যারা প্রকৃত ভোটার তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এস আই আর হতে দেব না এখন তিনি কি করেন সে দিকেই আমরা তাকিয়ে আছি কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেই রাজ্যের মানুষ মানে।
0
comment0
Report
Advertisement
Back to top